পত্রিকা ও সাময়িকী
1. কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
- ক. দর্পণ
- খ. সওগাত
- গ. বিদ্রোহী
- ঘ. ধূমকেতু
উত্তরঃ ধূমকেতু
2. 'সওগাত' পত্রিকার সম্পাদক ছিলেন কে?
- ক. মোহাম্মদ নাসিরউদ্দীন
- খ. আবুল কালাম শামসুদ্দিন
- গ. কাজী আবদুল ওদুদ
- ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ মোহাম্মদ নাসিরউদ্দীন
3. 'তত্ত্ববোধিনী' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
- ক. দেবেন্দ্রনাথ ঠাকুর
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. অক্ষয়কুমার দত্ত
- ঘ. রাজনারায়ণ বসু
উত্তরঃ অক্ষয়কুমার দত্ত
5. কার সম্পাদনায় 'সংবাদ প্রভাকর' প্রথম প্রকাশিত হয়?
- ক. প্রথমনাথ বিশী
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. প্যারীচাঁদ মিত্র
- ঘ. দীনবন্ধু মিত্র
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
6. 'মসলেম ভারত' সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন---
- ক. মীর মোশাররফ হোসেন
- খ. মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
- গ. মোজাম্মেল হক
- ঘ. রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
উত্তরঃ মোজাম্মেল হক
8. নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
- ক. মোসলেম ভারত
- খ. বিজলী
- গ. সবুজ পত্র
- ঘ. ধূমকেতু
উত্তরঃ ধূমকেতু
10. 'Bengal Gazette' সাময়িক পত্রিকাটি কোন ভাষায় রচিত?
- ক. ইংরেজি
- খ. সংস্কৃত
- গ. বাংলা
- ঘ. হিন্দি
উত্তরঃ ইংরেজি
11. বাংলা দৈনিক পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ক. ক্লার্ক মার্শম্যান
- খ. গঙ্গাকিশোর ভট্টাচার্য
- গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- ঘ. শ্রীরামপুর মিশনারীরা
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
12. প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি?
- ক. বেঙ্গল গেজেট
- খ. দিকদর্শন
- গ. সমাচার দর্পণ
- ঘ. বঙ্গদূত
উত্তরঃ দিকদর্শন
13. 'বঙ্গদূত' পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়?
- ক. ১৭৮০ সালে
- খ. ১৮১৮ সালে
- গ. ১৮২৯ সালে
- ঘ. ১৮৩৩ সালে
উত্তরঃ ১৮২৯ সালে
14. 'সম্বাদ কৌমুদী' সাময়িক পত্রিকাটি কোন পত্রিকার জবাব স্বরূপ প্রকাশিত হয়?
- ক. দিকদর্শন
- খ. সমাচার দর্পণ
- গ. বঙ্গদূত
- ঘ. বেঙ্গল গেজেট
উত্তরঃ সমাচার দর্পণ
15. ১৮৩১ সালে প্রকাশিত 'জ্ঞানান্বেষণ' পত্রিকার প্রকাশক কে?
- ক. নীলরত্ন হালদার
- খ. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
- গ. দক্ষিণারঞ্জণ মিত্র
- ঘ. রামমোহন রায়
উত্তরঃ দক্ষিণারঞ্জণ মিত্র
16. বাঙালি পরিচালিত প্রথম পত্রিকা কোনটি?
- ক. বাঙ্গাল গেজেট
- খ. বেঙ্গল গেজেট
- গ. সংবাদ প্রভাকর
- ঘ. সম্বাদ কৌমুদী
উত্তরঃ বাঙ্গাল গেজেট
17. ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' কত সালে প্রকাশিত হয়?
- ক. ১৮২২ সালে
- খ. ১৮২৯ সালে
- গ. ১৮৩১ সালে
- ঘ. ১৮৩৯ সালে
উত্তরঃ ১৮৩১ সালে
18. 'ভারতী' পত্রিকার সম্পাদকের নাম কি?
- ক. ঈশরগুপ্ত
- খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
- গ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
- ঘ. বঙ্কিমচন্দ্র
উত্তরঃ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
19. মুসলমান সম্পাদিত প্রথম সাময়িক পত্র কোনটি?
- ক. সমাচার সভারাজেন্দ্র
- খ. জগদুদ্দীপক ভাস্কর
- গ. আজীজুন নেহার
- ঘ. কোহিনূর
উত্তরঃ সমাচার সভারাজেন্দ্র
20. কোন পত্রিকাটি সম্পাদক তার স্ত্রীর নামে নামকরণ করেন?
- ক. সাধনা
- খ. মিহির
- গ. আজীজন নেহার
- ঘ. কোহিনূর
উত্তরঃ আজীজন নেহার
21. কোন পত্রিকাটি পূর্ববঙ্গ (বাংলাদেশ) থেকে প্রকাশিত হতো?
- ক. কোহিনূর
- খ. কল্লোল
- গ. কালিকলম
- ঘ. প্রচারক
উত্তরঃ কোহিনূর
22. প্রমথ চৌধুরীর বীরবলী রীতির প্রচার মাধ্যম হিসেবে কোন পত্রিকা ভূমিকা রাখে?
- ক. কালিকলম
- খ. সবুজপত্র
- গ. কল্লোল
- ঘ. সাহিত্য
উত্তরঃ সবুজপত্র
- ক. অতুলচন্দ্র গুপ্ত
- খ. ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
- গ. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
- ঘ. ওপরের তিনজনই
উত্তরঃ ওপরের তিনজনই
24. 'কল্লোল' পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন--
- ক. অচিন্ত্যকুমার সেনগুপ্ত
- খ. মানিক বন্দোপাধ্যায়
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. এরা তিনজনই
উত্তরঃ এরা তিনজনই
25. কোন পত্রিকাটি রবীন্দ্র প্রভাব থেকে বাইরে আসার চেষ্টা করেছিল?
- ক. কল্লোল
- খ. কালিকলম
- গ. প্রগতি
- ঘ. তিনটিই
উত্তরঃ তিনটিই