বাংলাদেশ বিষয়াবলি

1. ১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?

  • ক. ৭ মার্চ ১৯৭১ খৃঃ
  • খ. ২৬ মার্চ ১৯৭১ খৃঃ
  • গ. ১০ এপ্রিল ১৯৭১ খৃঃ
  • ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১ খৃঃ

উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১ খৃঃ

বিস্তারিত

2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জম্মগ্রহণ করেন?

  • ক. ১ মার্চ ১৯১৯ খঃ
  • খ. ১৭ মার্চ ১৯২০ খৃঃ
  • গ. ১৪ আগস্ট ১৯৪৭ খৃঃ
  • ঘ. ২১ জুন ১৯৪১ খৃঃ

উত্তরঃ ১৭ মার্চ ১৯২০ খৃঃ

বিস্তারিত

3. বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?

  • ক. নোয়াখালী
  • খ. ফেনী
  • গ. লালমনিরহাট
  • ঘ. সাতক্ষীরা

উত্তরঃ ফেনী

বিস্তারিত

4. বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে?

  • ক. ১৯৪৭ খৃঃ
  • খ. ১৯৫৮ খৃঃ
  • গ. ১৯৬৪ খৃঃ
  • ঘ. ১৯৬৫ খৃঃ

উত্তরঃ ১৯৬৪ খৃঃ

বিস্তারিত

5. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ৭ মার্চ ১৯৭৩ খৃঃ
  • খ. ৭ এপ্রিল ১৯৭৩ খৃঃ
  • গ. ১৬ ডিসেম্বর ১৯৭২ খৃঃ
  • ঘ. ৭ ডিসেম্বর ১৯৭২ খৃঃ

উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩ খৃঃ

বিস্তারিত

6. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে?

  • ক. ১৭৫৭ খৃঃ
  • খ. ১৭৭০ খৃঃ
  • গ. ১৮৫৭ খৃঃ
  • ঘ. ১৭৯৩ খৃঃ

উত্তরঃ ১৭৯৩ খৃঃ

বিস্তারিত

7. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?

  • ক. এ,ডি,বি
  • খ. বিশ্বব্যাংক
  • গ. জাইকা
  • ঘ. আই,এম,এফ

উত্তরঃ বিশ্বব্যাংক

বিস্তারিত

8. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?

  • ক. গোমতী
  • খ. জিঞ্জিরাম
  • গ. নাফ
  • ঘ. কর্ণফুলী

উত্তরঃ নাফ

বিস্তারিত

9. বাংলাদেশে শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?

  • ক. অর্থ মন্ত্রণালয়
  • খ. প্রধানমন্ত্রীর কার্যালয়
  • গ. বাংলাদেশ ব্যাংক
  • ঘ. সিকিউরিটিজ একচেঞ্জ

উত্তরঃ সিকিউরিটিজ একচেঞ্জ

বিস্তারিত

11. পূর্বাশা দ্বীপের অপর নাম কি?

  • ক. নিঝুম দ্বীপ
  • খ. সন্দ্বীপ
  • গ. দক্ষিণ তালপট্রি
  • ঘ. কুতুবদিয়া

উত্তরঃ দক্ষিণ তালপট্রি

বিস্তারিত

12. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?

  • ক. যশোর
  • খ. কুষ্টিয়া
  • গ. মেহেরপুর
  • ঘ. চুয়াডাঙ্গা

উত্তরঃ মেহেরপুর

বিস্তারিত

13. বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?

  • ক. ভোলা
  • খ. নোয়াখালী
  • গ. চট্রগাম
  • ঘ. কক্সবাজার

উত্তরঃ কক্সবাজার

বিস্তারিত

14. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কী?

  • ক. প্রবাসী শ্রমিক
  • খ. পাট
  • গ. রেডিমেট গার্মেন্টস
  • ঘ. চামড়া

উত্তরঃ রেডিমেট গার্মেন্টস

বিস্তারিত

15. শালবন বিহার কোথায়?

  • ক. গাজীপুর
  • খ. মধুপুর
  • গ. রাজবাড়ী
  • ঘ. কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে

উত্তরঃ কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে

বিস্তারিত

16. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

  • ক. টিএসসি মোড়ে
  • খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  • গ. রেসকোর্স ময়দানে
  • ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

বিস্তারিত

17. বাংলাদেশর প্রথম প্রধান সেনাপতি কে ছিলেণ?

  • ক. মেঃ জেঃ জিয়াউর রহমান
  • খ. মেঃ জেঃ সফিউল্লা
  • গ. লেঃ জেঃ এইচ, এম এরশাদ
  • ঘ. জেঃ আতাউল গনি ওসমানি

উত্তরঃ জেঃ আতাউল গনি ওসমানি

বিস্তারিত

18. বাংলাদেশের রাজধানী কোথায়?

  • ক. ঢাকা উত্তর
  • খ. ঢাকা দক্ষিণ
  • গ. ঢাকা
  • ঘ. শেরে বাংলা নগর

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

19. শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালাটি কোথায়?

  • ক. ঢাকায়
  • খ. ময়মনসিংহে
  • গ. চট্রগাম
  • ঘ. নড়াইলে

উত্তরঃ ময়মনসিংহে

বিস্তারিত

20. বাংলাদেশের কোন ছবি সম্প্রতি ‘কোলকাতা ফিলম ফেস্টিভাল’ পুরস্কার লাভ করে?

  • ক. ওরা এগার জন
  • খ. গেরিলা
  • গ. আবার তোরা মানুষ হ
  • ঘ. স্টপ জেনোসাইড

উত্তরঃ গেরিলা

বিস্তারিত

22. বাংলাদেশের কৃ্ষিতে ‘দোয়েল’-

  • ক. জাতীয় পাখির নাম
  • খ. কৃষি সংস্থার নাম
  • গ. উন্নত জাতের গমের নাম
  • ঘ. কৃষি যন্ত্রের নাম

উত্তরঃ উন্নত জাতের গমের নাম

বিস্তারিত

24. তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?

  • ক. করিমগঞ্জ
  • খ. খোয়াই
  • গ. পেট্রাপল
  • ঘ. ডাউকি

উত্তরঃ ডাউকি

বিস্তারিত

25. BTRC -এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?

  • ক. Bangladesh Telephone Regulatory Commission
  • খ. Bangladesh Telecommunication Regulatory Commission
  • গ. Bangladesh Telecom Regulatory Commission
  • ঘ. Bangladesh Telephone and Regulatory Commission

উত্তরঃ Bangladesh Telecommunication Regulatory Commission

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 8 months ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects