বাংলা সাহিত্য
1001. কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?
- ক. ঢাকা
- খ. গোপালগঞ্জ
- গ. মুন্সিগঞ্জ
- ঘ. নারায়নগঞ্জ
উত্তরঃ গোপালগঞ্জ
1002. ‘অদ্ভুত আধার এক বসেছে এ পৃথিবীতে আজ’ চরণটির কবি -
- ক. জীবনানন্দ দাশ
- খ. সুভাষ মুখোপাধ্যায়
- গ. ফররুফ আহমদ
- ঘ. আহসান হাবীব
উত্তরঃ জীবনানন্দ দাশ
1003. ঊনসত্তরের গণ-অভ্যুত্থান অবলম্বনে রচিত উপন্যাস -
- ক. বং থেকে বাংলা
- খ. চাঁদের অমাবস্যা
- গ. কাঁটাতারে প্রজাপতি
- ঘ. চিলেকোঠাই সেপাই
উত্তরঃ চিলেকোঠাই সেপাই
1004. ‘বিচারপতি তোমার বিচার করবে যারা’। গানটির গীতিকার কে?
- ক. সলিল চৌধুরী
- খ. গাজী মাজহারুল আনোয়ার
- গ. গৌরি প্রসন্ন মজুমদার
- ঘ. নজরুল ইসলাম বাবু
উত্তরঃ সলিল চৌধুরী
1005. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
- ক. আনন্দময়ীর আগমনে
- খ. নারী
- গ. প্রলয়োল্লাস
- ঘ. বিদ্রোহী
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
1006. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. প্রমথ চৌধুরী
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. দীনবন্ধু মিত্র
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
1007. কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
- ক. ধূমকেতু
- খ. সওগাত
- গ. মোসলেম ভারত
- ঘ. সবুজপত্র
উত্তরঃ ধূমকেতু
1008. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
- ক. চলিত রীতি
- খ. আঞ্চলিক রীতি
- গ. কথ্য রীতি
- ঘ. সাধু রীতি
উত্তরঃ সাধু রীতি
1009. ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থটি কোন সাহিত্যিকের রচনা?
- ক. কবি সুফিয়া কামাল
- খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
- গ. রাবেয়া খাতুন
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ রোকেয়া সাখাওয়াত হোসেন
1010. কোন কবি ‘ছন্দের জাদুকর’ নামে পরিচিত?
- ক. সুকুমার রায়
- খ. সত্যেন্দ্রনাথ দত্ত
- গ. আল মাহমুদ
- ঘ. ভারতচন্দ্র
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
1011. নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা? - চরণগুলোর রচয়িতা কে?
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ. মাইকেল মধুসূদন দত্ত
- গ. রামনিধি গুপ্ত
- ঘ. আব্দুল হাকিম
উত্তরঃ রামনিধি গুপ্ত
1012. কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাভোগ করেন?
- ক. বিদ্রোহী
- খ. আনন্দময়ীর আগমনে
- গ. সংকল্প
- ঘ. সৃষ্টি সুখের উল্লাসে
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
1013. ‘চলে মুসাফির’ ভ্রমণমূলক গ্রন্থটির রচয়িতা কে?
- ক. প্রমথ চৌধুরী
- খ. মুনীর চৌধুরী
- গ. সেলিনা হোসেন
- ঘ. জসীমউদদীন
উত্তরঃ জসীমউদদীন
1014. কোনটি আহমদ ছফা রচিত ভাষা-আন্দোলন নির্ভর উপন্যাস?
- ক. ওঙ্কার
- খ. খাঁচায়
- গ. চৌচির
- ঘ. সময়
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1015. ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’ শীর্ষক ছোটগল্পের রচয়িতা কে?
- ক. সৈয়দ মুজতবা আলী
- খ. মানিক বন্দ্যোপাধ্যায়
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. হাসান আজিজুল হক
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
1016. ‘শ্রীকৃষ্ণকীর্তনকাব্য’ এর রচয়িতা কে?
- ক. অনন্ত চণ্ডীদাস
- খ. বড়ু চণ্ডীদাস
- গ. দ্বিজ চণ্ডীদাস
- ঘ. দীন চণ্ডীদাস
উত্তরঃ বড়ু চণ্ডীদাস
1017. কোন সংস্কৃত ভাষায় রচিত কাব্য-সংকলনে বাঙালি কবিদের শ্লোক অন্তর্ভুক্ত হয়েছে?
- ক. গীতাগোবিন্দ -তে
- খ. প্রাকৃতপৈঙ্গল- এ
- গ. কবীন্দ্রবচন - এ
- ঘ. সদুক্তিকর্ণামৃত - তে
উত্তরঃ প্রাকৃতপৈঙ্গল- এ
1018. কোনটি মুক্তিযুদ্ধনির্ভর কাব্যনাট্য?
- ক. আবার তোরা মানুষ হ
- খ. অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী
- গ. চরকাঁকড়ার ডকুমেন্টারি
- ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়
1019. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে -
- ক. উদাসীন পথিকের মনের কথা
- খ. মুচিরাম পুড়ের আত্মকথা
- গ. হাঁসুলী বাঁকের উপকথা
- ঘ. ইতিহাসের পরের কথা
উত্তরঃ উদাসীন পথিকের মনের কথা
1020. ‘ইউসুফ জোলেখা’ আখ্যান কাব্যটির রচয়িতা -
- ক. পণ্ডিতকবি আলাওল
- খ. দৌলত উজির বাহরাম খাঁ
- গ. শাহ মুহম্মদ সগীর
- ঘ. সেনাপতি দৌলত কাজী
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর
1021. কিশোরদের জন্য রচিত শওকত ওসমানের গ্রন্থ কোনটি?
- ক. হিজিবিজি
- খ. পঞ্চসঙ্গী
- গ. চিচিংফাঁক
- ঘ. কানামামা
উত্তরঃ পঞ্চসঙ্গী
1022. কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ?
- ক. দুধভাতে উৎপাত
- খ. নামহীন গোত্রহীন
- গ. অরক্ষিত জনপদ
- ঘ. অবিনাশী আয়োজন
উত্তরঃ নামহীন গোত্রহীন
1023. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৌতুকরসের গ্রন্থ কোনটি?
- ক. পরিব্রাজক
- খ. লোকরহস্য
- গ. নিভৃতচিন্তা
- ঘ. রত্নরহস্য
উত্তরঃ লোকরহস্য
1024. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ কোনখানি?
- ক. বেতারপঞ্চবিংশতি
- খ. ওরিয়েন্টাল ফেবুলিস্ট
- গ. ইংরেজি বাংলা শব্দকোষ
- ঘ. রাজা প্রতাপাদিত্য চরিত্র
উত্তরঃ বেতারপঞ্চবিংশতি
1025. মধুসূদন দত্ত রচিত ইতিহাস-আশ্রিত নাটক হচ্ছে -
- ক. বেণীসংহার
- খ. কীর্তিবিলাস
- গ. মালতীমাধব
- ঘ. কৃষ্ণকুমারী
উত্তরঃ কৃষ্ণকুমারী