প্রবন্ধ উপন্যাস গল্প নাটক ও নাট্যসাহিত্য

76. ‘বসন্তকুমারী’ নাটক রচনা করেছেন কে?

  • ক. মীর মোশাররফ হোসেন
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ মীর মোশাররফ হোসেন

বিস্তারিত

77. 'তুমি আসবে বলে হে স্বাধীনতা'- কার রচনা?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. বেগম সুফিয়া কামাল
  • গ. রোকনুজ্জামান খান
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

78. 'দেওয়ানা মদিনা' কোন কাব্যের অন্তর্গত?

  • ক. মধ্যযুগের গীতি কবিতা
  • খ. পূর্ববঙ্গ গীতিকা
  • গ. নাথ গীতিকা
  • ঘ. ময়মনসিংহ গীতিকা

উত্তরঃ ময়মনসিংহ গীতিকা

বিস্তারিত

79. 'চারু' ও 'অমল' চরিত্রদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের চরিত্র?

  • ক. একরাত্রি
  • খ. জীবিত ও মৃত
  • গ. সমাপ্তি
  • ঘ. নষ্টনীড়

উত্তরঃ নষ্টনীড়

বিস্তারিত

80. ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই।’- এই বাক্য যে গল্পে রয়েছে তার নামঃ

  • ক. শাস্তি
  • খ. জীবিত ও মৃত
  • গ. মেঘ ও রৌদ্র
  • ঘ. মধ্যবর্তিনী

উত্তরঃ জীবিত ও মৃত

বিস্তারিত

81. নিচের কোন কাব্যগ্রন্থটি শামসুর রাহমানের লেখা?

  • ক. দু-হাতে দুই আদিম পাথর
  • খ. আমার ভেতরে বাঘ
  • গ. আপন যৌবন বৈরী
  • ঘ. নিজ বাসভূমে

উত্তরঃ নিজ বাসভূমে

বিস্তারিত

82. নিচের কোনটি হাসান আজিজুল হক-এর উপন্যাস?

  • ক. গায়ত্রী সন্ধ্যা
  • খ. আগুন পাখি
  • গ. খোয়াব নামা
  • ঘ. ওঙ্কার

উত্তরঃ আগুন পাখি

বিস্তারিত

83. নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

  • ক. সংশপ্তক
  • খ. ক্রীতদাসের হাসি
  • গ. চিলেকোঠার সেপাই
  • ঘ. একটি কালো মেয়ের কথা

উত্তরঃ একটি কালো মেয়ের কথা

বিস্তারিত

84. নিচের কোনটি রবীন্দ্রনাথের লেখা গল্প নয়?

  • ক. ল্যাবরেটরি
  • খ. মুসলমানীর গল্প
  • গ. প্রাগৈতিহাসিক
  • ঘ. অপরিচিতা

উত্তরঃ প্রাগৈতিহাসিক

বিস্তারিত

85. নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়?

  • ক. রাজসিংহ
  • খ. সীতারাম
  • গ. বিপ্রদাস
  • ঘ. রজনী

উত্তরঃ বিপ্রদাস

বিস্তারিত

86. 'সাবিনী উপখ্যান' উপন্যাসের রচয়িতার নাম---

  • ক. সেলিনা হোসেন
  • খ. আখতারুজ্জামান ইলিয়াস
  • গ. হাসান আজিজুল হক
  • ঘ. মহাশ্বেতা দেবী

উত্তরঃ হাসান আজিজুল হক

বিস্তারিত

87. নিচের কোন গ্রন্থটি উপন্যাস?

  • ক. দিবারাত্রির কাব্য
  • খ. বীরঙ্গনা-কাব্য
  • গ. ব্রজঙ্গনা-কাব্য
  • ঘ. হেক্টরবধ-কাব্য

উত্তরঃ দিবারাত্রির কাব্য

বিস্তারিত

88. নিচের কোনটি উইলিয়ম শেক্সপিয়ারের গ্রন্থের অনুবাদ?

  • ক. প্রভাবতী সম্ভাষণ
  • খ. শকুন্তলা
  • গ. ভ্রান্তিবিলাস
  • ঘ. সীতার বনবাস

উত্তরঃ ভ্রান্তিবিলাস

বিস্তারিত

89. নিচের কোনটি রবীন্দ্রনাথের লেখা উপন্যাস?

  • ক. চতুষ্কোণ
  • খ. চতুরঙ্গ
  • গ. চার ইয়ারী কথা
  • ঘ. পঞ্চগ্রাম

উত্তরঃ চতুরঙ্গ

বিস্তারিত

90. 'বসন্তকুমারী নাটক' রচনা করেছেন--

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. দীনবন্ধু মিত্র
  • গ. মীর মোশাররফ হোসেন
  • ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

উত্তরঃ মীর মোশাররফ হোসেন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects