বাংলা সাহিত্য

951. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৮২১
  • খ. ১৭৫৮
  • গ. ১৮০০
  • ঘ. ১৯২১

উত্তরঃ ১৮০০

বিস্তারিত

952. নিচের কোনটি কবি নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা?

  • ক. ধূমকেতু
  • খ. সমকাল
  • গ. মোসলেম ভারত
  • ঘ. সবুজপত্র

উত্তরঃ ধূমকেতু

বিস্তারিত

953. কোনটি সঠিক নয়?

  • ক. অমিত, লাবণ্য - শেষের কবিতা
  • খ. জয়গুন, হাসু - সূর্য দীঘল বাড়ী
  • গ. হেমাঙ্গিনী, কামম্বিনী - মেজদিদি
  • ঘ. খুকী, রহমত - খোকা বাবুর প্রত্যাবর্তন

উত্তরঃ খুকী, রহমত - খোকা বাবুর প্রত্যাবর্তন

বিস্তারিত

954. আধুনিক বাংলা গীতি কবিতার উৎস কী?

  • ক. জারিগান
  • খ. গজল
  • গ. গম্ভীরা গান
  • ঘ. টপ্পা গান

উত্তরঃ টপ্পা গান

বিস্তারিত

955. রোমান্টিক কাব্যের কবি নয় কে?

  • ক. কোরেশী মাগন ঠাকুর
  • খ. দোনা গাজী চৌধুরী
  • গ. শেখ ফয়জুল্লাহ
  • ঘ. শাহ বারিদ খান

উত্তরঃ শেখ ফয়জুল্লাহ

বিস্তারিত

956. জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?

  • ক. ঝরা পালক
  • খ. ধূসর পাণ্ডুলিপি
  • গ. মহাপৃথিবী
  • ঘ. বনলতা সেন

উত্তরঃ ঝরা পালক

বিস্তারিত

957. ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচয়িতা কে?

  • ক. জহির রায়হান
  • খ. সৈয়দ শামসুল হক
  • গ. সেলিনা হোসেন
  • ঘ. শওকত ওসমান

উত্তরঃ শওকত ওসমান

বিস্তারিত

958. ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’, কে বলেছিলেন?

  • ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. আনোয়ার পাশা
  • ঘ. মুনীর চৌধুরী

উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত

959. ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?

  • ক. আল মাহমুদ
  • খ. আব্দুল মান্নান - সৈয়দ
  • গ. অমিয় চক্রবর্তী
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

960. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম?

  • ক. আদিনাথ
  • খ. শ্রীচৈতন্যদেব
  • গ. শ্রীকৃষ্ণ
  • ঘ. মনোহর দাশ

উত্তরঃ শ্রীচৈতন্যদেব

বিস্তারিত

961. বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?

  • ক. মাগধী লিপি
  • খ. শ্যামী লিপি
  • গ. সিংহলী লিপি
  • ঘ. ব্রাহ্মী লিপি

উত্তরঃ ব্রাহ্মী লিপি

বিস্তারিত

962. ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ চরণটি কোন কাব্যের?

  • ক. মনসামঙ্গল
  • খ. ধর্মমঙ্গল
  • গ. অন্নদামঙ্গল
  • ঘ. চণ্ডীমঙ্গল

উত্তরঃ অন্নদামঙ্গল

বিস্তারিত

963. চর্যাপদের পদকর্তা কত জন?

  • ক. ১১ জন
  • খ. ১৩ জন
  • গ. ১৫ জন
  • ঘ. ২৪ জন

উত্তরঃ ২৪ জন

বিস্তারিত

964. বাংলা কবিতায় আধনিকতার প্রবর্তক কে?

  • ক. বিহারীলাল চক্রবর্তী
  • খ. চণ্ডীদাস
  • গ. দৌলত কাজী
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

965. ‘বাংলার মিল্টন’ বলা হয় কোন লেখক কে?

  • ক. হেমচন্দ্র
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. মালাধর বসু

উত্তরঃ হেমচন্দ্র

বিস্তারিত

966. ‘কৃষ্ণকুমারী’ কী?

  • ক. একটি উপন্যাস
  • খ. একটি ছোটগল্প
  • গ. একটি ট্র্যাজেডি নাটক
  • ঘ. একটি কাব্য

উত্তরঃ একটি ট্র্যাজেডি নাটক

বিস্তারিত

967. বাউল গানকে কী সাহিত্য বলে?

  • ক. বজ্রযান সাহিত্য
  • খ. তত্ত্ব সাহিত্য
  • গ. মৌল সাহিত্য
  • ঘ. গৌণ সাহিত্য

উত্তরঃ তত্ত্ব সাহিত্য

বিস্তারিত

968. গতিবাদের প্রভাবে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ -

  • ক. মানসী
  • খ. বলাকা
  • গ. ক্ষণিকা
  • ঘ. সেঁজুতি

উত্তরঃ বলাকা

বিস্তারিত

969. ‘বেহুলা লখিন্দর’ কাহিনী পাওয়া যায় কোন কাব্যে?

  • ক. অন্নদামঙ্গল কাব্যে
  • খ. মনসামঙ্গল কাব্যে
  • গ. কালীকামঙ্গল কাব্যে
  • ঘ. সারদামঙ্গল কাব্যে

উত্তরঃ মনসামঙ্গল কাব্যে

বিস্তারিত

970. কবি ঈশ্বর গুপ্ত সম্পাদিত সাময়িকপত্র হচ্ছে -

  • ক. সমাচার চন্দ্রিকা
  • খ. সম্বাদ কৌমুদী
  • গ. সংবাদ প্রভাকর
  • ঘ. সম্বাদ ভাস্কর

উত্তরঃ সংবাদ প্রভাকর

বিস্তারিত

971. খনার বচনের উপজীব্য হচ্ছে -

  • ক. সমাজনীতি
  • খ. রাজনীতি
  • গ. ধর্মনীতি
  • ঘ. কৃষিকাজ

উত্তরঃ কৃষিকাজ

বিস্তারিত

972. মধুসূদন দত্ত রচিত গীতিধর্মী রচনা কোনটি?

  • ক. পদ্মাবতী
  • খ. কৃষ্ণকুমারী
  • গ. বীরাঙ্গনা
  • ঘ. ব্রজাঙ্গনা

উত্তরঃ ব্রজাঙ্গনা

বিস্তারিত

973. সেলিম আল দীন রচিত নাটক হচ্ছে -

  • ক. মুখরা রমনী বশীকরণ
  • খ. দেওয়ান গাজীর কিসসা
  • গ. নূরলদীনের সারাজীবন
  • ঘ. যৈবতী কন্যার মন

উত্তরঃ যৈবতী কন্যার মন

বিস্তারিত

974. বাংলা সাহিত্যের ধারায় প্রথম সার্থক উপন্যাস হচ্ছে -

  • ক. দুর্গেশনন্দিনী
  • খ. কপালকুণ্ডলা
  • গ. যুগলাঙ্গুরীয়
  • ঘ. আনন্দমঠ

উত্তরঃ দুর্গেশনন্দিনী

বিস্তারিত

975. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হচ্ছে -

  • ক. বাউণ্ডেলের আত্মকাহিনী
  • খ. রাজবন্দীর জবানবন্দী
  • গ. গাজী মিয়াঁর বস্তানী
  • ঘ. ঠাকুর বাড়ির আঙিনায়

উত্তরঃ বাউণ্ডেলের আত্মকাহিনী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects