বাংলা সাহিত্য
901. একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে?
- ক. সুবীর সাহা
- খ. সুধীন দাস
- গ. আলতাফ মাহমুদ
- ঘ. আলতাফ মামুন
উত্তরঃ আলতাফ মামুন
- ক. নৌকাডুবি
- খ. চোখের বালি
- গ. যোগাযোগ
- ঘ. শেষের কবিতা
উত্তরঃ যোগাযোগ
905. ‘দেয়াল’ গ্রন্থটির রচয়িতা কে?
- ক. হুমায়ূন আহমেদ
- খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- গ. যাযাবর
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ হুমায়ূন আহমেদ
906. ‘আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।’ চরণটি কোন কবিতার?
- ক. ধূমকেতু
- খ. বীরাঙ্গনা
- গ. শিখা
- ঘ. বিদ্রোহী
উত্তরঃ বিদ্রোহী
907. বাংলা ছোটগল্পের জনক বলা হয় কাকে?
- ক. মনিরুজ্জামান
- খ. মীর মশাররফ হোসেন
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
908. ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. জহির রায়হান
- খ. সৈয়দ শামসুল হক
- গ. সেলিনা হোসেন
- ঘ. শওকত ওসমান
উত্তরঃ সেলিনা হোসেন
- ক. তোহফা
- খ. নূরনামা
- গ. ইউসুফ-জোলেখা
- ঘ. মধুমালতী
উত্তরঃ তোহফা
912. বত্রিশ সিংহাসন এর রচয়িতা কে?
- ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারা
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. রামরাম বসু
- ঘ. রাজীবলোচন মুখোপাধ্যায়
উত্তরঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারা
913. বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ -
- ক. নারীর মূল্য
- খ. রায়তের কথা
- গ. তেল নুন লাকড়ী
- ঘ. বীরবলের হালখাতা
উত্তরঃ বীরবলের হালখাতা
914. পরশুরাম কার ছদ্মনাম?
- ক. কালিপ্রসন্ন সিংহ
- খ. রাজশেখর বসু
- গ. সমরেশ বসু
- ঘ. বিমল ঘোষ
উত্তরঃ রাজশেখর বসু
915. বাংলা কাব্যে ‘ভোরের পাখি ‘ বলা হয় -
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কায়কোবাদ
- গ. বিহারীলাল চক্রবর্তী
- ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
916. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ক. রাজা রামমোহন রায়
- খ. প্রমথ চৌধুরী
- গ. অক্ষয়কুমার দত্ত
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ অক্ষয়কুমার দত্ত
919. কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন?
- ক. সোনারতরী
- খ. বলাকা
- গ. গীতালি
- ঘ. গীতাঞ্জলি
উত্তরঃ গীতাঞ্জলি
920. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
- ক. দুর্গেশনন্দিনী
- খ. চোখের বালি
- গ. পথের দাবী
- ঘ. আলালের ঘরের দুলাল
উত্তরঃ দুর্গেশনন্দিনী
921. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?
- ক. শিশু ভোলানাথ
- খ. রুদ্রমঙ্গল
- গ. বালুচর
- ঘ. লীলাবতী
উত্তরঃ রুদ্রমঙ্গল
922. “সুলতানার স্বপ্ন” কার রচনা?
- ক. জসীমউদদীন
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. বেগম সুফিয়া কামাল
- ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ বেগম রোকেয়া
923. ড. মুহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম -
- ক. বঙ্গভাষা ও সাহিত্য
- খ. বাংলা সাহিত্যের কথা
- গ. বাংলা সাহিত্যের ইতিহাস
- ঘ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
উত্তরঃ বাংলা সাহিত্যের কথা
924. বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. দেবেন্দ্রনাথ সেন
- ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
925. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
- ক. আলমগীর কবির
- খ. তারেক মাসুদ
- গ. হুমায়ূন আহমেদ
- ঘ. মোস্তফা সারোয়ার ফারুকী
উত্তরঃ তারেক মাসুদ