বাংলাদেশের জনসংখ্যা স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা
26. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম উপাচার্য কে?
- ক. মমতাজ উদ্দিন
- খ. সাজ্জাদ হোসেন
- গ. শামসুল হক
- ঘ. ইতরাত হোসেন জুবেরী
উত্তরঃ ইতরাত হোসেন জুবেরী
28. বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়টি এই শহরে অবস্থিত -
- ক. দিনাজপুর
- খ. চট্টগ্রাম
- গ. বরিশাল
- ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ময়মনসিংহ
29. বাংলাদেশর সবচেয়ে পুরাতন এবং সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঠিক নাম কি ?
- ক. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
- খ. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
- গ. ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়
- ঘ. হাজী দানেশ কৃষি বিশ্ববিদ্যালয়
উত্তরঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
30. কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্ব প্রথম উপাচার্য কে হন?
- ক. ড. এস ডি চৌধুরী
- খ. অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ চৌধুরী
- গ. ড. ওসমান গণি
- ঘ. ড. কাজী ফজলুর করিম
উত্তরঃ ড. ওসমান গণি
31. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?
- ক. ১৯৭১ সালে
- খ. ১৯৭০ সালে
- গ. ১৯৭২ সালে
- ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ ১৯৭০ সালে
32. ত্রিশালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম কি?
- ক. কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
- খ. কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
- গ. কবি নজরুল বিশ্ববিদ্যালয়
- ঘ. কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
উত্তরঃ কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
33. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) প্রতিষ্ঠিত হয় -
- ক. ১৯৪৭ সালে
- খ. ১৯৫০ সালে
- গ. ১৯৬১ সালে
- ঘ. ১৯৬২ সালে
উত্তরঃ ১৯৬২ সালে
34. উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
- ক. ১৯৯১ সালে
- খ. ১৯৯২ সালে
- গ. ১৯৯৩ সালে
- ঘ. ১৯৯৬ সালে
উত্তরঃ ১৯৯২ সালে
35. জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
- ক. ১৯৯০ সালে
- খ. ১৯৯২ সালে
- গ. ১৯৮৮ সালে
- ঘ. ১৯৮৭ সালে
উত্তরঃ ১৯৯২ সালে
36. জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
- ক. ২০ আগস্ট, ২০০৫
- খ. ২০ অক্টোবর, ২০০৫
- গ. ২০ জুলাই, ২০০৫
- ঘ. ২০ জুন, ২০০৫
উত্তরঃ ২০ অক্টোবর, ২০০৫
37. প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কত সালে সৃষ্টি হয় ?
- ক. ১৯৭৪ সালে
- খ. ১৯৯০ সালে
- গ. ১৯৯২ সালে
- ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ ১৯৯২ সালে
38. প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগকর্তা কে ?
- ক. থানা শিক্ষা কর্মকর্তা
- খ. জেলা শিক্ষা কর্মকর্তা
- গ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
- ঘ. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
উত্তরঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
39. এ পর্যন্ত কয়টি থানাকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কর্মসূচীর আওতাভূক্ত করা হয়েছে ?
- ক. ৬৪টি
- খ. ৮৮টি
- গ. ৭৮টি
- ঘ. সবগুলোকে
উত্তরঃ সবগুলোকে
40. উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় কোন সালে?
- ক. ২০০০
- খ. ২০০২
- গ. ২০০৩
- ঘ. ২০০১
উত্তরঃ ২০০৩
41. জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
- ক. চট্টগ্রামে
- খ. সাভারে
- গ. ঢাকায়
- ঘ. গাজীপুরে
উত্তরঃ গাজীপুরে
43. কি কারনে স্যাডলার কমিশন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয় ?
- ক. ছাত্রদের আন্দোলন
- খ. ঢাকায় কোন বিশ্ববিদ্যালয় না থাকায়
- গ. এতদঞ্চলের জনগণের দাবি
- ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংখ্যা বৃদ্ধি
উত্তরঃ এতদঞ্চলের জনগণের দাবি
44. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম -
- ক. নাথান কমিশন
- খ. খুদা কমিশন
- গ. ম্যাকলে কমিশন
- ঘ. মেটকাফ কমিশন
উত্তরঃ নাথান কমিশন
45. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
- ক. ১৯০৫ সালে
- খ. ১৯১১ সালে
- গ. ১৯৩৫ সালে
- ঘ. ১৯২১ সালে
উত্তরঃ ১৯২১ সালে
46. কোন সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষাবর্ষ শুরু করে ?
- ক. ১৯১৮ সালে
- খ. ১৯২০ সালে
- গ. ১৯২২ সালে
- ঘ. ১৯২১ সালে
উত্তরঃ ১৯২১ সালে
47. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য কে?
- ক. প্রধানমন্ত্রী
- খ. রাষ্ট্রপতি
- গ. স্পিকার
- ঘ. প্রধান বিচারপতি
উত্তরঃ রাষ্ট্রপতি
48. উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর -
- ক. ড. রমেশচন্দ্র মজুমদার
- খ. ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
- গ. ড. মাহমুদ হাসান
- ঘ. স্যার এ. এফ. রহমান
উত্তরঃ স্যার এ. এফ. রহমান
49. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে?
- ক. রমেশচন্দ্র মজুমদার
- খ. স্যার আজিজুল হক
- গ. সন্তোষ গুপ্ত
- ঘ. স্যার এ.এফ. রহমান
উত্তরঃ স্যার এ.এফ. রহমান
50. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য -
- ক. ড. ওসমান গণি
- খ. ড. মাহমুদ হাসান
- গ. ড. মোয়াজ্জেম হোসেন
- ঘ. স্যার এ. এফ. রহমান
উত্তরঃ স্যার এ. এফ. রহমান