বাংলা সাহিত্য

751. বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয় কোন পত্রিকার মাধ্যমে?

  • ক. বঙ্গদর্শন
  • খ. সংবাদ প্রভাকর
  • গ. সবুজপত্র
  • ঘ. লাঙল

উত্তরঃ সংবাদ প্রভাকর

বিস্তারিত

752. আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘রেইনকোট’ গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত?

  • ক. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
  • খ. ভাষা আন্দোলন
  • গ. একাত্তরের মুক্তিযুদ্ধ
  • ঘ. সিপাহী বিদ্রোহ

উত্তরঃ একাত্তরের মুক্তিযুদ্ধ

বিস্তারিত

753. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের রচয়িতা -

  • ক. জহির রায়হান
  • খ. জাহানারা ইমাম
  • গ. মুনীর চৌধুরী
  • ঘ. সুফিয়া কামাল

উত্তরঃ জহির রায়হান

বিস্তারিত

754. ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে’ পঙক্তিটির রচয়িতা -

  • ক. শাহ মুহম্মদ সগীর
  • খ. আলাওল
  • গ. কোরেশী মাগন ঠাকুর
  • ঘ. মুহম্মদ কবীর

উত্তরঃ আলাওল

বিস্তারিত

755. বাংলা গদ্যের জনক কে?

  • ক. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  • খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • গ. সুনীল গঙ্গোপাধ্যায়
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

756. ‘যাপিত জীবন’ উপন্যাস গ্রন্থের রচয়িতা ?

  • ক. আহমদ ছফা
  • খ. আহমদ শরীফ
  • গ. সেলিনা হোসেন
  • ঘ. রোকয়ো সাখাওয়াত হোসেন

উত্তরঃ সেলিনা হোসেন

বিস্তারিত

757. শাহ আবদুল করিম রচিত গ্রন্থ -

  • ক. ধলমেলা
  • খ. সারাদুপুর
  • গ. ছায়াহরিণ
  • ঘ. নতুন সকাল

উত্তরঃ ধলমেলা

বিস্তারিত

758. ‘নয়নচারা’ কোন শ্রেণির রচনা?

  • ক. গল্প
  • খ. উপন্যাস
  • গ. কাব্য
  • ঘ. নাটক

উত্তরঃ গল্প

বিস্তারিত

759. মুক্তিযুদ্ধভিত্তিক রচনা নয় কোনটি?

  • ক. নিষিদ্ধ লোবান
  • খ. দুই সৈনিক
  • গ. কবর
  • ঘ. জীবন আমার বোন

উত্তরঃ কবর

বিস্তারিত

760. বাংলা সাহিত্যের আদি কবি কে?

  • ক. কাহ্নপা
  • খ. ঢেন্ডন পা
  • গ. লুইপা
  • ঘ. ভুসুকুপা

উত্তরঃ লুইপা

বিস্তারিত

761. ‘অরিন্দম’ কে?

  • ক. বিভীষণ
  • খ. মেঘনাদ
  • গ. রাম
  • ঘ. লক্ষণ

উত্তরঃ মেঘনাদ

বিস্তারিত

762. ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’ উক্তিটির তাৎপর্য হচ্ছে -

  • ক. আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
  • খ. বনের পশু বনে থাকতেই ভালবাসে
  • গ. জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
  • ঘ. প্রাকৃতিক রূপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম

উত্তরঃ জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

বিস্তারিত

763. রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল -

  • ক. ১৮৬১ - ১৯৪১
  • খ. ১৮৬০ - ১৯৪১
  • গ. ১৮৬০ - ১৯৪০
  • ঘ. ১৮৬১ - ১৯৪০

উত্তরঃ ১৮৬১ - ১৯৪১

বিস্তারিত

764. ‘পরানের গহীন ভিতর’ গ্রন্থের রচয়িতা -

  • ক. হাসান হাফিজুর রহমান
  • খ. আহসান হাবীব
  • গ. সৈয়দ শামসুল হক
  • ঘ. শহীদ কাদরী

উত্তরঃ সৈয়দ শামসুল হক

বিস্তারিত

765. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

  • ক. পদ্মগোখরা
  • খ. পদ্মরাগ
  • গ. পদ্মাবতী
  • ঘ. পদ্মপুরাণ

উত্তরঃ পদ্মরাগ

বিস্তারিত

766. ‘চণ্ডীমঙ্গল’ কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়?

  • ক. বড়ায়ি
  • খ. বেহুলা
  • গ. ঈশ্বরী
  • ঘ. ফুল্লরা

উত্তরঃ ফুল্লরা

বিস্তারিত

767. শামসুর রাহমান রচিত কোন কবিতাটি মুক্তিযুদ্ধ নির্ভর?

  • ক. টানাপোড়েন
  • খ. তুমি বলেছিলে
  • গ. ভালোবাসা তুমি
  • ঘ. আসাদের শার্ট

উত্তরঃ তুমি বলেছিলে

বিস্তারিত

768. মীর মশাররফ হোসের রচিত গ্রন্থ কোনটি?

  • ক. বাউন্ডেলের আত্মকাহিনী
  • খ. জাত রাখার কি উপায়
  • গ. কলিকাতা কমলালয়
  • ঘ. গাজী মিয়াঁর বস্তানী

উত্তরঃ গাজী মিয়াঁর বস্তানী

বিস্তারিত

769. ‘মনমামঙ্গল’ কাব্যের রচয়িতা কোন কবি?

  • ক. বিজয় গুপ্ত
  • খ. লোচন দাস
  • গ. রায় বিনোদ
  • ঘ. রামাই পণ্ডিত

উত্তরঃ বিজয় গুপ্ত

বিস্তারিত

770. শাহ মুহম্মদ সগীর প্রণীত উপাখ্যান কোনটি?

  • ক. লায়লী মজনু
  • খ. লোরচন্দ্রানী
  • গ. সতী ময়না
  • ঘ. ইউসুফ জোলেখা

উত্তরঃ ইউসুফ জোলেখা

বিস্তারিত

771. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত ‘বিষবৃক্ষ’ উপন্যাসে কোন চরিত্রটি পাওয়া যায়?

  • ক. মৃণালিনী
  • খ. শৈবলিনী
  • গ. সূর্যমুখী
  • ঘ. রাধারাণী

উত্তরঃ সূর্যমুখী

বিস্তারিত

772. সেলিনা হোসেন রচিত গল্প হচ্ছে -

  • ক. সীমানা
  • খ. মানুষ
  • গ. আসন্ন
  • ঘ. জাহাজী

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

773. ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি?

  • ক. সম্বাদ কৌমুদী
  • খ. সমাচার দর্পণ
  • গ. সংবাদ প্রভাকর
  • ঘ. সম্বাদ ভাস্কর

উত্তরঃ সংবাদ প্রভাকর

বিস্তারিত

774. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গতিবাদ তত্ত্ব’ প্রকাশিত হয়েছে কোন কাব্যে?

  • ক. বলাকা
  • খ. চৈতালি
  • গ. নৈবেদ্য
  • ঘ. কণিকা

উত্তরঃ বলাকা

বিস্তারিত

775. ‘চর্যাপদ’ মূলত -

  • ক. প্রেম বিষয়ক গান
  • খ. সাধন সম্পর্কিত গীত
  • গ. জীবন যাপনের চিত্র
  • ঘ. সমাজ জীবনের ছবি

উত্তরঃ সাধন সম্পর্কিত গীত

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects