বাংলা সাহিত্য
801. ‘ব্রজবুলি’ ভাষার স্রষ্ট্রা কে?
- ক. মাধবাচার্য
- খ. চণ্ডীদাস
- গ. গোবিন্দ দাস
- ঘ. বিদ্যাপতি
উত্তরঃ বিদ্যাপতি
803. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য?
- ক. হাঙর নদী গ্রেনেড
- খ. চিলেকোঠার সেপাই
- গ. নেমেসিস
- ঘ. কবর
উত্তরঃ হাঙর নদী গ্রেনেড
806. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কবি কাজী নজরুল ইসলাম
- গ. বিহারীলাল চক্রবর্তী
- ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
807. ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’ এ স্মরণীয় চরণটি কে লিখেছেন?
- ক. সিকান্দার আবু জাফর
- খ. সুকান্ত ভট্টাচার্য
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. সুভাষ মুখোপাধ্যায়
উত্তরঃ সুভাষ মুখোপাধ্যায়
- ক. বিজয় গুপ্ত
- খ. দ্বিজ মাধব
- গ. মুকুন্দরাম চক্রবর্তী
- ঘ. মালাধর বসু
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী
809. ‘মুজিব-লেনিন-ইন্দিরা’ কাব্যগ্রন্থের লেখক কে?
- ক. শওকত আলী
- খ. মহাদেব সাহা
- গ. নির্মলন্দেু গুণ
- ঘ. আসাদ চৌধুরী
উত্তরঃ নির্মলন্দেু গুণ
810. ‘ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম’ - কে বলেছেন?
- ক. মোতাহের হোসেন চৌধুরী
- খ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. কাজী আব্দুল ওদুদ
উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরী
811. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?
- ক. স্মৃতি কথামালা
- খ. আত্মচরিত
- গ. আত্মকথা
- ঘ. আমার কথা
উত্তরঃ আত্মচরিত
- ক. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
- খ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
- গ. সুকুমার রায়
- ঘ. সত্যজিৎ রায়
উত্তরঃ সুকুমার রায়
813. ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’ - উক্তিটি কার?
- ক. জীবনানন্দ দাশ
- খ. কামিনী রায়
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. সুভাষ মুখোপাধ্যায়
উত্তরঃ সুভাষ মুখোপাধ্যায়
- ক. শামসুর রাহমান
- খ. জসীমউদদীন
- গ. আঃ কাদির
- ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ শামসুর রাহমান
815. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?
- ক. সৈয়দ শামসুল হক
- খ. মুনীর চৌধুরী
- গ. মমতাজউাদ্দন আহমেদ
- ঘ. জহির রায়হান
উত্তরঃ সৈয়দ শামসুল হক
- ক. জ্ঞানদাস
- খ. চণ্ডীদাস
- গ. বিদ্যাপতি
- ঘ. শ্রীচৈতন্য
উত্তরঃ বিদ্যাপতি
817. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থটি লিখেছেন -
- ক. জীবনানন্দ দাশ
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
818. ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি?
- ক. কবর
- খ. কোকিলারা
- গ. আরেক ফাল্গুন
- ঘ. মুনতাসির ফ্যান্টাসী
উত্তরঃ কবর
819. ‘পদ্মরাগ’ উপন্যাসটির রচয়িতা -
- ক. সুফিয়া কামাল
- খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
- গ. বিভূতিভূষণ
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ রোকেয়া সাখাওয়াত হোসেন
820. কোন কবিকে ‘বিদ্রোহী কবি’ বলা হয়?
- ক. সুকান্ত ভট্রাচার্য
- খ. সুভাষ মুকোপাধ্যায়
- গ. হেলাল হাফিজ
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
821. বাংলা গদ্য চলিত রীতির প্রবর্তক -
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরঃ প্রমথ চৌধুরী
- ক. মাইকেল মধুসূদন দত্তকে
- খ. রবীন্দ্রনাথ ঠাকুরকে
- গ. শামসুর রাহমানকে
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্তকে
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্তকে
823. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস?
- ক. দোলন চাঁপা
- খ. ঘরে-বাইরে
- গ. চিহ্ন
- ঘ. মৃত্যুক্ষুধা
উত্তরঃ মৃত্যুক্ষুধা
824. কোন কবির সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে?
- ক. লুইপা
- খ. কাহ্নপা
- গ. ভুসুকুপা
- ঘ. শবরপা
উত্তরঃ কাহ্নপা