বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও প্রযুক্তি

101. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার ও উন্নতীর জন্য যে সংস্থাটি কাজ করে তার নাম--

  • ক. ঋণ সালিশি বোর্ড
  • খ. ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক)
  • গ. শিল্পঋণ সংস্থা
  • ঘ. বাংলাদেশ শিল্প ব্যাংক

উত্তরঃ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক)

বিস্তারিত

102. এদেশের ক্ষুদ্র শিল্পের প্রসারের অসুবিধার কারণ--

  • ক. বাজারজাতকরণের অসুবিধা
  • খ. মূলধনের অভাব
  • গ. বৃহৎ শিল্পের প্রতিযোগিতা
  • ঘ. উপরের সবকয়টি

উত্তরঃ উপরের সবকয়টি

বিস্তারিত

103. বাংলাদেশের একমাত্র রেয়ন মিলটির নাম--

  • ক. কর্ণফুলী রেয়ন মিলস্
  • খ. সুন্দরবন রেয়ন মিলস্
  • গ. নর্থ বেঙ্গল রেয়ন মিলস্
  • ঘ. বাংলাদেশ রেয়ন মিলস্

উত্তরঃ কর্ণফুলী রেয়ন মিলস্

বিস্তারিত

104. বাংলাদেশে কোন ধরনের সারের চাহিদা বেশি?

  • ক. নাইট্রোজিনাস সার
  • খ. অ্যামোনিয়া সার
  • গ. টিএসপি সার
  • ঘ. দস্তা সার

উত্তরঃ নাইট্রোজিনাস সার

বিস্তারিত

105. কাফকো কি?

  • ক. একটি এনজিও
  • খ. একটি সার কারখানা
  • গ. একটি গবেষণা দলিল
  • ঘ. একটি ক্লিনিক

উত্তরঃ একটি সার কারখানা

বিস্তারিত

106. কাপড় ও তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ কখন কোটা পদ্ধতির আওতায় আসে?

  • ক. ১৯৯২ - ৯৩
  • খ. ১৯৯১ - ৯২
  • গ. ১৯৮৮ - ৮৯
  • ঘ. ১৯৮৫ - ৮৬

উত্তরঃ ১৯৮৫ - ৮৬

বিস্তারিত

107. বাংলাদেশের কোন জেলায় সিল্ক উৎপন্ন হয়?

  • ক. টাঙ্গাইল
  • খ. রাজশাহী
  • গ. নারায়নগঞ্জ
  • ঘ. ঢাকা

উত্তরঃ রাজশাহী

বিস্তারিত

108. বাংলাদেশের প্রথম পরিকল্পিত গার্মেন্টস কোনটি?

  • ক. এশিয়ান, চট্টগ্রাম
  • খ. ড্যান্ডি, ঢাকা
  • গ. দেশ, চট্টগ্রাম
  • ঘ. সেঞ্চুরি, ঢাকা

উত্তরঃ দেশ, চট্টগ্রাম

বিস্তারিত

111. বাংলাদেশের কোন প্রতিষ্ঠান সবুজ পাট থেকে কাগজের মণ্ড তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেন?

  • ক. বিসিআইসি
  • খ. কৃষি বিশ্ববিদ্যালয়
  • গ. বার্ড
  • ঘ. বিসিএসআইআর

উত্তরঃ বিসিআইসি

বিস্তারিত

112. উত্তরবঙ্গ কাগজকল কোথায় অবস্থিত?

  • ক. রংপুরের মিঠাপুকুর
  • খ. পাবনার পাকশী
  • গ. বগুড়ার কাহালু
  • ঘ. রাজশাহীর পুঠিয়া

উত্তরঃ পাবনার পাকশী

বিস্তারিত

113. দেশবন্ধু চিনিকল কোন জেলায় অবস্থিত?

  • ক. নরসিংদী
  • খ. মানিকগঞ্জ
  • গ. ফরিদপুর
  • ঘ. পাবনা

উত্তরঃ নরসিংদী

বিস্তারিত

114. বঙ্গবন্ধু সেতুর কাজ শুরু হয় ১৯৯৪ সালের--

  • ক. ১০ নভেম্বর
  • খ. ১৫ নভেম্বর
  • গ. ১০ অক্টোবর
  • ঘ. ১৫ অক্টোবর

উত্তরঃ ১৫ অক্টোবর

বিস্তারিত

115. বাংলাদেশ রেলওয়ে কত সালে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু করে?

  • ক. ১৯৭৫ সালে
  • খ. ১৯৮৬ সালে
  • গ. ১৯৮০ সালে
  • ঘ. ১৯৯০ সালে

উত্তরঃ ১৯৮৬ সালে

বিস্তারিত

116. বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কবে গঠন করা হয়?

  • ক. ১৯৮৮ সালে
  • খ. ১৯৮৫ সালে
  • গ. ১৯৯০ সালে
  • ঘ. ১৯৯২ সালে

উত্তরঃ ১৯৮৮ সালে

বিস্তারিত

118. কতসালে বিআরটিসি প্রতিষ্ঠা লাভ করে?

  • ক. ১৯৫৫
  • খ. ১৯৬৩
  • গ. ১৯৬৭
  • ঘ. ১৯৬১

উত্তরঃ ১৯৬১

বিস্তারিত

119. বাংলাদেশে সর্বপ্রথম রেলপথের সূচনা হয় কোথায়?

  • ক. দর্শনা-জগতি
  • খ. চট্টগ্রাম-কুমিল্লা
  • গ. লাকসাম-চাঁদপুর
  • ঘ. ঢাকা-নারায়ণগঞ্জ

উত্তরঃ দর্শনা-জগতি

বিস্তারিত

120. বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বৃহত্তম কন্টেইনার জাহাজ হলো--

  • ক. শেরে বাংলা
  • খ. রাজদূত
  • গ. সোনার বাংলা
  • ঘ. বাংলার দূত

উত্তরঃ বাংলার দূত

বিস্তারিত

121. বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু 'হার্ডিঞ্জ ব্রীজ' কোন নদীর উপর অবস্থিত?

  • ক. কর্ণফুলী
  • খ. মেঘনা
  • গ. যমুনা
  • ঘ. পদ্মা

উত্তরঃ পদ্মা

বিস্তারিত

122. কোন দেশের সহতায় বাংলাদেশে অধিক সংখ্যক সড়ক সেতু নির্মিত হয়েছে?

  • ক. চীন
  • খ. রাশিয়া
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. জাপান

উত্তরঃ চীন

বিস্তারিত

123. বাংলাদেশ বিমান কোন মহাদেশে গমন করে না?

  • ক. আফ্রিকা
  • খ. অস্ট্রেলিয়া
  • গ. আমেরিকা
  • ঘ. ইউরোপ

উত্তরঃ অস্ট্রেলিয়া

বিস্তারিত

124. নদীপথে সরাসরি ঢাকার সাথে যুক্ত নয় কোন জেলা?

  • ক. রাঙামাটি
  • খ. খাগড়াছড়ি
  • গ. দিনাজপুর
  • ঘ. নোয়াখালী

উত্তরঃ রাঙামাটি

বিস্তারিত

125. বাংলাদেশের সবচেয়ে বড় সড়ক সেতু কোনটি?

  • ক. যমুনা সেতু
  • খ. লালন শাহ সেতু
  • গ. শাহ আমানত সেতু
  • ঘ. মেঘনা সেতু

উত্তরঃ যমুনা সেতু

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects