ভাষারীতি ও যতি বা ছেদ চিহ্ন

101. কোনটি বাংলায় ব্যবহৃত ফারসি শব্দ?

  • ক. রসিদ
  • খ. মুশকিল
  • গ. মজলিশ
  • ঘ. নকশা

উত্তরঃ রসিদ

বিস্তারিত

102. 'কেরানী' কোন ভাষার শব্দ?

  • ক. ফরাসি
  • খ. তুর্কি
  • গ. পর্তুগিজ
  • ঘ. ওলন্দাজ

উত্তরঃ পর্তুগিজ

বিস্তারিত

103. কোনটি জাপানি শব্দ নয়?

  • ক. জুডো
  • খ. চামেলী
  • গ. হাসনাহেনা
  • ঘ. রিক্সা

উত্তরঃ চামেলী

বিস্তারিত

104. কোনটি আরবি শব্দ নয়?

  • ক. আবাদ
  • খ. আমল
  • গ. আদব
  • ঘ. আজব

উত্তরঃ আবাদ

বিস্তারিত

105. কোনটি দেশী শব্দ নয়?

  • ক. মই
  • খ. চিড়া
  • গ. ঢেঁকি
  • ঘ. ধুতি

উত্তরঃ ধুতি

বিস্তারিত

106. কোন জেলার প্রাচীন নাম পালংকি?

  • ক. রাঙ্গামাটি
  • খ. খাগড়াছড়ি
  • গ. কক্সবাজার
  • ঘ. চট্টগ্রাম

উত্তরঃ কক্সবাজার

বিস্তারিত

107. 'চা' কোন দেশী শব্দ?

  • ক. পর্তুগাল
  • খ. চেকোস্লোভাকিয়া
  • গ. জাপান
  • ঘ. চীন

উত্তরঃ চীন

বিস্তারিত

108. 'রেনাসাঁস' কোন ভাষা থেকে শব্দ?

  • ক. ইংরেজি
  • খ. পর্তুগিজ
  • গ. ফরাসি
  • ঘ. ফারসি

উত্তরঃ ফরাসি

বিস্তারিত

109. 'পাঞ্জেরী' কোন ভাষার শব্দ?

  • ক. হিন্দি
  • খ. ফারসি
  • গ. বাংলা
  • ঘ. আরবি

উত্তরঃ ফারসি

বিস্তারিত

110. যে সকল শব্দ ব্যুৎপত্তি দ্বারা অথবা সমাস দ্বারা গঠিত হয় তাকে বলে--

  • ক. রূঢ়ি শব্দ
  • খ. সাধিত শব্দ
  • গ. যৌগিক শব্দ
  • ঘ. মৌলিক শব্দ

উত্তরঃ যৌগিক শব্দ

বিস্তারিত

111. 'মুসলমান' শব্দটি--

  • ক. উর্দু
  • খ. ফারসি
  • গ. ফরাসি
  • ঘ. আরবি

উত্তরঃ ফারসি

বিস্তারিত

112. 'উদ্ধৃতি চিহ্ন' কত প্রকার?

  • ক. দুই প্রকার
  • খ. তিন প্রকার
  • গ. চার প্রকার
  • ঘ. পাঁচ প্রকার

উত্তরঃ দুই প্রকার

বিস্তারিত

113. ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়?

  • ক. বিলুপ্ত বর্ণের জন্য
  • খ. প্রত্যক্ষ উক্তির জন্য
  • গ. উদ্ধরণ চিহ্নের জন্য
  • ঘ. সমাসবদ্ধ পদের জন্য

উত্তরঃ বিলুপ্ত বর্ণের জন্য

বিস্তারিত

114. কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন আছে?

  • ক. ইলেক
  • খ. কমা চিহ্ন
  • গ. বিস্ময় চিহ্ন
  • ঘ. উদ্ধরণ চিহ্ন

উত্তরঃ কমা চিহ্ন

বিস্তারিত

115. ইলেক বা লোপচিহ্ন-এর ক্ষেত্রে বিরতিকালের পরিমাণ কোনটি হবে?

  • ক. এক সেকেন্ড
  • খ. থামার প্রয়োজন নেই
  • গ. এক উচ্চারণে যে সময় লাগে
  • ঘ. এক বলার দ্বিগুণ সময়

উত্তরঃ থামার প্রয়োজন নেই

বিস্তারিত

116. দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে?

  • ক. কমা
  • খ. হাইফেন
  • গ. কোলন
  • ঘ. সেমিকোলন

উত্তরঃ সেমিকোলন

বিস্তারিত

117. লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?

  • ক. সাংস্কৃতিকচিহ্ন
  • খ. বিভাজনচিহ্ন
  • গ. বিরামচিহ্ন
  • ঘ. বিশ্রামচিহ্ন

উত্তরঃ বিরামচিহ্ন

বিস্তারিত

119. উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত যে বিরামচিহ্ন ব্যবহৃত হয়--

  • ক. ড্যাশ
  • খ. সেমিকোলন
  • গ. কোলন
  • ঘ. কোলন ড্যাশ

উত্তরঃ কোলন

বিস্তারিত

120. কোনটির বিরতিকাল কোলন ড্যাশ -এর বিরতিকালের সমান?

  • ক. উদ্ধরণ
  • খ. কোলন
  • গ. হাইফেন
  • ঘ. কমা

উত্তরঃ কোলন

বিস্তারিত

121. কোন যতিচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?

  • ক. উদ্ধরণ
  • খ. দাঁড়ি
  • গ. সেমিকোলন
  • ঘ. কমা

উত্তরঃ দাঁড়ি

বিস্তারিত

122. বাক্যে (,) থাকলে কতক্ষণ থামতে হয়?

  • ক. ৩ মিনিট
  • খ. ২ মিনিট
  • গ. ৪ মিনিট
  • ঘ. 'এক' বলতে যে সময় লাগে

উত্তরঃ 'এক' বলতে যে সময় লাগে

বিস্তারিত

123. কোথায় যাচ্ছ- এটি কি ধরনের বাক্য?

  • ক. বিস্ময়সূচক বাক্য
  • খ. আদেশসূচক বাক্য
  • গ. প্রশ্নসূচক বাক্য
  • ঘ. আবেগসূচক বাক্য

উত্তরঃ প্রশ্নসূচক বাক্য

বিস্তারিত

125. বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?

  • ক. থামার প্রয়োজন নেই
  • খ. এক বলার দ্বিগুণ সময়
  • গ. এক বলতে যে সময় লাগে
  • ঘ. এক সেকেন্ড

উত্তরঃ এক সেকেন্ড

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects