বাংলা সাহিত্য

1026. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

  • ক. শ্রীকৃষ্ণকীর্তন
  • খ. মনসামঙ্গল
  • গ. চণ্ডীমঙ্গল
  • ঘ. চর্যাপদ

উত্তরঃ চর্যাপদ

বিস্তারিত

1027. বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান?

  • ক. এশিয়াটিক সোসাইটি
  • খ. বাংলা একাডেমি
  • গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঘ. শিল্পকলা একাডেমি

উত্তরঃ বাংলা একাডেমি

বিস্তারিত

1028. ‘প্রদোষে প্রাকৃতজন’ উপন্যাসটির ঔপন্যাসিক কে?

  • ক. শহীদুল্লাহ কায়সার
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. শওক আলী
  • ঘ. রিজিয়া রহমান

উত্তরঃ শওক আলী

বিস্তারিত

1029. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসটি কার রচনা?

  • ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • খ. বুদ্ধদেব বসু
  • গ. জহির রায়হান
  • ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

1030. ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের কবি কে?

  • ক. শামসুর রাহমান
  • খ. হাসান হাফিজুর রহমান
  • গ. রফিক আজাদ
  • ঘ. আল মাহমুদ

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

1031. ‘আশার বসতি’ কোন কবির রচনা?

  • ক. ফররুখ আহমেদ
  • খ. আহসান হাবীব
  • গ. আবুল হোসেন
  • ঘ. সৈয়দ আলী আহসান

উত্তরঃ আহসান হাবীব

বিস্তারিত

1032. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কোন সালে?

  • ক. ১৮০১ খ্রি.
  • খ. ১৮০২ খ্রি.
  • গ. ১৮০৫ খ্রি.
  • ঘ. ১৮১৫ খ্রি.

উত্তরঃ ১৮০১ খ্রি.

বিস্তারিত

1033. ‘যতকাল রবে পদ্মা মেঘনা গৌরি যমুনা বহমান/ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।’ এই কবিতা পংক্তির রচয়িতা কে?

  • ক. সুধীন্দ্রনাথ দত্ত
  • খ. শামসুর রাহমান
  • গ. অন্নদাশংকর রায়
  • ঘ. নির্মলেন্দু গুণ

উত্তরঃ অন্নদাশংকর রায়

বিস্তারিত

1034. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার মূল সুর হচ্ছে?

  • ক. বিদ্রোহী ও বিপ্লবের আবেগ
  • খ. স্বরাজ প্রতিষ্ঠা
  • গ. প্রেম
  • ঘ. প্রকৃতি বন্দনা

উত্তরঃ বিদ্রোহী ও বিপ্লবের আবেগ

বিস্তারিত

1035. ‘বনলতা সেন’ কোন কবির কাব্যগ্রন্থের নাম?

  • ক. বুদ্ধদেব বসু
  • খ. অমিয় চক্রবর্তী
  • গ. জীবানানন্দ দাশ
  • ঘ. বিষ্ণু দে

উত্তরঃ জীবানানন্দ দাশ

বিস্তারিত

1036. কাশীরাম দাসের অনূদিত গ্রন্থ কোনটি?

  • ক. রামায়ণ
  • খ. মেঘদূত
  • গ. মহাভারত
  • ঘ. শুকুন্তলা

উত্তরঃ মহাভারত

বিস্তারিত

1037. সপ্তদশ শতকের কবি আলাওলের প্রধান কাব্য কোনটি?

  • ক. পদ্মাবতী
  • খ. সয়ফলমুলুক-বদিউজ্জামাল
  • গ. হপ্ত পয়কর
  • ঘ. তোহফা

উত্তরঃ পদ্মাবতী

বিস্তারিত

1038. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের বিষয় কী?

  • ক. ভাষা আন্দোলন
  • খ. মুক্তিযুদ্ধ
  • গ. ছাত্র আন্দোলন
  • ঘ. স্বৈরশাসন-বিরোধী আন্দোলন

উত্তরঃ মুক্তিযুদ্ধ

বিস্তারিত

1039. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন -

  • ক. ১৯১৩ খ্রি.
  • খ. ১৯১২ খ্রি.
  • গ. ১৯১৪ খ্রি.
  • ঘ. ১৯২৯ খ্রি.

উত্তরঃ ১৯১৩ খ্রি.

বিস্তারিত

1040. বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তন করেন -

  • ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • ঘ. ভারতচন্দ্র

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

বিস্তারিত

1041. ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের আখ্যানকেন্দ্র কোথায়?

  • ক. বিশ্ববিদ্যালয়
  • খ. পুলিশ লাইনস
  • গ. সাভার
  • ঘ. গাজীপুর

উত্তরঃ বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

1042. কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু হয় কত বছর বয়সে?

  • ক. আঠারো
  • খ. উনিশ
  • গ. বিশ
  • ঘ. একুশ

উত্তরঃ একুশ

বিস্তারিত

1043. বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. প্যারীচাদ মিত্র
  • গ. রাজা রামমোহন রায়
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

1044. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ - কবিতাটি কে লিখেছেন?

  • ক. হাসান হাফিজুর রহমান
  • খ. মাহবুব উল আলম চৌধুরী
  • গ. শামসুর রাহমান
  • ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ

উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ

বিস্তারিত

1045. ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সূত্রপাত করে কোন পত্রিকা?

  • ক. ভারতী
  • খ. ধূমকেতু
  • গ. শিখা
  • ঘ. সওগাত

উত্তরঃ শিখা

বিস্তারিত

1046. ‘সবুজ পত্র’ পত্রিকার সম্পাদক কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. সুকুমার রায়
  • গ. আবদুল গণি হাজারী
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

1047. ‘সমকাল’ নামের সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন -

  • ক. হাসান হাফিজুর রহমান
  • খ. শামসুর রাহমান
  • গ. সিকান্দার আবু জাফর
  • ঘ. জমীম উদ্দীন

উত্তরঃ সিকান্দার আবু জাফর

বিস্তারিত

1048. ‘বেগম’ পত্রিকার সম্পাদক ছিলেন

  • ক. বেগম রোকেয়া
  • খ. নূরজাহান বেগম
  • গ. সেলিনা হোসেন
  • ঘ. বেগম আকতার কামাল

উত্তরঃ নূরজাহান বেগম

বিস্তারিত

1049. কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়?

  • ক. পদ্মা নদীর মাঝি
  • খ. দিবারাত্রির কাব্য
  • গ. তিতাস একটি নদীর নাম
  • ঘ. পুুতুল নাচের ইতিকথা

উত্তরঃ তিতাস একটি নদীর নাম

বিস্তারিত

1050. ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটি কার লেখা?

  • ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • খ. মাহমুদুল হক
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. আলাউদ্দিন আল আজাদ

উত্তরঃ আলাউদ্দিন আল আজাদ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects