Translation English to Bangla
- ক. গাছটি ফুলে ফুলে ভরা
- খ. গাছটিতে ফুল ধরেছে
- গ. গাছটি ফুলে ফুলে ছেয়ে গেছে
- ঘ. গাছে ফুলের সমারোহ
উত্তরঃ গাছটিতে ফুল ধরেছে
27. Patience is better but its fruit is sweet.
- ক. ধৈর্য্য তেতো হলেও তা মিষ্টি
- খ. মিষ্টি ফল টক হয় ন
- গ. ধৈর্য্য ধর মিষ্টি ফল পাবে
- ঘ. সবুরে মেওয়া ফলে
উত্তরঃ সবুরে মেওয়া ফলে
28. I cannot stand rich dishes.
- ক. আমি গরম থালার পাশে দাঁড়াতে পারি না
- খ. গুরুপাক খাবার আমার সহ্য হয় না
- গ. দামি থালার পাশে আমি দাঁড়াতে পারি না
- ঘ. গুরুপাক খাবারে আমার আগ্রহ নেই
উত্তরঃ গুরুপাক খাবার আমার সহ্য হয় না
29. I wonder where he may be now
- ক. সে এখন কোথায় আছে তাই ভাবছি
- খ. আমি অবাক সে কোথায় আছে
- গ. আমি জানি সে কোথায় আছে
- ঘ. আমি জানি সে এখন কোথায় আছে
উত্তরঃ সে এখন কোথায় আছে তাই ভাবছি
- ক. তিনি আমাকে এটা জিজ্ঞেস করলেন
- খ. তিনি আমাকে এটা জিজ্ঞেস করেছিলেন
- গ. তিনি আমাকে এটা করতে বলেছিলেন
- ঘ. তিনি আমাকে এটা জিজ্ঞেস করতে বলেছিলেন
উত্তরঃ তিনি আমাকে এটা করতে বলেছিলেন
31. The man is in great trouble.
- ক. লোকটা মহাসঙ্কটে পড়েছে
- খ. লোকটা বিপদে পড়েছে
- গ. লোকটা সমস্যায় পড়েছে
- ঘ. লোকটা খুবই অসহায়
উত্তরঃ লোকটা মহাসঙ্কটে পড়েছে
32. Suddenly he began to weeping.
- ক. হটাৎ সে কাঁদছে
- খ. হটাৎ সে কাঁদতে শুরু করল
- গ. হটাৎ সে কাঁদতে শুরু করেছে
- ঘ. হটাৎ সে কাঁদতে শুরু করে
উত্তরঃ হটাৎ সে কাঁদতে শুরু করল
- ক. পাখিরা কি গান করছিল?
- খ. পাখিরা কি গান করেছে?
- গ. পাখিরা কি কিচিরমিচির করছিল?
- ঘ. পাখিরা কি কিচিরমিচির করছে?
উত্তরঃ পাখিরা কি কিচিরমিচির করছিল?
34. He used to come here every week
- ক. তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসেন
- খ. তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন
- গ. তিনি প্রত্যেক সপ্তাহে এখানে এসেছিলেন
- ঘ. তিনি প্রত্যেক সপ্তাহেে এখানে এসে থাকবেন
উত্তরঃ তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন
35. He starts for London tonight.
- ক. সে আজ রাতে লন্ডন যায়
- খ. সে আজ রাতে লন্ডন যাত্রা করে
- গ. সে আজ রাতে লন্ডন শুরু করে
- ঘ. সে আজ রাতে লন্ডন রওয়ানা হবে
উত্তরঃ সে আজ রাতে লন্ডন রওয়ানা হবে
36. He starts for london tonight.
- ক. সে আজ রাতে লন্ডন যায়
- খ. সে আজ রাতে লঅন্দন শুরু করে
- গ. সে আজ রাতে লন্ডন যাত্রা করে
- ঘ. সে আজ রাতে লন্ডন রওয়ানা হবে
উত্তরঃ সে আজ রাতে লন্ডন রওয়ানা হবে
37. এটা কি ধরনের ফুল
- ক. what kind of flower this is?
- খ. This is what kind of flower?
- গ. What kind of flower that is?
- ঘ. What kind of flower is it?
উত্তরঃ What kind of flower is it?
38. ইংরেজি প্রবাদ 'Look before you leap' - এর অর্থ কী?
- ক. কাজের ভাবনা কেন
- খ. কাজ করতে ভাবিও
- গ. ভাবিয়া চিন্তিয়া কাজ কর
- ঘ. ভাবিয়া করিও কাজ
উত্তরঃ ভাবিয়া করিও কাজ
39. The day is declining - what is the Bengali meaning of the sentence?
- ক. দিনকাল খারাপ যাচ্ছে
- খ. বেলা পড়ে আসছে
- গ. সময় নষ্ট হচ্ছে
- ঘ. দিন অধঃপতনে যাচ্ছে
উত্তরঃ বেলা পড়ে আসছে