খেলাধুলা
26. ২০১৫ সালে ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
- ক. রজার ফেদেরার
- খ. জকোভিচ
- গ. রাফায়েল নাদাল
- ঘ. স্তানিলাস ভাভরিঙ্কা
উত্তরঃ স্তানিলাস ভাভরিঙ্কা
27. ২০১৫ সালে ফ্রেঞ্চ ওপেনে মহিলা এককে চ্যাম্পিয়ন কে?
- ক. মারিয়া শারাপোভা
- খ. ভিক্টোরিয়া আজারেঙ্কা
- গ. সেরেনা উইলিয়ামস
- ঘ. পেত্রা কেভিতোভা
উত্তরঃ সেরেনা উইলিয়ামস
29. ১৩তম এশিয়া কাপ ক্রিকেট কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. ২৪ ফেব্রুয়ারি - ৬ মার্চ ২০১৬, ভারত
- খ. ২৪ ফেব্রুয়ারি - ৬ মার্চ ২০১৬, পাকিস্তান
- গ. ২৪ ফেব্রুয়ারি - ৬ মার্চ ২০১৬, বাংলাদেশ
- ঘ. ২৪ ফেব্রুয়ারি - ৬ মার্চ ২০১৬, শ্রীলংকা
উত্তরঃ ২৪ ফেব্রুয়ারি - ৬ মার্চ ২০১৬, বাংলাদেশ
30. ২০১৬ সালের এশিয়া কাপ ক্রিকেট প্রথমবারের মত কোন ফরম্যাটে অনুষ্ঠিত হবে?
- ক. ওডিআই
- খ. টি-২০
- গ. টেস্ট
- ঘ. প্রো-৪০
উত্তরঃ টি-২০
31. EURO-2016 এর মাস্কট এর নাম কি?
- ক. স্টাম্পি
- খ. সুপার ভিক্টর
- গ. ফুলেকো
- ঘ. গোলিও
উত্তরঃ সুপার ভিক্টর
32. এক বছরে সর্বোচ্চ ছক্কা মারেন কোন খেলোয়াড়?
- ক. এ বি ডি ভিলিয়ার্স
- খ. শহীদ আফ্রিদি
- গ. ক্রিস গেইল
- ঘ. রহিত শর্মা
উত্তরঃ এ বি ডি ভিলিয়ার্স
33. 'হোয়াইটওয়াশ' শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত?
- ক. টেনিস
- খ. ফুটবল
- গ. ক্রিকেট
- ঘ. হকি
উত্তরঃ ক্রিকেট
34. ২০২২ সালে প্রথম মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কোন দেশ?
- ক. মিশর
- খ. কাতার
- গ. সৌদি আরব
- ঘ. নাইজেরিয়া
উত্তরঃ কাতার
35. ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস কত?
- ক. ৩২৫/৫
- খ. ৩১৫/৭
- গ. ৩৪০/৮
- ঘ. ৩২৯/৬
উত্তরঃ ৩২৯/৬
36. বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত (২০১৫) কতটি দ্বিপক্ষীয় সিরিজ জয়লাভ করেছে?
- ক. ১০ টি
- খ. ১২ টি
- গ. ১৮ টি
- ঘ. ১৭ টি
উত্তরঃ ১৭ টি
37. প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে টানা দুই ম্যাচে সেঞ্চুরিয়ান কে?
- ক. মোহাম্মদ আশরাফুল
- খ. সাকিব আল হাসান
- গ. তামিম ইকবাল
- ঘ. মাহমুদুল্লাহ রিয়াদ
উত্তরঃ তামিম ইকবাল
38. ২০১৫ সালে কোপা আমেরিকা ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- ক. উরুগুয়ে
- খ. চিলি
- গ. ব্রাজিল
- ঘ. আর্জেন্টিনা
উত্তরঃ চিলি
39. ২০১৫ সালের ফিফা মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- ক. ব্রাজিল
- খ. ফ্রান্স
- গ. জার্মানি
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ যুক্তরাষ্ট্র
40. ফিফা মহিলা বিশ্বকাপের ফাইনালে প্রথম হাটট্রিক করেন কে?
- ক. লুসি ব্রোনজ (ইংল্যান্ড)
- খ. মার্তা (ব্রাজিল)
- গ. কার্লি লয়েড (যুক্তরাষ্ট্র)
- ঘ. মিয়া হাম (যুক্তরাষ্ট্র)
উত্তরঃ কার্লি লয়েড (যুক্তরাষ্ট্র)
41. বর্তমানে (২০১৫) টি২০ ক্রিকেটে বাংলাদেশের সর্বাধিক উইকেটের অধিকারী কে?
- ক. শফিউল ইসলাম
- খ. আব্দুর রাজ্জাক
- গ. মাশরাফি বিন মর্তুজা
- ঘ. সাকিব আল হাসান
উত্তরঃ সাকিব আল হাসান
42. ১০ জুলাই ২০১৫ ওয়ানডে ক্রিকেটের ৩৯তম হ্যাটট্রিক করেন কে?
- ক. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
- খ. তাইজুল ইসলাম (বাংলাদেশ)
- গ. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
- ঘ. কাগিসো রাবাদা (দ. আফ্রিকা)
উত্তরঃ কাগিসো রাবাদা (দ. আফ্রিকা)
43. ২০১৫ সালে ফিফা ব্যালন ডি'অর পুরস্কার লাভ করে কে?
- ক. ম্যানুয়েল নয়্যার (জার্মানি)
- খ. নেইমার জুনিয়র (ব্রাজিল)
- গ. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল)
- ঘ. লিওনেল মেসি (আর্জেন্টিনা)
উত্তরঃ লিওনেল মেসি (আর্জেন্টিনা)
44. ২০১৫ সালের ১১তম সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- ক. বাংলাদেশ
- খ. ভারত
- গ. আফগানিস্তান
- ঘ. নেপাল
উত্তরঃ ভারত
45. ২০১৭ সালে ১২তম সাফ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. মালদ্বীপ
- খ. ভুটান
- গ. বাংলাদেশ
- ঘ. আফগানিস্তান
উত্তরঃ বাংলাদেশ
46. চতুর্থ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০১৬ এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- ক. বাংলাদেশ
- খ. ভারত
- গ. নেপাল
- ঘ. বাহরাইন
উত্তরঃ নেপাল
47. প্রথম বাংলাদেশী হিসেবে কে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট লাভ করে?
- ক. আব্দুর রাজ্জাক
- খ. মাশরাফি বিন মর্তুজা
- গ. সাকিব আল হাসান
- ঘ. রুবেল হোসেন
উত্তরঃ সাকিব আল হাসান
48. ২০১৫ সালের ফিফা বর্ষসেরা নারী ফুটবলার কে?
- ক. অ্যায়া মাইয়ামা (জাপান)
- খ. মিয়া হাম (যুক্তরাষ্ট্র)
- গ. কার্লি লয়েড (যুক্তরাষ্ট্র)
- ঘ. সেলিয়া সাশিক (জার্মানি)
উত্তরঃ কার্লি লয়েড (যুক্তরাষ্ট্র)
49. ১২তম সাউথ এশিয়ান (SA) গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. ভারত
- খ. বাংলাদেশ
- গ. পাকিস্তান
- ঘ. মালদ্বীপ
উত্তরঃ ভারত
50. ১২তম সাউথ এশিয়ান (SA) গেমস কখন অনুষ্ঠিত হবে?
- ক. ১০-২০ জানুয়ারি ২০১৬
- খ. ১০-২০ ডিসেম্বর ২০১৫
- গ. ১০-২০ ফেব্রুয়ারি ২০১৬
- ঘ. ১৮-২৮ জানুয়ারি ২০১৬
উত্তরঃ ১০-২০ জানুয়ারি ২০১৬