বাংলা সাহিত্য
1126. ‘যুগসন্ধিক্ষণের কবি’ হিসেবে পরিচিত কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. মাইকেল মধুদূদন দত্ত
- গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- ঘ. কায়কোবাদ
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
- ক. দুরস্ত পথিক
- খ. আঠারো বছর বয়স
- গ. চলে মুসাফির
- ঘ. যৌবনের কথা
উত্তরঃ যৌবনের কথা
1128. নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত?
- ক. বিন্দু বিসর্গ
- খ. অতসী মামী
- গ. মেজদিদি
- ঘ. সুভা
উত্তরঃ অতসী মামী
1129. কবি জসীমউদদীন রচিত বিখ্যাত ‘রূপাই’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া?
- ক. রাখালী
- খ. নকশী কাঁথার মাঠ
- গ. বালুচর
- ঘ. ধানক্ষেত
উত্তরঃ নকশী কাঁথার মাঠ
1130. ঐতিহাসিক ‘মৈমনসিংহ-গীতিকা’র সংগ্রাহক মূলত কে ছিলেন?
- ক. ড. দীনেশ চন্দ্র সেন
- খ. ড. সুনীতিকুমার বন্দ্যোপাধ্যায়
- গ. চন্দ্রকুমার দে
- ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ চন্দ্রকুমার দে
1131. ‘ধূসর পাণ্ডুলিপি’ কার রচনা?
- ক. জসীমউদদীন
- খ. ফররুখ আহমদ
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ জীবনানন্দ দাশ
1132. ‘বিত্ত নাই বেসাত নাই’ - এর রচয়িতা কে?
- ক. কামিনী রায়
- খ. ফজল শাহাবুদ্দীন
- গ. শহীদ কাদরী
- ঘ. আসাদ চৌধুরী
উত্তরঃ আসাদ চৌধুরী
1133. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ - এই উক্তিটি কার ?
- ক. প্রমথ চৌধুরী
- খ. মমতাজউদদীন আহমদ
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরঃ প্রমথ চৌধুরী
1134. সৈয়দ শামসুল হকের উপন্যাস কোনটি?
- ক. খেলারাম খেলে যা
- খ. আমার যত গ্লানি
- গ. অনুপম দিন
- ঘ. দেয়ালের দেশ
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1135. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ কার প্রার্থনা?
- ক. ঈশ্বরী পাটনী
- খ. মহুয়া
- গ. ভাঁডুদত্ত
- ঘ. চাঁদ সওদাগর
উত্তরঃ ঈশ্বরী পাটনী
1136. মুনির চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের চরিত্র নয় কোনটি?
- ক. মারওয়ান
- খ. সুজাউদ্দৌলা
- গ. জোহরা
- ঘ. ইব্রাহীম কার্দি
উত্তরঃ মারওয়ান
1137. স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত প্রথম চলচ্চিত্র কোনটি?
- ক. একাত্তরের যীশু
- খ. আগুনের পরশমনি
- গ. রক্তাক্ত প্রান্তর
- ঘ. আবার তোরা মানুষ হ
উত্তরঃ আবার তোরা মানুষ হ
1138. ‘শূন্যপুরাণ’ রচনা করেছেন -
- ক. বিজয়গুপ্ত
- খ. চণ্ডীদাস
- গ. রামাই পণ্ডিত
- ঘ. শ্রীকর নন্দী
উত্তরঃ রামাই পণ্ডিত
1139. ‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসের?
- ক. ভানুমতি
- খ. গাজী মিয়ার বস্তানি
- গ. তেইশ নম্বর তৈলচিত্র
- ঘ. আলালের ঘরের দুলাল
উত্তরঃ আলালের ঘরের দুলাল
1140. ‘তপস্বী ও তরাঙ্গিনী’ - নাটকটি কার রচনা?
- ক. শওকত ওসমান
- খ. মামুনুর রশীদ
- গ. বুদ্ধদেব বসু
- ঘ. সেলিম আল দীন
উত্তরঃ বুদ্ধদেব বসু
1141. আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
- ক. ছায়াহরিণ
- খ. অরণ্যে নীলিমা
- গ. রাত্রিশেষ
- ঘ. পাখির বাসা
উত্তরঃ রাত্রিশেষ
1143. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
- ক. নবীনচন্দ্র সেন
- খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. বিহারীলাল
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
1144. স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি?
- ক. আগুনের পরশমনি
- খ. যোগাযোগ
- গ. কুহক
- ঘ. নন্দিত নরকে
উত্তরঃ আগুনের পরশমনি
1145. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ - কার রচনা?
- ক. সুফিয়া কামাল
- খ. শামসুর রাহমান
- গ. শওকত ওসমান
- ঘ. সিকানদার আবুজাফর
উত্তরঃ শামসুর রাহমান
1146. ‘পরশুরাম’ কার ছদ্মনাম?
- ক. দীনবন্ধু মিত্র
- খ. রাজশেখর বসু
- গ. মুকুন্দরাম
- ঘ. গোবিন্দ দাস
উত্তরঃ রাজশেখর বসু
1147. মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলমান কবি কে?
- ক. কায়কোবাদ
- খ. মীর মশাররফ হোসেন
- গ. আলাওল
- ঘ. শাহ মুহাম্মদ সগীর
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর
1148. কিশোরদের জন্য রচিত হুমায়ুন আজাদের গ্রন্থ কোনখানি?
- ক. লাল নীল দীপাবলি
- খ. ওটেন সাহেবের বাংলো
- গ. হাত কাটা রবিন
- ঘ. অপারেশন কাকনপুর
উত্তরঃ লাল নীল দীপাবলি
1149. ‘চৈতন্য - চরিত’ এর শ্রেষ্ঠ রচয়িতা হলেন -
- ক. কৃষ্ণদাস কবিরাজ
- খ. রূপরাম চক্রবর্তী
- গ. নরহরি চক্রবর্তী
- ঘ. গোবিন্দদাস কবিরাজ
উত্তরঃ কৃষ্ণদাস কবিরাজ
1150. কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- ক. অগ্নিবীণা
- খ. সর্বহারা
- গ. ছায়ানট
- ঘ. চক্রবাক
উত্তরঃ অগ্নিবীণা