বাগধারা ও প্রবাদ প্রবচন
- ক. নিষ্ফল আর্জি
- খ. ঘোড়ার ডিম
- গ. ডুমুরের ফুল
- ঘ. সোনার পাথর বাটি
উত্তরঃ নিষ্ফল আর্জি
28. করিমের মত 'উনপাঁজুরে' লোক দিয়ে গার্ডের কাজ চলবে না। এই বাক্যে 'উনপাঁজুরে' অর্থ কি?
- ক. ভণ্ড
- খ. চোর
- গ. দুর্বল
- ঘ. নিষ্ক্রিয়
উত্তরঃ দুর্বল
- ক. স্বেচ্ছাচারী
- খ. কাণ্ডজ্ঞানহীন
- গ. অন্ধুঅনুকরণ
- ঘ. বাতিকগ্রস্ত
উত্তরঃ স্বেচ্ছাচারী
30. 'হাড়ির হাল' -এর সঠিক অর্থ কোনটি?
- ক. বিত্তবান হওয়া
- খ. উত্তপ্ত হওয়া
- গ. মলিন হওয়া
- ঘ. লুকানো
উত্তরঃ লুকানো
31. 'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কি?
- ক. অরাজক দেশ
- খ. অনিষ্টে ইষ্ট লাভ
- গ. চির অশান্তি
- ঘ. শেষ যাত্রা
উত্তরঃ চির অশান্তি
- ক. অত্যন্ত ভদ্র
- খ. পক্ষপাতদুষ্ট
- গ. খুব চালাক
- ঘ. অত্যন্ত আদুরে
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
33. 'ক-অক্ষর গোমাংস'
- ক. জ্ঞানী ব্যাক্তি
- খ. নিরর্থক কথা
- গ. অশিক্ষিত ব্যাক্তি
- ঘ. অনাবশ্যক বাগাড়ম্বর
উত্তরঃ অশিক্ষিত ব্যাক্তি
35. 'ফফরদালালী'
- ক. জ্ঞান দান করা
- খ. অন্যায় আবদার করা
- গ. ক্ষমতার বাহাদুরী
- ঘ. অনাহুত ব্যক্তির মাতব্বরী
উত্তরঃ অনাহুত ব্যক্তির মাতব্বরী
37. 'আটকপালে' বাগধারাটির অর্থ কি?
- ক. ভাগ্যবান
- খ. কপালপোড়া
- গ. ভাগ্যের নিষ্ঠুরতা
- ঘ. ভাগ্যের নির্মম পরাহাস
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
38. যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়?
- ক. বুদ্ধির ঢেঁকি
- খ. বিড়াল তপস্বী
- গ. গভীর জলের মাছ
- ঘ. ভূষণ্ডীর কাক
উত্তরঃ গভীর জলের মাছ
39. অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কি বলে?
- ক. শাপেবর
- খ. উড়ো খৈ, গোবিন্দ নমঃ
- গ. তামার বিষ
- ঘ. একাদশে বৃহস্পতি
উত্তরঃ শাপেবর
40. গোঁফ খেজুরে কোন অর্থে প্রয়োগ করা হয়?
- ক. খুব চৌকস অর্থে
- খ. নিতান্ত অলস অর্থে
- গ. যার বড় গোঁফ আছে
- ঘ. চাটুকার অর্থে
উত্তরঃ নিতান্ত অলস অর্থে
- ক. মণিকাঞ্চন যোগ
- খ. সোনায় সোহাগা
- গ. আদায়-কাঁচকলায়
- ঘ. আম-দুধে মেশা
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
42. যার কোন মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
- ক. ভাবাবুকা
- খ. তুলশী বনের বাঘ
- গ. তামার বিষ
- ঘ. ঢাকের বাঁয়া
উত্তরঃ ঢাকের বাঁয়া
43. কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক?
- ক. আদায় কাঁচকলায়
- খ. সাপে-নেউলে
- গ. সাতেও না পাঁচেও না
- ঘ. দা-কুমড়া
উত্তরঃ সাতেও না পাঁচেও না
- ক. কুৎসিত মামা
- খ. কুচক্রী লোক
- গ. সৎমামা
- ঘ. পাতানো মামা
উত্তরঃ কুচক্রী লোক
45. দীর্ঘস্থায়ী দুঃখকে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?
- ক. ভাসুর ভাদ্রবৌ সম্পর্ক
- খ. ঢেঁকির কচকচি
- গ. মাছের মার পুত্রশোক
- ঘ. রাবণের চিতা
উত্তরঃ রাবণের চিতা
46. বিষ নাই তার কুলোপনা চক্কর -এর অর্থ কি?
- ক. অক্ষম ব্যক্তির আস্ফালন
- খ. অক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
- গ. যার কোন প্রকাশ ক্ষমতা নেই
- ঘ. বিষ আছে কিন্তু কুলো নেই
উত্তরঃ অক্ষম ব্যক্তির আস্ফালন
47. ঝিকে মেরে বৌকে শেখানো- বাক্যটির অর্থ কি?
- ক. বৌ ও ঝিকে একই সাথে মারা
- খ. কাজের মেয়েকে শাস্তি দিয়ে স্ত্রীকে শেখানো
- গ. একজনকে বকা দিয়ে অন্যজনকে শেখানো
- ঘ. স্ত্রীকে কিছু না বলে মেয়েকে মারা
উত্তরঃ একজনকে বকা দিয়ে অন্যজনকে শেখানো
48. 'হায়রে আমড়া কেবল আঁঠি আর চামড়া' প্রবাদটির অর্থ কি?
- ক. অন্তসারশূন্য অবস্থা
- খ. সামান্য ব্যাপারে বৃহৎ অবস্থা
- গ. বরের ঘরের পিসি, কনের ঘরের মাসি
- ঘ. বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট
উত্তরঃ অন্তসারশূন্য অবস্থা
49. পড়েছি মোঘলের হাতে খানা খেতে হবে এক সাথে - প্রবচনটির অর্থ কি?
- ক. ভদ্র ব্যক্তির সাথে খাদ্য খাওয়া
- খ. সুদিন হঠাৎ করে ফিরে আসা
- গ. মোঘলের সাথে খানা খাওয়া
- ঘ. বিপদে পড়ে কাজ করা
উত্তরঃ বিপদে পড়ে কাজ করা
- ক. অমাবস্যা
- খ. গলাধাক্কা দেয়া
- গ. কাস্তে
- ঘ. দ্বিতীয়
উত্তরঃ গলাধাক্কা দেয়া