বাংলা সাহিত্য

726. ‘জীবন বন্দনা’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

  • ক. সন্ধ্যা
  • খ. বিষের বাঁশি
  • গ. সাম্যবাদী
  • ঘ. জিঞ্জির

উত্তরঃ সন্ধ্যা

বিস্তারিত

727. মনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ কোন শ্রেণির নাটক?

  • ক. সামাজিক
  • খ. রূপক
  • গ. ঐতিহাসিক
  • ঘ. মুক্তিযুদ্ধভিত্তিক

উত্তরঃ ঐতিহাসিক

বিস্তারিত

728. ‘ইন্দ্রনাথ’ শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?

  • ক. গুহদাহ
  • খ. পল্লীসমাজ
  • গ. পথের দাবী
  • ঘ. শ্রীকান্ত

উত্তরঃ শ্রীকান্ত

বিস্তারিত

729. বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. শামসুর রাহমান
  • ঘ. প্রেমেন্দ্র মিত্র

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

730. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘সুলতানার স্বপ্ন’ কোন ধরনের গ্রন্থ?

  • ক. কাব্য
  • খ. নাটক
  • গ. উপন্যাস
  • ঘ. প্রবন্ধ

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

731. ‘সোনালী কাবি ‘ এর রচয়িতা কে?

  • ক. হুমায়ন আজাদ
  • খ. হাসান হাফিজুর রহমান
  • গ. আল মাহমুদ
  • ঘ. শক্তি চট্রোপাধ্যায়

উত্তরঃ আল মাহমুদ

বিস্তারিত

732. আবু ইসহাকের বিখ্যাত উপন্যাস কোনটি?

  • ক. পদ্মা মেঘনা যমুনা
  • খ. বরফ গলা নদী
  • গ. সূর্যদীঘল বাড়ি
  • ঘ. শেষ রজনীর চাঁদ

উত্তরঃ সূর্যদীঘল বাড়ি

বিস্তারিত

733. যুগসন্ধিক্ষণের কবি কে ছিলেন?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

734. ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কে রচনা করেন?

  • ক. শওকত ওসমান
  • খ. বেগম সুফিয়া বেগম
  • গ. শামসুর রাহমান
  • ঘ. মুনরি চৌধুরী

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

735. ‘মঙ্গলকাব্য’ - কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন?

  • ক. উত্তর-আধুনিক
  • খ. আধুনিক
  • গ. মধ্যযুগ
  • ঘ. প্রাচীনযুগ

উত্তরঃ মধ্যযুগ

বিস্তারিত

736. ‘লও তুমি যত পার, শাস্ত্রের সন্ধান’ কার লেখা?

  • ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. কামিনী রায়
  • ঘ. যতীন্দ্রমোহন বাগচী

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

737. কোনটি বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের রচনা?

  • ক. বিষবৃক্ষ
  • খ. গৃহদাহ
  • গ. গোরা
  • ঘ. নৌকাডুবি

উত্তরঃ বিষবৃক্ষ

বিস্তারিত

738. ‘সাতটি তারার তিমির’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  • ক. কায়কোবাদ
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. শামসুর রাহমান
  • ঘ. জীবনানন্দ দাশ

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

740. ‘নাগরিক কবি’ কার উপাধি?

  • ক. সুনীল গঙ্গোপাধ্যায়
  • খ. শামসুর রাহমান
  • গ. বেগম রোকেয়া
  • ঘ. গোলাম মোস্তফা

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

741. নিচের কোনটি সৈয়দ শামসুল হকের রচনা?

  • ক. নিষিদ্ধ লোবান
  • খ. বিধ্বস্ত নীলিমা
  • গ. খোয়াবনামা
  • ঘ. আরেক ফাল্গুন

উত্তরঃ নিষিদ্ধ লোবান

বিস্তারিত

742. শওকত ওসমানের লেখা উপন্যাস কোনটি?

  • ক. নেকড়ে অরণ্য
  • খ. জম্ম যদি হয় বঙ্গে
  • গ. ক্রীতদাসের হাসি
  • ঘ. অপরাজিত

উত্তরঃ ক্রীতদাসের হাসি

বিস্তারিত

743. ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ এই পঙক্তিটির রচয়িতা কে?

  • ক. আবদুল গফফার চৌধুরী
  • খ. অতুল প্রসাদ
  • গ. শামসুর রাহমান
  • ঘ. হুমায়ন আহমেদ

উত্তরঃ অতুল প্রসাদ

বিস্তারিত

744. ‘চাচা কাহিনীর’ লেখক কে?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. সৈয়দ মুজতবা আলী
  • গ. শওকত ওসমান
  • ঘ. আলতাফ মাহমুদ

উত্তরঃ সৈয়দ মুজতবা আলী

বিস্তারিত

745. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কাকে বলা হয়?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. বিহারীলাল চক্রবর্তী
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী

বিস্তারিত

746. কাজী নজরুল ইসলাম এর ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

  • ক. অগ্নিবীণা
  • খ. সঞ্চিতা
  • গ. বিষের বাঁশী
  • ঘ. সঞ্চয়িতা

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

747. সনেটের কয়টি অংশ?

  • ক. একটি
  • খ. দুটি
  • গ. তিনটি
  • ঘ. চারটি

উত্তরঃ দুটি

বিস্তারিত

748. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

  • ক. ক্রীতদাসের হাসি
  • খ. মাটি আর অশ্রু
  • গ. হাঙ্গর নদী গ্রেনেড
  • ঘ. সারেং বউ

উত্তরঃ হাঙ্গর নদী গ্রেনেড

বিস্তারিত

749. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?

  • ক. ইংরেজি
  • খ. ফারসি
  • গ. মাগবী প্রাকৃত
  • ঘ. আরবি

উত্তরঃ মাগবী প্রাকৃত

বিস্তারিত

750. রবীন্দ্রনাথের লেখা ‘শেষের কবিতা’ একটি :

  • ক. উপন্যাস
  • খ. কবিতা
  • গ. ছোট গল্প
  • ঘ. প্রবন্ধ

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects