ভাষারীতি ও যতি বা ছেদ চিহ্ন
- ক. ঢাকা, গোলাপ
- খ. রাজপুত, সহযাত্রা
- গ. গায়ক, বাবুয়ানা
- ঘ. হস্তী, বাঁশি
উত্তরঃ গায়ক, বাবুয়ানা
82. বাংলা ভাষায় অর্ধ-তৎসম শব্দগুলো এসেছে কোন ভাষার শব্দযোগে গঠিত?
- ক. ল্যাটিন
- খ. পর্তুগিজ
- গ. ফারসি
- ঘ. সংস্কৃত
উত্তরঃ সংস্কৃত
83. 'হেডমৌলভী' কোন কোন ভাষার শব্দযোগে গঠিত?
- ক. ইংরেজি + পর্তুগিজ
- খ. তুর্কি + আরবি
- গ. ইংরেজি + আরবি
- ঘ. ইংরেজি + ফার্সি
উত্তরঃ ইংরেজি + ফার্সি
84. 'জান্নাত ও বেহেশত' শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে?
- ক. ফারসি
- খ. জাপানি
- গ. ওলন্দাজ
- ঘ. পর্তুগিজ
উত্তরঃ ফারসি
86. 'আলমারি' 'চাবি' শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
- ক. আরবি
- খ. ফারসি
- গ. পর্তুগিজ
- ঘ. গুজরাটি
উত্তরঃ পর্তুগিজ
91. করেছে, করেছেন, করেছো- একই শব্দের এ তিনটি রূপ কি কারণে ব্যবহৃত হয়?
- ক. সমাস
- খ. কারক বিভক্তি
- গ. মর্যাদাভেদে
- ঘ. লিঙ্গভেদে
উত্তরঃ মর্যাদাভেদে
- ক. টেবিল, চেয়ার
- খ. লুঙ্গি, ফুঙ্গি
- গ. চাল, চুলা
- ঘ. চা, চিনি
উত্তরঃ চাল, চুলা
93. ক্যারাটে, জুতো, বিকশা কোন দেশী শব্দ?
- ক. অস্ট্রেলিয়ান
- খ. চীনা
- গ. জাপানি
- ঘ. জার্মানি
উত্তরঃ জাপানি
98. যথাক্রমে আরবি, ফারসি ও ইংরেজি থেকে আগত শব্দ--
- ক. কসাই, জাঁদরেল, মশাল
- খ. আস্তাবল, গেরো, কৈফিয়ৎ
- গ. সরঞ্জাম, হালুয়া, প্যান্ডেল
- ঘ. রোয়াক, মশক, কেতলি
উত্তরঃ রোয়াক, মশক, কেতলি
99. পর্তুগিজ 'আনানস' বাংলায় হয়েছে 'আনারস'। এটি কোন ধরনের পরিবর্তন?
- ক. ধ্বনিতাত্ত্বিক
- খ. অর্থগত
- গ. বৈসাদৃশ্য
- ঘ. সাদৃশ্যগত
উত্তরঃ ধ্বনিতাত্ত্বিক
There are no comments yet.