খেলাধুলা

1. ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি (৩১ বলে) এবং হাফ সেঞ্চুরির (১৬ বলে) বিশ্বরেকর্ডধারী কে?

  • ক. ক্রিস গেইল (ওয়েষ্ট ইন্ডিজ)
  • খ. কোরি জে অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)
  • গ. এ বি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা)
  • ঘ. সনাৎ জয়সুরিয়া

উত্তরঃ এ বি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা)

বিস্তারিত

2. ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কা (১৬টি) মারার রেকর্ডধারী কে?

  • ক. ক্রিস গেইল, রোহিত শর্মা ও এ বি ডি ভিলিয়ার্স
  • খ. শহিদ আফ্রিদি, ক্রিস গেইল ও কোরি জে অ্যান্ডারসন
  • গ. রোহিত শর্মা, শহিদ আফ্রিদি ও ক্রিস গেইল
  • ঘ. এ বি ডি ভিলিয়ার্স, শহিদ আফ্রিদি ও রোহিত শর্মা

উত্তরঃ ক্রিস গেইল, রোহিত শর্মা ও এ বি ডি ভিলিয়ার্স

বিস্তারিত

3. ২০১৪ সালের ফিফা-ব্যালন ডি'অর বিজয়ী কে?

  • ক. লিওনেল মেসি
  • খ. গ্যারেথ বেল
  • গ. ম্যানুয়েল নিউয়্যার
  • ঘ. ক্রিশ্চিয়ানো রোনালদো

উত্তরঃ ক্রিশ্চিয়ানো রোনালদো

বিস্তারিত

4. প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ানডে'তে অভিষেক অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেন কে?

  • ক. মাইকেল ক্লার্ক
  • খ. এ বি ডি ভিলিয়ার্স
  • গ. স্টিভেন স্মিথ
  • ঘ. ভিরাট কোহলি

উত্তরঃ স্টিভেন স্মিথ

বিস্তারিত

5. আই সি সি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০১৫ এর উদ্বোধনী খেলা কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ১৪ ফেব্রুয়ারি ২০১৫
  • খ. ১২ ফেব্রুয়ারি ২০১৫
  • গ. ১৬ ফেব্রুয়ারি ২০১৫
  • ঘ. ১৫ ফেব্রুয়ারি ২০১৫

উত্তরঃ ১৪ ফেব্রুয়ারি ২০১৫

বিস্তারিত

6. আই সি সি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০১৫ এর ফাইনাল খেলা কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ১৮ মার্চ ২০১৫
  • খ. ২০ মার্চ ২০১৫
  • গ. ২৯ মার্চ ২০১৫
  • ঘ. ১৫ মার্চ ২০১৫

উত্তরঃ ২৯ মার্চ ২০১৫

বিস্তারিত

7. ২০১৫ আই সি সি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের সর্বকনিষ্ঠ খেলোয়ার কে?

  • ক. কুমার সাঙ্গাকারা
  • খ. তাসকিন আহমেদ
  • গ. উসমান গণি
  • ঘ. মোহাম্মদ তৌকির

উত্তরঃ উসমান গণি

বিস্তারিত

8. ২০১৫ আই সি সি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের বয়োজোষ্ঠ খেলোয়ার কে?

  • ক. জেসন হোল্ডার
  • খ. উসমান গণি
  • গ. খুররাম খান
  • ঘ. তাসকিন আহমেদ

উত্তরঃ খুররাম খান

বিস্তারিত

9. ২০১৫ আই সি সি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়ার কে?

  • ক. তিলকরত্নে দিলশান
  • খ. মাহেলা জয়াবর্ধনে
  • গ. কুমার সাঙ্গাকারা
  • ঘ. মহেন্দ্র সিং ধোনি

উত্তরঃ মাহেলা জয়াবর্ধনে

বিস্তারিত

10. ২০১৫ আই সি সি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ কোন দলের বিরুদ্ধে খেলে?

  • ক. অস্ট্রেলিয়া
  • খ. আফগানিস্তান
  • গ. শ্রীলংকা
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ আফগানিস্তান

বিস্তারিত

11. আই সি সি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০১৫ এর ফাইনাল খেলা কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. নেপিয়ার
  • খ. অকল্যান্ড
  • গ. মেলবোর্ন
  • ঘ. সিডনি

উত্তরঃ মেলবোর্ন

বিস্তারিত

12. ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেন কে?

  • ক. গ্লেন ম্যাকগ্রা
  • খ. ব্রেট লি
  • গ. সাকলাইন মোস্তাক
  • ঘ. তাইজুল ইসলাম

উত্তরঃ তাইজুল ইসলাম

বিস্তারিত

13. ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেকের পর টানা দুই ম্যাচে পাঁচ উইকেট লাভ করেন কোন বলার?

  • ক. ওয়াকার ইউনূস (পাকিস্তান)
  • খ. ব্রেট লি (অস্ট্রলিয়া)
  • গ. লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা)
  • ঘ. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

উত্তরঃ মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

বিস্তারিত

14. বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস কত?

  • ক. ৩১৯ রান
  • খ. ৩২০ রান
  • গ. ৩২২ রান
  • ঘ. ৩১৮ রান

উত্তরঃ ৩২২ রান

বিস্তারিত

15. বিশ্বকাপ ক্রিকেটে পরপর ৪ ম্যাচে সেঞ্চুরিয়ান কে?

  • ক. ক্রিস গেইল (ওয়েষ্ট ইন্ডিজ)
  • খ. এ বি ডি ভিলিয়ার্স (দক্ষিন আফ্রিকা)
  • গ. কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা)
  • ঘ. রহিত শর্মা (ভারত)

উত্তরঃ কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা)

বিস্তারিত

16. বিশ্বকাপ ক্রিকেটে প্রথম বাংলাদেশী সেঞ্চুরিয়ান কে?

  • ক. মুশফিকুর রহিম
  • খ. তামিম ইকবাল খান
  • গ. মাহমুদুল্লাহ রিয়াদ
  • ঘ. মেহেরাব হোসেন অপি

উত্তরঃ মাহমুদুল্লাহ রিয়াদ

বিস্তারিত

17. বিশ্বকাপ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ২৩৭* রানের অধিকারী কে?

  • ক. ক্রিস গেইল (ওয়েষ্ট ইন্ডিজ)
  • খ. এ বি ডি ভিলিয়ার্স (দক্ষিন আফ্রিকা)
  • গ. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)
  • ঘ. রহিত শর্মা (ভারত)

উত্তরঃ মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)

বিস্তারিত

18. কাতারে অনুষ্ঠিত ২২তম বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে--

  • ক. ২২ ডিসেম্বর ২০২২
  • খ. ১৮ ডিসেম্বর ২০২২
  • গ. ১৬ ডিসেম্বর ২০২২
  • ঘ. ২০ ডিসেম্বর ২০২২

উত্তরঃ ১৮ ডিসেম্বর ২০২২

বিস্তারিত

19. প্রথম শ্রেণীর ক্রিকেটে ইনিংসে সর্বাধিক ছক্কা মারেন কে?

  • ক. জেসি রাইডার
  • খ. কলিন মনরো
  • গ. এ বি ডি ভিলিয়ার্স
  • ঘ. রহিত শর্মা

উত্তরঃ কলিন মনরো

বিস্তারিত

20. বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) চ্যাম্পিয়ন কোন দেশ?

  • ক. ভারত
  • খ. নিউজিল্যান্ড
  • গ. অস্ট্রেলিয়া
  • ঘ. দক্ষিন আফ্রিকা

উত্তরঃ অস্ট্রেলিয়া

বিস্তারিত

21. বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) রানার্স আপ কোন দেশ?

  • ক. ভারত
  • খ. নিউজিল্যান্ড
  • গ. অস্ট্রেলিয়া
  • ঘ. দক্ষিন আফ্রিকা

উত্তরঃ নিউজিল্যান্ড

বিস্তারিত

22. বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) ম্যান অব দ্য টুর্নামেন্ট কে?

  • ক. কুমার সাঙ্গাকারা
  • খ. মিচেল স্টার্ক
  • গ. এ বি ডি ভিলিয়ার্স
  • ঘ. রহিত শর্মা

উত্তরঃ মিচেল স্টার্ক

বিস্তারিত

23. বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) ম্যান অব দ্য ফাইনাল কে?

  • ক. মার্টিন গাপটিল
  • খ. ব্রেন্ডন মাককালাম
  • গ. মিচেল স্টার্ক
  • ঘ. জেমস ফকনার

উত্তরঃ জেমস ফকনার

বিস্তারিত

24. ২৪ মার্চ ২০১৫ উয়েফা কাকে পরবর্তী ৪ বছরের জন্য সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করে?

  • ক. জিনেদিন জিদান
  • খ. পাওলো মালদিনী
  • গ. মিশেল প্লাতিনি
  • ঘ. ইয়োহান ক্রুইফ

উত্তরঃ মিশেল প্লাতিনি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects