ভাষা বর্ণ ও ধ্বনি

1. ব্যবহারকারীর সংখ্যা বিচারে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কততম?

  • ক. চতুর্থ
  • খ. তৃতীয়
  • গ. অষ্টম
  • ঘ. পঞ্চম

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

2. সাধুভাষা সাধারণত কোথায় অনুপযোগী?

  • ক. কবিতার পংক্তিতে
  • খ. গানের কলিতে
  • গ. নাটকের সংলাপে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ নাটকের সংলাপে

বিস্তারিত

3. স্বরসংগতির উদাহরণ কোনটি?

  • ক. হইবে > হবে
  • খ. রাত্রি > রাইত
  • গ. দেশী >দিশি
  • ঘ. জালিয়া > জাইল্যা > জেলে

উত্তরঃ দেশী >দিশি

বিস্তারিত

5. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?

  • ক. ৬
  • খ. ৭
  • গ. ৮
  • ঘ. ৯

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

6. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?

  • ক. চিত্র
  • খ. লেখা
  • গ. ভাষা
  • ঘ. ইঙ্গিত

উত্তরঃ ভাষা

বিস্তারিত

7. বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?

  • ক. মান্দারিন
  • খ. ফ্রেঞ্চ
  • গ. ইংরেজি
  • ঘ. হিন্দি

উত্তরঃ মান্দারিন

বিস্তারিত

8. বাংলা ভাষার উৎস কোনটি?

  • ক. ইন্দো-এশিয়ান
  • খ. ইন্দো-আফ্রিকান
  • গ. ইন্দো-ইউরোপিয়ান
  • ঘ. ইন্দো-ভারতীয়

উত্তরঃ ইন্দো-ইউরোপিয়ান

বিস্তারিত

9. পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয়?

  • ক. তিনটি
  • খ. একটি
  • গ. দুটি
  • ঘ. চারটি

উত্তরঃ দুটি

বিস্তারিত

10. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত হয়?

  • ক. বিশেষণ ও ক্রিয়া
  • খ. বিশেষ্য ও বিশেষণ
  • গ. বিশেষ্য ও সর্বনাম
  • ঘ. বিশেষণ ও সর্বনাম

উত্তরঃ বিশেষণ ও সর্বনাম

বিস্তারিত

11. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

  • ক. ব্রাসি হ্যালহেড
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. মনোএল-দ্য-আসসুষ্পসাঁও
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ মনোএল-দ্য-আসসুষ্পসাঁও

বিস্তারিত

12. ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন কে?

  • ক. ব্রাসি হ্যালহেড
  • খ. জন বিমস্
  • গ. মনোএল-দ্য-আসসুষ্পসাঁও
  • ঘ. উইলিয়াম কেরি

উত্তরঃ ব্রাসি হ্যালহেড

বিস্তারিত

13. 'গৌড়ীয় ব্যাকরণ'টি রচনা করেছেন কে?

  • ক. সুকুমার সেন
  • খ. আবদুল হাই
  • গ. আজিজুল হক
  • ঘ. রামমোহন রায়

উত্তরঃ রামমোহন রায়

বিস্তারিত

14. প্রথম বাংলা ব্যাকরণের নাম--

  • ক. The Bengali Grammar
  • খ. ভোকাবুলারিও এম ইদিওমা-ই-পর্তুগীজ
  • গ. The Grammar of the Bengali Language
  • ঘ. সবুজ বাংলা ব্যাকরণ

উত্তরঃ ভোকাবুলারিও এম ইদিওমা-ই-পর্তুগীজ

বিস্তারিত

15. উইলিয়াম কেরি রচিত ব্যাকরণের নাম কি?

  • ক. A Grammar of the Bengal Language
  • খ. A Grammar of the English Language
  • গ. A Grammar of the Bengali Language
  • ঘ. A Grammar of the Bengal and English Language

উত্তরঃ A Grammar of the Bengali Language

বিস্তারিত

16. বাঙালিদের মধ্যে প্রথম কে ইংরেজি ভাষায় বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন?

  • ক. ব্রাসি হ্যালহেড
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. সুকুমার সেন
  • ঘ. রাজা রামমোহন রায়

উত্তরঃ রাজা রামমোহন রায়

বিস্তারিত

17. বাংলা ভাষার ওপর কোন ভাষার সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হয়?

  • ক. ফারসি
  • খ. আরবি
  • গ. তুর্কি
  • ঘ. ইংরেজি

উত্তরঃ ফারসি

বিস্তারিত

18. 'গুরুচণ্ডালী দোষ' বলতে বুঝায়--

  • ক. সাধু ও চলিত ভাষার মিশ্রণ
  • খ. সাধু ও আঞ্চলিক ভাষার মিশ্রণ
  • গ. বিদেশী ও দেশী ভাষার মিশ্রণ
  • ঘ. বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণ

উত্তরঃ সাধু ও চলিত ভাষার মিশ্রণ

বিস্তারিত

19. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?

  • ক. বর্ণ
  • খ. ধ্বনি
  • গ. শব্দ
  • ঘ. প্রতীক

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

20. ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতিককে কি বলে?

  • ক. বর্ণ
  • খ. ঘোষ
  • গ. স্বর
  • ঘ. ব্যঞ্জন

উত্তরঃ বর্ণ

বিস্তারিত

21. বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয়?

  • ক. ৪ ভাগে
  • খ. ৩ ভাগে
  • গ. ৫ ভাগে
  • ঘ. ২ ভাগে

উত্তরঃ ২ ভাগে

বিস্তারিত

23. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়--

  • ক. কার
  • খ. ফলা
  • গ. ধ্বনি
  • ঘ. স্বর

উত্তরঃ কার

বিস্তারিত

24. ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয়?

  • ক. উষ্মধ্বনি
  • খ. পরাশ্রয়ী ধ্বনি
  • গ. স্পর্শধ্বনি
  • ঘ. জিহ্বামূলীয় ধ্বনি

উত্তরঃ স্পর্শধ্বনি

বিস্তারিত

25. কোনগুলো কণ্ঠধ্বনি?

  • ক. ত, থ, দ, ধ, ন
  • খ. প, ফ, ব, ভ, ম
  • গ. ক, খ, গ, ঘ, ঙ
  • ঘ. চ, ছ, জ, ঝ, ঞ

উত্তরঃ ক, খ, গ, ঘ, ঙ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects