বাংলাদেশের জনসংখ্যা স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা

26. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম উপাচার্য কে?

  • ক. মমতাজ উদ্দিন
  • খ. সাজ্জাদ হোসেন
  • গ. শামসুল হক
  • ঘ. ইতরাত হোসেন জুবেরী

উত্তরঃ ইতরাত হোসেন জুবেরী

বিস্তারিত

27. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯২১
  • খ. ১৯৫২
  • গ. ১৯৬৬
  • ঘ. ১৯৭১

উত্তরঃ ১৯৬৬

বিস্তারিত

28. বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়টি এই শহরে অবস্থিত -

  • ক. দিনাজপুর
  • খ. চট্টগ্রাম
  • গ. বরিশাল
  • ঘ. ময়মনসিংহ

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

29. বাংলাদেশর সবচেয়ে পুরাতন এবং সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঠিক নাম কি ?

  • ক. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
  • খ. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • গ. ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়
  • ঘ. হাজী দানেশ কৃষি বিশ্ববিদ্যালয়

উত্তরঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

30. কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্ব প্রথম উপাচার্য কে হন?

  • ক. ড. এস ডি চৌধুরী
  • খ. অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ চৌধুরী
  • গ. ড. ওসমান গণি
  • ঘ. ড. কাজী ফজলুর করিম

উত্তরঃ ড. ওসমান গণি

বিস্তারিত

31. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?

  • ক. ১৯৭১ সালে
  • খ. ১৯৭০ সালে
  • গ. ১৯৭২ সালে
  • ঘ. ১৯৬৯ সালে

উত্তরঃ ১৯৭০ সালে

বিস্তারিত

32. ত্রিশালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম কি?

  • ক. কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
  • খ. কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
  • গ. কবি নজরুল বিশ্ববিদ্যালয়
  • ঘ. কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

উত্তরঃ কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

33. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) প্রতিষ্ঠিত হয় -

  • ক. ১৯৪৭ সালে
  • খ. ১৯৫০ সালে
  • গ. ১৯৬১ সালে
  • ঘ. ১৯৬২ সালে

উত্তরঃ ১৯৬২ সালে

বিস্তারিত

34. উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?

  • ক. ১৯৯১ সালে
  • খ. ১৯৯২ সালে
  • গ. ১৯৯৩ সালে
  • ঘ. ১৯৯৬ সালে

উত্তরঃ ১৯৯২ সালে

বিস্তারিত

35. জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?

  • ক. ১৯৯০ সালে
  • খ. ১৯৯২ সালে
  • গ. ১৯৮৮ সালে
  • ঘ. ১৯৮৭ সালে

উত্তরঃ ১৯৯২ সালে

বিস্তারিত

36. জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ২০ আগস্ট, ২০০৫
  • খ. ২০ অক্টোবর, ২০০৫
  • গ. ২০ জুলাই, ২০০৫
  • ঘ. ২০ জুন, ২০০৫

উত্তরঃ ২০ অক্টোবর, ২০০৫

বিস্তারিত

37. প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কত সালে সৃষ্টি হয় ?

  • ক. ১৯৭৪ সালে
  • খ. ১৯৯০ সালে
  • গ. ১৯৯২ সালে
  • ঘ. ১৯৯৪ সালে

উত্তরঃ ১৯৯২ সালে

বিস্তারিত

38. প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগকর্তা কে ?

  • ক. থানা শিক্ষা কর্মকর্তা
  • খ. জেলা শিক্ষা কর্মকর্তা
  • গ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
  • ঘ. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

উত্তরঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বিস্তারিত

41. জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?

  • ক. চট্টগ্রামে
  • খ. সাভারে
  • গ. ঢাকায়
  • ঘ. গাজীপুরে

উত্তরঃ গাজীপুরে

বিস্তারিত

42. কুমিল্লা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?

  • ক. ২০০৬
  • খ. ২০০৫
  • গ. ২০০৪
  • ঘ. ২০০৩

উত্তরঃ ২০০৬

বিস্তারিত

43. কি কারনে স্যাডলার কমিশন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয় ?

  • ক. ছাত্রদের আন্দোলন
  • খ. ঢাকায় কোন বিশ্ববিদ্যালয় না থাকায়
  • গ. এতদঞ্চলের জনগণের দাবি
  • ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংখ্যা বৃদ্ধি

উত্তরঃ এতদঞ্চলের জনগণের দাবি

বিস্তারিত

44. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম -

  • ক. নাথান কমিশন
  • খ. খুদা কমিশন
  • গ. ম্যাকলে কমিশন
  • ঘ. মেটকাফ কমিশন

উত্তরঃ নাথান কমিশন

বিস্তারিত

45. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?

  • ক. ১৯০৫ সালে
  • খ. ১৯১১ সালে
  • গ. ১৯৩৫ সালে
  • ঘ. ১৯২১ সালে

উত্তরঃ ১৯২১ সালে

বিস্তারিত

46. কোন সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষাবর্ষ শুরু করে ?

  • ক. ১৯১৮ সালে
  • খ. ১৯২০ সালে
  • গ. ১৯২২ সালে
  • ঘ. ১৯২১ সালে

উত্তরঃ ১৯২১ সালে

বিস্তারিত

47. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য কে?

  • ক. প্রধানমন্ত্রী
  • খ. রাষ্ট্রপতি
  • গ. স্পিকার
  • ঘ. প্রধান বিচারপতি

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

48. উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর -

  • ক. ড. রমেশচন্দ্র মজুমদার
  • খ. ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
  • গ. ড. মাহমুদ হাসান
  • ঘ. স্যার এ. এফ. রহমান

উত্তরঃ স্যার এ. এফ. রহমান

বিস্তারিত

49. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে?

  • ক. রমেশচন্দ্র মজুমদার
  • খ. স্যার আজিজুল হক
  • গ. সন্তোষ গুপ্ত
  • ঘ. স্যার এ.এফ. রহমান

উত্তরঃ স্যার এ.এফ. রহমান

বিস্তারিত

50. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য -

  • ক. ড. ওসমান গণি
  • খ. ড. মাহমুদ হাসান
  • গ. ড. মোয়াজ্জেম হোসেন
  • ঘ. স্যার এ. এফ. রহমান

উত্তরঃ স্যার এ. এফ. রহমান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects