বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও প্রযুক্তি

77. বিটিআরসি -এর পুরো নাম -

  • ক. বাংলাদেশ টোবাকো রেগুলেটরি কমিটি
  • খ. বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন
  • গ. ব্রিটিশ টেলিফোন রিসিভিং কাউন্সিল
  • ঘ. বাংলাদেশ টেলিফোন রেগুলেটরি কমিটি

উত্তরঃ বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন

বিস্তারিত

78. বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কখন চালু হয় ?

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৯৮১ সালে
  • গ. ১৯৯৮ সালে
  • ঘ. ২০০২ সালে

উত্তরঃ ২০০২ সালে

বিস্তারিত

79. বাংলাদেশের নিচের কোন তারিখে প্রথম সেল ফোন চালু হয় ?

  • ক. ১৬ ডিসেম্বর, ২০০৫
  • খ. ৮ আগস্ট, ১৯৯৩
  • গ. ২৫ নভেম্বর,১৯৯৩
  • ঘ. ২৬ মার্চ, ১৯৯৮

উত্তরঃ ৮ আগস্ট, ১৯৯৩

বিস্তারিত

80. বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয় ?

  • ক. ৪ জানুয়ারি, ১৯৯০
  • খ. ৩ ফেব্রুয়ারি, ১৯৯০
  • গ. ৩ মার্চ, ১৯৯০
  • ঘ. ৪ জানুয়ারি, ১৯৯১

উত্তরঃ ৪ জানুয়ারি, ১৯৯০

বিস্তারিত

81. বাংলাদেশে প্রথম ডিজিটাল একচেঞ্জ প্রতিষ্ঠিত হয় ?

  • ক. রংপুরের মিঠাপুকুর
  • খ. ঢাকা
  • গ. চট্টগ্রাম
  • ঘ. দিনাজপুর

উত্তরঃ রংপুরের মিঠাপুকুর

বিস্তারিত

82. বিশ্বের কোন রাষ্ট্রের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই ?

  • ক. ইসরাইল
  • খ. তাইওয়ান
  • গ. আফগানিস্তান
  • ঘ. জর্ডান

উত্তরঃ ইসরাইল

বিস্তারিত

83. বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালুর সন -

  • ক. ১৯৯৫
  • খ. ১৯৯৬
  • গ. ১৯৯৭
  • ঘ. ১৯৯৮

উত্তরঃ ১৯৯৬

বিস্তারিত

84. বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম -

  • ক. ভয়েস ওভার আইপি
  • খ. ইন্টারনেট টেলিফোন
  • গ. মডেম
  • ঘ. পোস্ট আফিস প্রটোকল

উত্তরঃ ভয়েস ওভার আইপি

বিস্তারিত

85. বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন কোম্পানি কয়টি ?

  • ক. ২ টি
  • খ. ৪ টি
  • গ. ৬ টি
  • ঘ. ৫ টি

উত্তরঃ ৬ টি

বিস্তারিত

86. International Roaming শব্দটি যার সাথে সম্পৃক্ত -

  • ক. মোবাইল
  • খ. ব্যাংক
  • গ. ভ্রমণ
  • ঘ. ব্যবসা

উত্তরঃ মোবাইল

বিস্তারিত

87. মোবাইল সেট চুরি বা ছিনতাই রোধে কার্যকর পদ্ধতি -

  • ক. মোবাইল ট্র্যাকার
  • খ. জিপিআরএস
  • গ. এইআমই আই
  • ঘ. জিএসএম

উত্তরঃ জিপিআরএস

বিস্তারিত

88. তার বিহিন দ্রুত গতি ইন্টারনেট প্রযুক্তির নাম -

  • ক. অপটিক ফাইবার
  • খ. ভি-স্যাট
  • গ. ওয়াইম্যাক্স
  • ঘ. সেটম্যাক্স

উত্তরঃ ওয়াইম্যাক্স

বিস্তারিত

89. WiMAX একটি -

  • ক. ওয়ারেলস ব্রডব্যান্ড প্রযুক্তি
  • খ. ব্রান্ড ঘড়ি
  • গ. মোবাইল ফোন
  • ঘ. ডিভিডি প্লেয়ার

উত্তরঃ ওয়ারেলস ব্রডব্যান্ড প্রযুক্তি

বিস্তারিত

90. বাংলাদেশের কোথায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা ?

  • ক. চট্টগ্রাম
  • খ. সেন্টমার্টিন
  • গ. ক্ক্সবাজার
  • ঘ. খুলনা

উত্তরঃ ক্ক্সবাজার

বিস্তারিত

91. বাংলাদশের নিচে কোন স্থানটি সাবমেরিন ক্যাবলের ল্যান্ড স্টেশন ?

  • ক. মহেশখালি
  • খ. দুলা হাজরা
  • গ. ঝিলং ঝা
  • ঘ. নারিকেল বীথি

উত্তরঃ ঝিলং ঝা

বিস্তারিত

92. সাবমেরিন ক্যাবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম ?

  • ক. অর্থ
  • খ. ডাক ও টেলিযোগাযোগ
  • গ. বিজ্ঞান ও প্রযুক্তি
  • ঘ. পররাষ্ট্র

উত্তরঃ ডাক ও টেলিযোগাযোগ

বিস্তারিত

93. সাবমেরিন কেবল ব্যবহৃত হয় -

  • ক. নৌচলাচলের বিপদ সংকেত
  • খ. জাহাজ চলাচলের সুবিধা
  • গ. ইন্টারনেট সংযোগ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ইন্টারনেট সংযোগ

বিস্তারিত

94. 'Submarine Cable' is the term used in -

  • ক. Telecommunication
  • খ. Information Technology
  • গ. Cable TV Network
  • ঘ. Navigational Communication

উত্তরঃ Information Technology

বিস্তারিত

96. তালিবাবাদ উপগ্রহ ভূ-কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত ?

  • ক. নরসিংদী
  • খ. গাজীপুর
  • গ. চট্টগ্রাম
  • ঘ. পার্বত্য চট্টগ্রাম

উত্তরঃ গাজীপুর

বিস্তারিত

97. ২০১০ সালে বাংলাদেশ বিমান ঢাকা থেকে প্রথম হজ্ব ফ্লাইট কবে থেকে যাত্রা শুরু করে?

  • ক. ৯-১০-২০১০
  • খ. ৮-১০-২০১০
  • গ. ৭-১০-২০১০
  • ঘ. ৬-১০-২০১০

উত্তরঃ ৮-১০-২০১০

বিস্তারিত

98. বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দফতর অবস্থিত---

  • ক. ঢাকা
  • খ. পাহাড়তলী
  • গ. লালমনিরহাট
  • ঘ. পাক্শী

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

99. যাত্রী পরিবহনে কত শতাংশ সড়ক পথে সম্পন্ন হয় (অর্থনৈতিক সমীক্ষা - ২০১৩ তথ্য অনুযায়ী)

  • ক. ৭৫ শতাংশ
  • খ. ৮৫ শতাংশ
  • গ. ৮৩ শতাংশ
  • ঘ. ৮৮ শতাংশ

উত্তরঃ ৮৮ শতাংশ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects