Translation English to Bangla

26. The tree is in flowers.

  • ক. গাছটি ফুলে ফুলে ভরা
  • খ. গাছটিতে ফুল ধরেছে
  • গ. গাছটি ফুলে ফুলে ছেয়ে গেছে
  • ঘ. গাছে ফুলের সমারোহ

উত্তরঃ গাছটিতে ফুল ধরেছে

বিস্তারিত

27. Patience is better but its fruit is sweet.

  • ক. ধৈর্য্য তেতো হলেও তা মিষ্টি
  • খ. মিষ্টি ফল টক হয় ন
  • গ. ধৈর্য্য ধর মিষ্টি ফল পাবে
  • ঘ. সবুরে মেওয়া ফলে

উত্তরঃ সবুরে মেওয়া ফলে

বিস্তারিত

28. I cannot stand rich dishes.

  • ক. আমি গরম থালার পাশে দাঁড়াতে পারি না
  • খ. গুরুপাক খাবার আমার সহ্য হয় না
  • গ. দামি থালার পাশে আমি দাঁড়াতে পারি না
  • ঘ. গুরুপাক খাবারে আমার আগ্রহ নেই

উত্তরঃ গুরুপাক খাবার আমার সহ্য হয় না

বিস্তারিত

29. I wonder where he may be now

  • ক. সে এখন কোথায় আছে তাই ভাবছি
  • খ. আমি অবাক সে কোথায় আছে
  • গ. আমি জানি সে কোথায় আছে
  • ঘ. আমি জানি সে এখন কোথায় আছে

উত্তরঃ সে এখন কোথায় আছে তাই ভাবছি

বিস্তারিত

30. He asked me to do it.

  • ক. তিনি আমাকে এটা জিজ্ঞেস করলেন
  • খ. তিনি আমাকে এটা জিজ্ঞেস করেছিলেন
  • গ. তিনি আমাকে এটা করতে বলেছিলেন
  • ঘ. তিনি আমাকে এটা জিজ্ঞেস করতে বলেছিলেন

উত্তরঃ তিনি আমাকে এটা করতে বলেছিলেন

বিস্তারিত

31. The man is in great trouble.

  • ক. লোকটা মহাসঙ্কটে পড়েছে
  • খ. লোকটা বিপদে পড়েছে
  • গ. লোকটা সমস্যায় পড়েছে
  • ঘ. লোকটা খুবই অসহায়

উত্তরঃ লোকটা মহাসঙ্কটে পড়েছে

বিস্তারিত

32. Suddenly he began to weeping.

  • ক. হটাৎ সে কাঁদছে
  • খ. হটাৎ সে কাঁদতে শুরু করল
  • গ. হটাৎ সে কাঁদতে শুরু করেছে
  • ঘ. হটাৎ সে কাঁদতে শুরু করে

উত্তরঃ হটাৎ সে কাঁদতে শুরু করল

বিস্তারিত

33. Were the birds chirping?

  • ক. পাখিরা কি গান করছিল?
  • খ. পাখিরা কি গান করেছে?
  • গ. পাখিরা কি কিচিরমিচির করছিল?
  • ঘ. পাখিরা কি কিচিরমিচির করছে?

উত্তরঃ পাখিরা কি কিচিরমিচির করছিল?

বিস্তারিত

34. He used to come here every week

  • ক. তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসেন
  • খ. তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন
  • গ. তিনি প্রত্যেক সপ্তাহে এখানে এসেছিলেন
  • ঘ. তিনি প্রত্যেক সপ্তাহেে এখানে এসে থাকবেন

উত্তরঃ তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন

বিস্তারিত

35. He starts for London tonight.

  • ক. সে আজ রাতে লন্ডন যায়
  • খ. সে আজ রাতে লন্ডন যাত্রা করে
  • গ. সে আজ রাতে লন্ডন শুরু করে
  • ঘ. সে আজ রাতে লন্ডন রওয়ানা হবে

উত্তরঃ সে আজ রাতে লন্ডন রওয়ানা হবে

বিস্তারিত

36. He starts for london tonight.

  • ক. সে আজ রাতে লন্ডন যায়
  • খ. সে আজ রাতে লঅন্দন শুরু করে
  • গ. সে আজ রাতে লন্ডন যাত্রা করে
  • ঘ. সে আজ রাতে লন্ডন রওয়ানা হবে

উত্তরঃ সে আজ রাতে লন্ডন রওয়ানা হবে

বিস্তারিত

37. এটা কি ধরনের ফুল

  • ক. what kind of flower this is?
  • খ. This is what kind of flower?
  • গ. What kind of flower that is?
  • ঘ. What kind of flower is it?

উত্তরঃ What kind of flower is it?

বিস্তারিত

38. ইংরেজি প্রবাদ 'Look before you leap' - এর অর্থ কী?

  • ক. কাজের ভাবনা কেন
  • খ. কাজ করতে ভাবিও
  • গ. ভাবিয়া চিন্তিয়া কাজ কর
  • ঘ. ভাবিয়া করিও কাজ

উত্তরঃ ভাবিয়া করিও কাজ

বিস্তারিত

39. The day is declining - what is the Bengali meaning of the sentence?

  • ক. দিনকাল খারাপ যাচ্ছে
  • খ. বেলা পড়ে আসছে
  • গ. সময় নষ্ট হচ্ছে
  • ঘ. দিন অধঃপতনে যাচ্ছে

উত্তরঃ বেলা পড়ে আসছে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects