বাংলা সাহিত্য

1051. ‘সংশপ্তক’ উপন্যাসের লেখক কে?

  • ক. শহীদুল্লা কায়সার
  • খ. জহির রায়হান
  • গ. আনোয়ার পাশা
  • ঘ. মুনীর চৌধুরী

উত্তরঃ শহীদুল্লা কায়সার

বিস্তারিত

1052. ‘লালসালু’ উপন্যাসে কোন গ্রামটির উল্লেখ রয়েছে?

  • ক. কুসুমবাগ
  • খ. হাজীপাড়া
  • গ. জুম্মাপাড়া
  • ঘ. মহব্বতনগর

উত্তরঃ মহব্বতনগর

বিস্তারিত

1053. সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে কত সাল থেকে?

  • ক. ১৮৫৭
  • খ. ১৮০১
  • গ. ১৮৬১
  • ঘ. ১৮৯৯

উত্তরঃ ১৮০১

বিস্তারিত

1054. ‘চর্যাপদ’ কে আবিষ্কার করেন?

  • ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • খ. সুকুমার সেন
  • গ. হরপ্রসাদ শাস্ত্রী
  • ঘ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী

বিস্তারিত

1055. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস বাংলা ১৩৮৩ সনের -

  • ক. ১০ ভাদ্র
  • খ. ১২ ভাদ্র
  • গ. ১০ আশ্বিন
  • ঘ. ১২ আশ্বিন

উত্তরঃ ১২ ভাদ্র

বিস্তারিত

1056. কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা?

  • ক. ছাড়পত্র
  • খ. কুহু ও কেকা
  • গ. কেয়ার কাঁটা
  • ঘ. ছায়ানট

উত্তরঃ ছায়ানট

বিস্তারিত

1057. ‘সাতটি তারার তিমির’ কাব্যগ্রন্থটির কবি কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. বুদ্ধদেব বসু
  • ঘ. জীবনানন্দ দাশ

উত্তরঃ জীবনানন্দ দাশ

বিস্তারিত

1058. বেগম রোকেয়ার লেখা কী নামে প্রকাশিত হতো?

  • ক. বেগম রোকেয়া
  • খ. মিসেস আর. এস. হোসেন
  • গ. রোকেয়া সাখাওয়াত
  • ঘ. রোকেয়া হোসেন

উত্তরঃ মিসেস আর. এস. হোসেন

বিস্তারিত

1059. জসীমউদদীনের কাব্য কোনটি?

  • ক. মা যে জননী কান্দে
  • খ. ময়নামতির চর
  • গ. সোনালী কাবিন
  • ঘ. রাত্রি শেষ

উত্তরঃ মা যে জননী কান্দে

বিস্তারিত

1060. ‘শ্যামল ছায়া’ উপন্যাসটি কার রচনা?

  • ক. জসীমউদদীন
  • খ. আল মাহমুদ
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. আবু ইসহাক

উত্তরঃ হুমায়ূন আহমেদ

বিস্তারিত

1061. সৈয়দ শামসুর হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের বিষয়বস্তু -

  • ক. সিপাহী বিদ্রোহ
  • খ. নীল বিদ্রোহ
  • গ. পলাশীর যুদ্ধ
  • ঘ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ

উত্তরঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ

বিস্তারিত

1062. ‘বিষাদ-সিন্ধু’ গ্রন্থটি কার রচনা?

  • ক. বুদ্ধদেব বসু
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. আহসান হাবীব
  • ঘ. ফররুখ আহমদ

উত্তরঃ মীর মশাররফ হোসেন

বিস্তারিত

1063. ‘নীললোহিত’ কোন লেখকের ছদ্মনাম?

  • ক. শামসুর রাহমান
  • খ. সুনীল গঙ্গোপাধ্যায়
  • গ. সমরেশ বসু
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়

বিস্তারিত

1064. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?

  • ক. সোনার তরী
  • খ. চিত্রা
  • গ. গীতাঞ্জলি
  • ঘ. নৈবেদ্য

উত্তরঃ গীতাঞ্জলি

বিস্তারিত

1065. কোনটি জীবনানন্দ দাশের রচনা?

  • ক. অগ্নিবীণা
  • খ. দোলনচাঁপা
  • গ. ঝরাপালক
  • ঘ. পুরের হাওয়া

উত্তরঃ ঝরাপালক

বিস্তারিত

1066. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ - কার উক্তি?

  • ক. চণ্ডীদাস
  • খ. দ্বিজেন্দ্রলাল রায়
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ চণ্ডীদাস

বিস্তারিত

1067. ‘বিদ্রোহী’ কবিতা কার রচনা?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. মোহিতলাল মজুমদার
  • গ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

1068. ‘বাঁধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?

  • ক. গল্পগ্রন্থ
  • খ. নাটক
  • গ. পত্রোপন্যাস
  • ঘ. কবিতা

উত্তরঃ পত্রোপন্যাস

বিস্তারিত

1069. বাংলা সাহিত্যের মধ্যযুগের নিদর্শন কোনটি?

  • ক. মহাভারত
  • খ. মঙ্গলকাব্য
  • গ. রামায়ণ
  • ঘ. চর্যাপদ

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1070. ‘চিলেকোঠাই সেপাই’ উপন্যাসের ঔপন্যাসিক কে?

  • ক. সেলিনা হোসেন
  • খ. আখতারুজ্জামান ইলিয়াস
  • গ. রশীদ করিম
  • ঘ. হুমায়ূন আহমেদ

উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস

বিস্তারিত

1071. ‘মধুমালতী’ কাব্যগ্রন্থ কার রচনা?

  • ক. গরীবুল্লাহ
  • খ. সৈয়দ সুলতান
  • গ. সৈয়দ হামজা
  • ঘ. জৈনুদ্দীন

উত্তরঃ সৈয়দ হামজা

বিস্তারিত

1072. কোনটি মাইকেল মধুসূদন দত্তের নাটক?

  • ক. ডাকঘর
  • খ. রাজা
  • গ. শর্মিষ্ঠা
  • ঘ. বিসর্জন

উত্তরঃ শর্মিষ্ঠা

বিস্তারিত

1073. ‘ময়মনসিংহ গীতিকা’ সংগ্রহ করেছিলেন?

  • ক. আশুতোষ ভট্টাচার্য
  • খ. ড. দীনেশচন্দ্র সেন
  • গ. চন্দ্রকুমার দে
  • ঘ. দক্ষিণারঞ্জন মিত্র

উত্তরঃ চন্দ্রকুমার দে

বিস্তারিত

1074. মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের পটভূমি -

  • ক. পলাশীর যুদ্ধ
  • খ. পানিপথের যুদ্ধ
  • গ. বায়ান্নর ভাষা আন্দোলন
  • ঘ. মুক্তিযুদ্ধ

উত্তরঃ বায়ান্নর ভাষা আন্দোলন

বিস্তারিত

1075. ‘চোখের বালি’ উপন্যাসটি কার রচনা?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects