মধ্যযুগ

1. মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?

  • ক. হরিদত্ত
  • খ. ভারতচন্দ্র
  • গ. মুকুন্দরাম
  • ঘ. চণ্ডীদাস

উত্তরঃ ভারতচন্দ্র

বিস্তারিত

2. বাংলা সাহিত্যে মধ্যযুগ কোনটি?

  • ক. ৯৫০ - ১২০০
  • খ. ১২০০ - ১৩৫০
  • গ. ১৩৫০ - ১৮০০
  • ঘ. ১২০১ - ১৮০০

উত্তরঃ ১২০১ - ১৮০০

বিস্তারিত

3. মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?

  • ক. চর্যাপদ
  • খ. গীতগোবিন্দ
  • গ. ডাকার্ণব
  • ঘ. শ্রীকৃষ্ণকীর্তন

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

বিস্তারিত

4. বাংলা সাহিত্যে রাধা-কৃষ্ণ বিষয়ক প্রথম কাহিনী কাব্য কোনটি?

  • ক. গীতগোবিন্দ
  • খ. শ্রীকৃষ্ণকীর্তন
  • গ. শূণ্যপুরাণ
  • ঘ. সেক শুভোদয়া

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

বিস্তারিত

5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা কে?

  • ক. দ্বিজ চণ্ডীদাস
  • খ. দীন চণ্ডীদাস
  • গ. চণ্ডীদাস
  • ঘ. বড়ু চণ্ডীদাস

উত্তরঃ বড়ু চণ্ডীদাস

বিস্তারিত

6. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়?

  • ক. ১৯০৭ সালে
  • খ. ১৯০৮ সালে
  • গ. ১৯০৯ সালে
  • ঘ. ১৯১৬ সালে

উত্তরঃ ১৯০৯ সালে

বিস্তারিত

7. পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?

  • ক. সৈয়দ হামজা
  • খ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
  • গ. শাহ মুহম্মদ সগীর
  • ঘ. আলাওল

উত্তরঃ শাহ মুহাম্মদ গরীবুল্লাহ

বিস্তারিত

8. শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি আবিষ্কৃত হয়--

  • ক. নেপালের রাজদরবার থেকে
  • খ. বাঁকুড়া জেলার কালিক্যা গ্রাম থেকে
  • গ. নেপালের রাজবাড়ির রান্নাঘর থেকে
  • ঘ. বার্মার এক গৃহস্থ বাড়ি থেকে

উত্তরঃ বাঁকুড়া জেলার কালিক্যা গ্রাম থেকে

বিস্তারিত

9. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি সম্পাদিত হয়---

  • ক. বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
  • খ. শ্রীরামপুর মিশন থেকে
  • গ. রামকৃষ্ণ মিশন থেকে
  • ঘ. জানা সম্ভব হয়নি

উত্তরঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে

বিস্তারিত

10. বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করতেন?

  • ক. বাংলা
  • খ. সংস্কৃত
  • গ. মৈথিলি
  • ঘ. পালি

উত্তরঃ মৈথিলি

বিস্তারিত

11. বাঙালি না হয়েও এবং বাংলায় কোন পদ রচনা না করেও কোন কবি বাঙালির মন জয় করেছিলেন?

  • ক. জয়দেব
  • খ. বিদ্যাপতি
  • গ. চণ্ডীদাস
  • ঘ. জ্ঞানদাস

উত্তরঃ বিদ্যাপতি

বিস্তারিত

12. বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর রচয়িতা কে?

  • ক. জয়দেব
  • খ. বিদ্যাপতি
  • গ. চণ্ডীদাস
  • ঘ. জ্ঞানদাস

উত্তরঃ চণ্ডীদাস

বিস্তারিত

13. 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।' - কার রচনা?

  • ক. বিদ্যাপতি
  • খ. গোবিন্দ দাস
  • গ. জ্ঞানদাস
  • ঘ. চণ্ডীদাস

উত্তরঃ চণ্ডীদাস

বিস্তারিত

14. 'শূণ্যপুরাণ' কার লেখা?

  • ক. রামকৃষ্ণ রায়
  • খ. রামাই পণ্ডিত
  • গ. ময়ূরভট্ট
  • ঘ. সীতারাম দাস

উত্তরঃ রামাই পণ্ডিত

বিস্তারিত

15. 'জঙ্গনামা' কাব্যটির রচয়িতা কে?

  • ক. দৌলত উজির বাহরাম খান
  • খ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
  • গ. মুহাম্মদ খান
  • ঘ. উপরের তিনজনই

উত্তরঃ উপরের তিনজনই

বিস্তারিত

16. মালাধর বসুকে 'গুনরাজ খান' উপাধি প্রদান করেন কে?

  • ক. নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র
  • খ. শামসুদ্দীন ইউসুফ শাহ
  • গ. চন্দ্রসুধর্ম
  • ঘ. মাগন ঠাকুর

উত্তরঃ শামসুদ্দীন ইউসুফ শাহ

বিস্তারিত

17. মনসামঙ্গলের কবি কে?

  • ক. বিজয় গুপ্ত
  • খ. কেতকাদাস ক্ষেমানন্দ
  • গ. বিপ্রদাস পিপলাই
  • ঘ. ওপরের তিনজনই

উত্তরঃ ওপরের তিনজনই

বিস্তারিত

18. মনসামঙ্গলের আদি কবি কে?

  • ক. কেতকা দাস
  • খ. বিজয় গুপ্ত
  • গ. বিপ্রদাস পিপলাই
  • ঘ. কানাহরি দত্ত

উত্তরঃ কানাহরি দত্ত

বিস্তারিত

19. ভারতচন্দ্রের শ্রেষ্ঠ প্রতিভার নিদর্শন কোনটি?

  • ক. চণ্ডীমঙ্গল
  • খ. ধর্মমঙ্গল
  • গ. মনসামঙ্গল
  • ঘ. অন্নদামঙ্গল

উত্তরঃ অন্নদামঙ্গল

বিস্তারিত

20. চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা?

  • ক. ভারতচন্দ্র
  • খ. মুকুন্দরাম
  • গ. মানিকদত্ত
  • ঘ. ঘনরাম চক্রবর্তী

উত্তরঃ মুকুন্দরাম

বিস্তারিত

21. কোন মঙ্গলকাব্য আদি মঙ্গলকাব্য হিসাবে পরিচিত?

  • ক. চণ্ডীমঙ্গল
  • খ. ধর্মমঙ্গল
  • গ. মনসামঙ্গল
  • ঘ. কালিকামঙ্গল

উত্তরঃ মনসামঙ্গল

বিস্তারিত

22. আলাওল কার পৃষ্ঠপোষকতায় 'পদ্মাবতী' কাব্য রচনা করেন?

  • ক. রোসাঙ্গ রাজ সাদউমাদার
  • খ. চন্দ্র সুধর্মা
  • গ. মাগন ঠাকুর
  • ঘ. আরাকান রাজসভা

উত্তরঃ মাগন ঠাকুর

বিস্তারিত

23. সর্বপ্রথম বাংলা সাহিত্যে মুসলিম কবিদের আবির্ভাব ঘটে কোন যুগে?

  • ক. প্রাচীন যুগের শেষ দিকে
  • খ. মধ্যযুগে
  • গ. আধুনিক যুগে
  • ঘ. অন্ধকার যুগে

উত্তরঃ মধ্যযুগে

বিস্তারিত

24. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?

  • ক. শাহ মুহম্মদ সগীর
  • খ. আলাওল
  • গ. কোরেশী মাগন ঠাকুর
  • ঘ. দৌলত কাজী

উত্তরঃ শাহ মুহম্মদ সগীর

বিস্তারিত

25. মাগন ঠাকুর কে ছিলেন?

  • ক. রোসাঙ্গ রাজের সভাকবি
  • খ. একজন মুসলিম কবি
  • গ. রোসাঙ্গ রাজের প্রধানমন্ত্রী
  • ঘ. রোসাঙ্গ রাজের সমর সচিব

উত্তরঃ রোসাঙ্গ রাজের প্রধানমন্ত্রী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects