বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও প্রযুক্তি
126. বাংলাদেশের সবচেয়ে বড় রেলস্টেশন কোনটি?
- ক. রাজশাহী রেলস্টেশন
- খ. কমলাপুর রেলস্টেশন
- গ. ঈশ্বরদী রেলস্টেশন
- ঘ. পার্বতীপুর রেলস্টেশন
উত্তরঃ কমলাপুর রেলস্টেশন
127. ঢাকা থেকে সড়ক পথে পঞ্চগড় জেলার দূরত্ব কত?
- ক. ৩৯৬ কি.মি.
- খ. ৪১৪ কি.মি.
- গ. ৪৪৪ কি.মি.
- ঘ. ৪৫৯ কি.মি.
উত্তরঃ ৪৪৪ কি.মি.
128. সম্প্রতি ঢাকার কোন সড়কের নাম পরিবর্তন করে 'নাটক সরণি' রাখা হয়েছে?
- ক. জনসন রোড
- খ. বেইলি রোড
- গ. টিপু সুলতান রোড
- ঘ. মিন্টো রোড
উত্তরঃ বেইলি রোড
129. টেকনাফ থেকে সেন্টমার্টিন চলাচলকারী বিলাসবহুল জাহাজের নাম--
- ক. শাহ আমানত
- খ. গাজী
- গ. রকেট
- ঘ. কেয়ারী সিন্দবাদ
উত্তরঃ কেয়ারী সিন্দবাদ
130. জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করা হয় কবে?
- ক. ১৫ মার্চ ২০১১
- খ. ১৫ ফেব্রুয়ারি ২০১১
- গ. ১৫ মার্চ ২০১০
- ঘ. ১৫ ফেব্রুয়ারি ২০১০
উত্তরঃ ১৫ ফেব্রুয়ারি ২০১১
131. বাংলায় রেলপথ চালু হয়েছিল কোথা হতে কোথা পর্যন্ত?
- ক. কুষ্টিয়া-গোয়ালন্দ
- খ. দার্জিলিং-শিলিগুড়ি
- গ. হাওড়া-চুচুড়া
- ঘ. কলকাতা-দর্শনা
উত্তরঃ হাওড়া-চুচুড়া
132. এশিয়ান হাইওয়ের রুট পরিকল্পনা অনুযায়ী কোন দিক দিয়ে বাংলাদেশ থেকে বের হবার প্রস্তাব রয়েছে?
- ক. দর্শনা
- খ. টেকনাফ
- গ. সাজেক
- ঘ. জাফলং
উত্তরঃ টেকনাফ
134. প্রস্তাবিত পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করবে?
- ক. মানিকগঞ্জ ও মাদারীপুর
- খ. মুন্সিগঞ্জ ও ফরিদপুর
- গ. মুন্সিগঞ্জ ও শরিয়তপুর
- ঘ. মানিকগঞ্জ ও ফরিদপুর
উত্তরঃ মুন্সিগঞ্জ ও শরিয়তপুর
135. বাংলাদেশে সড়ক দুর্ঘটনার প্রধান কারণসমূহ কি?
- ক. ড্রাইভার প্রশিক্ষণের অভাব
- খ. অপরিকল্পিত সড়ক
- গ. সড়ক ব্যবহার আইনের দুর্বলতা
- ঘ. ওপরের সবগূলো
উত্তরঃ ওপরের সবগূলো
136. কড়ইতলা শুল্ক স্টেশন কোন জেলায়?
- ক. সাতক্ষীরা
- খ. খাগড়াছড়ি
- গ. রাঙ্গামাটি
- ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ময়মনসিংহ
137. বাংলাদেশ বিমান সংস্থার নাম--
- ক. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- খ. এয়ার বাংলাদেশ
- গ. বাংলাদেশ বিমান
- ঘ. বিমান বাংলাদেশ
উত্তরঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
138. যাত্রাবাড়ি-গুলিস্তান ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?
- ক. ৪ মে ২০০৬
- খ. ৬ মার্চ ২০০৬
- গ. ৬ জুন ২০০৬
- ঘ. ৪ জুন ২০০৬
উত্তরঃ ৪ জুন ২০০৬