বাংলা সাহিত্য

776. কোনটি কাজী নজরুল ইসলামের প্রেম মুলক কাব্যগ্রন্থ?

  • ক. ছায়ানট
  • খ. সর্বহারা
  • গ. চক্রবাক
  • ঘ. মৃত্যুক্ষধা

উত্তরঃ চক্রবাক

বিস্তারিত

777. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি?

  • ক. নেকড়ে অরণ্য
  • খ. পিঙ্গল আকাশ
  • গ. পলাশী ব্যারাক
  • ঘ. দোজখের ওম

উত্তরঃ নেকড়ে অরণ্য

বিস্তারিত

778. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থটি হচ্ছে -

  • ক. অতি অল্প হইল
  • খ. ভ্রান্তিবিলাস
  • গ. ব্রজবিলাস
  • ঘ. প্রভাবতী সম্ভাষণ

উত্তরঃ ভ্রান্তিবিলাস

বিস্তারিত

779. ভাষা-আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি?

  • ক. খাঁচায়
  • খ. জননী
  • গ. নবান্ন
  • ঘ. ওঙ্কার

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

780. ‘সিরাজুম মুনীরা’ কার কাব্যগ্রন্থের নাম?

  • ক. ফররুখ আহমদ
  • খ. সৈয়দ আলী আহসান
  • গ. হাসান হাফিজুর রহমান
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ ফররুখ আহমদ

বিস্তারিত

781. মুক্তিযুদ্ধবিষয়ক নাটক কোনটি?

  • ক. সুবচন নির্বাসনে
  • খ. রক্তাক্ত প্রান্তর
  • গ. নূরলদীরনের সারাজীবন
  • ঘ. পায়ের আওয়াজ পাওয়া য়ায

উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া য়ায

বিস্তারিত

782. বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’র উপাধি কে পেয়েছেন?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সুভাষ মুখোপাধ্যায়
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

783. ‘কল্লোল’ পত্রিকা কত সালে প্রকাশিত হয়?

  • ক. ১৯২৩
  • খ. ১৯৩২
  • গ. ১৯৩৩
  • ঘ. ১৯৩০

উত্তরঃ ১৯২৩

বিস্তারিত

784. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসটি কার রচনা?

  • ক. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  • খ. তারাশংকর বন্দ্যোপাধ্যায়
  • গ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • ঘ. বুদ্ধদেব বসু

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

785. ‘কবর’ নাটক কোন পটভূমিতে রচিত?

  • ক. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
  • খ. বায়ান্নোর ভাষা আন্দোলন
  • গ. বাষট্টির ছাত্র আন্দোলন
  • ঘ. একাত্তরের মুক্তিযুদ্ধ

উত্তরঃ বায়ান্নোর ভাষা আন্দোলন

বিস্তারিত

786. ‘লালসালু’ উপন্যাসটি কার রচনা?

  • ক. মানিক বন্দ্যোপাধ্যায়
  • খ. সত্যেন সেন
  • গ. সৈয়দ ওয়ালী উল্লাহ
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ সৈয়দ ওয়ালী উল্লাহ

বিস্তারিত

787. রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি?

  • ক. রজনী
  • খ. বাঁধনহারা
  • গ. দেবদাস
  • ঘ. গোরা

উত্তরঃ গোরা

বিস্তারিত

788. কোনটি জসীমউদদীনের নাটক?

  • ক. রাখালী
  • খ. মাটির কান্না
  • গ. বেদের মেয়ে
  • ঘ. বোবা কাহিনী

উত্তরঃ বেদের মেয়ে

বিস্তারিত

789. ‘একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু’ পঙক্তিটির রচয়িতা কে?

  • ক. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. জীবনান্দন দাশ
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

790. ‘স্বাধীনতা তুমি রবীন্দ্রনাথের অজর কবিতা অবিনাশী গান। স্বাধীনতা তুমি -।’ কবিতাটির কবিকে?

  • ক. শামসুর রাহমান
  • খ. আল মাহমুদ
  • গ. শহীদ কাদরী
  • ঘ. নির্মলেন্দু গুণ

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

791. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

  • ক. মহাভারত
  • খ. চর্যাপদ
  • গ. রামায়ণ
  • ঘ. জঙ্গনামা

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

792. ‘নীল লোহিত’ কোন লেখকের ছদ্মনাম?

  • ক. সুনীল গঙ্গোপাধ্যায়
  • খ. সমরেশ বসু
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়

বিস্তারিত

793. কবি ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি?

  • ক. সংবাদ প্রভাকর
  • খ. বাঙ্গাল গেজেট
  • গ. সম্বাদ কৌমদী
  • ঘ. সমাচার দপর্ণ

উত্তরঃ সংবাদ প্রভাকর

বিস্তারিত

794. চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা -

  • ক. চণ্ডীদাস
  • খ. মুকুন্দরাম চক্রবর্তী
  • গ. ভারতচন্দ্র
  • ঘ. বিপ্রদাস পিপিলাই

উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী

বিস্তারিত

795. নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাস?

  • ক. ঘরে বাইরে
  • খ. কৃষ্ণকান্তের উইল
  • গ. কাশবনের কন্যা
  • ঘ. নৌকাডুবি

উত্তরঃ কৃষ্ণকান্তের উইল

বিস্তারিত

796. ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির রচয়িতা কে?

  • ক. আবু জাফর ওবায়দুল্লাহ
  • খ. শামসুর রাহমান
  • গ. মাহবুব-উল-আলম চৌধুরী
  • ঘ. নির্মলেন্দু গুণ

উত্তরঃ মাহবুব-উল-আলম চৌধুরী

বিস্তারিত

797. নিচের কোন কাব্যগ্রন্থটি আলাওল রচিত কাব্য?

  • ক. লাইলী মজনু
  • খ. ইউসুফ জোলেখা
  • গ. পদ্মাবতী
  • ঘ. মনোহর মধুমালতী

উত্তরঃ পদ্মাবতী

বিস্তারিত

798. ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৭৯৯
  • খ. ১৮০০
  • গ. ১৮০১
  • ঘ. ১৮০২

উত্তরঃ ১৮০০

বিস্তারিত

799. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কবে?

  • ক. ১৯১২ সালে
  • খ. ১৯১৩ সালে
  • গ. ১৯১৪ সালে
  • ঘ. ১৯১৯ সালে

উত্তরঃ ১৯১৩ সালে

বিস্তারিত

800. বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. প্যারীচাঁদ মিত্রকে
  • গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • ঘ. রাজা রামমোহন রায়কে

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects