পরিসংখ্যানগড় ও সম্ভাবনা
- ক. ৪৮ বছর
- খ. ৫২ বছর
- গ. ৫০ বছর
- ঘ. ৫৬ বছর
উত্তরঃ ৫০ বছর
4. তিন ভাই-বোনের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ ভাই-বোনের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?
- ক. ৪৮ বছর
- খ. ৫০ বছর
- গ. ৫২ বছর
- ঘ. ৬০ বছর
উত্তরঃ ৫২ বছর
5. .০২, .০০৮, ১.০০২, ৪০.০১২, ও x এর গড় ১২.২১২৪, x এর মান হচ্ছে--
- ক. ২০.০০২
- খ. ২০.০২০
- গ. ২০.২০০
- ঘ. ২০.০২২
উত্তরঃ ২০.০২০
6. তিন ভাইয়ের দুইজন দুইজন করে নেয়া গড় বয়স ২২ বছর, ১৮ বছর ও ১৬ বছর। সবচেয়ে ছোট ভাইয়ের বয়স কত?
- ক. ১৪ বছর
- খ. ১২ বছর
- গ. ১৩ বছর
- ঘ. ১৫ বছর
উত্তরঃ ১২ বছর
7. পরপর সাজানো পাঁচটি সংখ্যার গাণিতিক গড় ১২ হলে ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যার যোগফল কোনটি?
- ক. ২৬
- খ. ২৪
- গ. ২২
- ঘ. ১৮
উত্তরঃ ২৪
8. তিনটি পরপর মৌলিক সংখ্যার গড় ১৯.৬৭ হয় তবে সংখ্যা তিনটি কত?
- ক. ১৭, ১৯, ২৩
- খ. ১৩, ১৭, ১৯
- গ. ১৯, ২৩, ২৯
- ঘ. ২৩, ২৯, ৩১
উত্তরঃ ১৭, ১৯, ২৩
- ক. ৪৫ কেজি
- খ. ৪০ কেজি
- গ. ৫২ কেজি
- ঘ. ৬১ কেজি
উত্তরঃ ৬১ কেজি
12. ৮.৭৫, ৩৭.৯, ৫৮.০৫, ৩১.৭৫, ৭০.৩৩ ও ২৭.৬৬ সংখ্যাগুলোর গড় কত?
- ক. ৩৫.৭৫
- খ. ৩৯.০৭
- গ. ৪১.০৯
- ঘ. ৩৬.৭৫
উত্তরঃ ৩৯.০৭
13. ৭, ১৪ ও ২১ এর গাণিতিক গড় ৯, ১৫ ও কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
- ক. ১৮
- খ. ১২
- গ. ১৪
- ঘ. ২০
উত্তরঃ ১৮
- ক. ৪১ বছর ৫ মাস
- খ. ৪৪ বছর ৮ মাস
- গ. ৪৫ বছর ৬ মাস
- ঘ. ৪২ বছর ৫ মাস
উত্তরঃ ৪২ বছর ৫ মাস
15. জুন মাসের দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ০.৬৩ সে.মি.। ঐ মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত?
- ক. ২০.৪৫ সে.মি.
- খ. ১৮.৯ সে.মি.
- গ. ২২.৬৩ সে.মি.
- ঘ. ২৩.৪৫ সে.মি.
উত্তরঃ ১৮.৯ সে.মি.
17. নিচের কোনটি রাশির গড় নির্দেশ করে?
- ক. রাশির সমষ্টি * রাশির সংখ্যা
- খ. রাশির সমষ্টি/রাশির সংখ্যা
- গ. রাশির সংখ্যা/রাশির সমষ্টি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ রাশির সমষ্টি/রাশির সংখ্যা
20. তিনজন লোকের ওজনের গড় ৫৩ কেজি। এদের কারো ওজন ৫১ কেজির কম নয়। এদের একজনের ওজন সর্বোচ্চ হবে--
- ক. ৫৯ কেজি
- খ. ৫৭ কেজি
- গ. ৫৫ কেজি
- ঘ. ৫৩ কেজি
উত্তরঃ ৫৭ কেজি
22. ২০০০ সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ছিল ০.৬৫ সে.মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
- ক. ২০ সেমি
- খ. ১৮.৮৫ সেমি
- গ. ১৯.৫ সেমি
- ঘ. ১৮.২ সেমি
উত্তরঃ ১৮.৮৫ সেমি
- ক. ৯৫ রান
- খ. ১০০ রান
- গ. ৪৫ রান
- ঘ. ৫৫ রান
উত্তরঃ ৯৫ রান
24. ১০ টি সংখ্যার যোগফল ৪০০। এদের প্রথম ৬ টির গড় ৪০ এবং শেষ ৬ টির গড় ৩০। ষষ্ঠ সংখ্যাটি কত?
- ক. ৪০
- খ. ২০
- গ. ৩০
- ঘ. ২৫
উত্তরঃ ২০
- ক. ২০
- খ. ১৮
- গ. ১৬
- ঘ. ১৪
উত্তরঃ ১৬