বাংলাদেশের বাজেট ও উন্নয়ন পরিকল্পনা
26. গ্রামীণ দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাথমিকভাবে সবচেয়ে বেশি প্রয়োজন?
- ক. ক্ষুদ্র ঋণ প্রদান ও সঞ্চয় অভ্যাস গড়ে তোলা
- খ. প্রশিক্ষণ দেয়া
- গ. ক্ষুদ্র ঋণ প্রদান
- ঘ. সঞ্চয় অভ্যাস গড়ে তোলা
উত্তরঃ ক্ষুদ্র ঋণ প্রদান ও সঞ্চয় অভ্যাস গড়ে তোলা
27. গ্রামের দরিদ্র পরিবারকে সংগঠিত করতে হলে প্রয়োজন--
- ক. ক্ষুদ্র ঋণ দেয়া
- খ. দরিদ্র পরিবারকে চিহ্নিত করা
- গ. দরিদ্র পরিবারকে চিহ্নিত করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা
- ঘ. উপরের সব কয়টি
উত্তরঃ উপরের সব কয়টি
28. অন্যান্য অবস্থা অপর্বর্তিত থাকলে, যদি সুদের হার বৃদ্ধি পায় তাবে বিনিয়োগ--
- ক. বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পায়
- খ. অপরিবর্তিত থাকে
- গ. হ্রাস পায়
- ঘ. বৃদ্ধি পায়
উত্তরঃ হ্রাস পায়
29. বর্তমান প্রেক্ষাপটে নিচের কোনটির প্রভাব জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে?
- ক. স্যাঁতস্যাঁতে আবহাওয়া
- খ. অতিরিক্ত যানজট ও ছিনতাই
- গ. দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও যানজট
- ঘ. সন্ত্রাসী কর্মকাণ্ড
উত্তরঃ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও যানজট
30. প্রাইজবন্ডের সর্বনিম্ন ইউনিট কত টাকার?
- ক. ১০০০ টাকা
- খ. ৫০০ টাকা
- গ. ১০০ টাকা
- ঘ. ৫০ টাকা
উত্তরঃ ১০০ টাকা
31. কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়?
- ক. সোনালী ব্যাংক
- খ. বাংলাদেশ কৃষি ব্যাংক
- গ. জনতা ব্যাংক
- ঘ. আমেরিকান এক্সপ্রেস
উত্তরঃ বাংলাদেশ কৃষি ব্যাংক
32. বাংলাদেশে কর সংগ্রহের জন্য কোন সরকারী সংস্থাটি দায়িত্ব প্রাপ্ত?
- ক. পরিকল্পনা কমিশন
- খ. বাংলাদেশ ব্যাংক
- গ. বাণিজ্যিক মন্ত্রণালয়
- ঘ. জাতীয় রাজস্ব বোর্ড
উত্তরঃ জাতীয় রাজস্ব বোর্ড
33. বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন?
- ক. মোহাম্মদ কামারুজ্জামান
- খ. সৈয়দ নজরুল ইসলাম
- গ. তাজউদ্দিন আহমেদ
- ঘ. ক্যাপ্টেন মনসুর আলী
উত্তরঃ ক্যাপ্টেন মনসুর আলী
34. কখন ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রথম লেনদেন শুরু করে?
- ক. ১৯৭২ সালে
- খ. ১৯৬২ সালে
- গ. ১৯৫৬ সালে
- ঘ. ১৯৫৪ সালে
উত্তরঃ ১৯৫৬ সালে
35. বাংলাদেশ শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা কোনটি?
- ক. বাণিজ্য মন্ত্রণালয়
- খ. ঢাকা স্টক এক্সচেঞ্জ
- গ. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
- ঘ. বাংলাদেশ ব্যাংক
উত্তরঃ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
- ক. সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লি.
- খ. সোস্যাল ইসলামিক ব্যাংক লি.
- গ. সোস্যাল ইনডিপেন্ডেন্ট ব্যাংক
- ঘ. সোস্যাল ইসলামী ব্যাংক লি.
উত্তরঃ সোস্যাল ইসলামী ব্যাংক লি.
37. প্রথম বাঙালি মালিকানাধীন ব্যাংকের নাম কি?
- ক. এক্সিম ব্যাংক
- খ. পূবালী ব্যাংক
- গ. আই এফ আই সি ব্যাংক
- ঘ. উত্তরা ব্যাংক
উত্তরঃ পূবালী ব্যাংক
39. বাংলাদেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি'তে নগর অর্থনীতির অবদান আনুমানিক শতকরা কত ভাগ?
- ক. ৭৫
- খ. ৭০
- গ. ৫০
- ঘ. ৬০
উত্তরঃ ৫০
41. ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট বরাদ্দ--
- ক. ৭২২৭৫ কোটি টাকা
- খ. ৮০৪০০ কোটি টাকা
- গ. ৮০৩১৫ কোটি টাকা
- ঘ. ৬০৩০০ কোটি টাকা
উত্তরঃ ৮০৩১৫ কোটি টাকা
42. ২০১৪-১৫ অর্থবছরে বাজেটে কোন খাতকে সর্বোচ্চ অগ্রাধীকার দেয়া হয়?
- ক. শিক্ষা ও প্রযুক্তি
- খ. স্বাস্থ্য
- গ. জনপ্রশাসন
- ঘ. কৃষি
উত্তরঃ জনপ্রশাসন
43. বাংলাদেশের কোন অর্থমন্ত্রী সবচেয়ে বেশি বাজেট পেশ করেন?
- ক. তাজউদ্দীন আহমেদ
- খ. এম সাইফুর রহমান
- গ. শাহ এ এম এস কিবরিয়া
- ঘ. আবুল মাল আব্দুল মুহিত
উত্তরঃ এম সাইফুর রহমান
- ক. পরিপূরক কর
- খ. সম্পূরক কর
- গ. পরোক্ষ কর
- ঘ. প্রত্যক্ষ কর
উত্তরঃ প্রত্যক্ষ কর
46. জাতীয় আয় কোনটি?
- ক. রপ্তানি দ্রব্যের অর্জিত আয়
- খ. উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য
- গ. উৎপাদিত দ্রব্যের পরিমাণ
- ঘ. দ্রব্য ও সেবাসামগ্রীর বিক্রয়লদ্ধ অর্থ
উত্তরঃ উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য
47. বাংলাদেশ সরকার যে উদ্দেশ্যে সিগারট উৎপাদনে ট্যাক্স বসায়--
- ক. ধূমপানে উৎসাহদান
- খ. ধূমপান নিরুৎসাহিতকরণ
- গ. রাজস্ব আয় ও ধূমপান নিরুৎসাহিতকরণ
- ঘ. রাজস্ব আয়
উত্তরঃ রাজস্ব আয় ও ধূমপান নিরুৎসাহিতকরণ
48. বাংলাদেশে বিক্রয় করের বিকল্প হিসেবে কোন কর ধার্য করা হয়?
- ক. দান কর
- খ. আয়কর
- গ. মূল্য সংযোজন কর
- ঘ. সম্পদ কর
উত্তরঃ মূল্য সংযোজন কর
50. গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. ফিলিপাইন
- গ. ইন্দোনেশিয়া
- ঘ. মালায়েশিয়া
উত্তরঃ মালায়েশিয়া