ভাষারীতি ও যতি বা ছেদ চিহ্ন
106. কোন জেলার প্রাচীন নাম পালংকি?
- ক. রাঙ্গামাটি
- খ. খাগড়াছড়ি
- গ. কক্সবাজার
- ঘ. চট্টগ্রাম
উত্তরঃ কক্সবাজার
110. যে সকল শব্দ ব্যুৎপত্তি দ্বারা অথবা সমাস দ্বারা গঠিত হয় তাকে বলে--
- ক. রূঢ়ি শব্দ
- খ. সাধিত শব্দ
- গ. যৌগিক শব্দ
- ঘ. মৌলিক শব্দ
উত্তরঃ যৌগিক শব্দ
112. 'উদ্ধৃতি চিহ্ন' কত প্রকার?
- ক. দুই প্রকার
- খ. তিন প্রকার
- গ. চার প্রকার
- ঘ. পাঁচ প্রকার
উত্তরঃ দুই প্রকার
113. ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়?
- ক. বিলুপ্ত বর্ণের জন্য
- খ. প্রত্যক্ষ উক্তির জন্য
- গ. উদ্ধরণ চিহ্নের জন্য
- ঘ. সমাসবদ্ধ পদের জন্য
উত্তরঃ বিলুপ্ত বর্ণের জন্য
114. কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন আছে?
- ক. ইলেক
- খ. কমা চিহ্ন
- গ. বিস্ময় চিহ্ন
- ঘ. উদ্ধরণ চিহ্ন
উত্তরঃ কমা চিহ্ন
115. ইলেক বা লোপচিহ্ন-এর ক্ষেত্রে বিরতিকালের পরিমাণ কোনটি হবে?
- ক. এক সেকেন্ড
- খ. থামার প্রয়োজন নেই
- গ. এক উচ্চারণে যে সময় লাগে
- ঘ. এক বলার দ্বিগুণ সময়
উত্তরঃ থামার প্রয়োজন নেই
116. দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে?
- ক. কমা
- খ. হাইফেন
- গ. কোলন
- ঘ. সেমিকোলন
উত্তরঃ সেমিকোলন
117. লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?
- ক. সাংস্কৃতিকচিহ্ন
- খ. বিভাজনচিহ্ন
- গ. বিরামচিহ্ন
- ঘ. বিশ্রামচিহ্ন
উত্তরঃ বিরামচিহ্ন
- ক. ৫ টি
- খ. ৪ টি
- গ. ৩ টি
- ঘ. ২ টি
উত্তরঃ ৪ টি
119. উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত যে বিরামচিহ্ন ব্যবহৃত হয়--
- ক. ড্যাশ
- খ. সেমিকোলন
- গ. কোলন
- ঘ. কোলন ড্যাশ
উত্তরঃ কোলন
121. কোন যতিচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?
- ক. উদ্ধরণ
- খ. দাঁড়ি
- গ. সেমিকোলন
- ঘ. কমা
উত্তরঃ দাঁড়ি
122. বাক্যে (,) থাকলে কতক্ষণ থামতে হয়?
- ক. ৩ মিনিট
- খ. ২ মিনিট
- গ. ৪ মিনিট
- ঘ. 'এক' বলতে যে সময় লাগে
উত্তরঃ 'এক' বলতে যে সময় লাগে
123. কোথায় যাচ্ছ- এটি কি ধরনের বাক্য?
- ক. বিস্ময়সূচক বাক্য
- খ. আদেশসূচক বাক্য
- গ. প্রশ্নসূচক বাক্য
- ঘ. আবেগসূচক বাক্য
উত্তরঃ প্রশ্নসূচক বাক্য
- ক. সেমিকোলন
- খ. কোলন
- গ. ড্যাশ
- ঘ. হাইফেন
উত্তরঃ ড্যাশ
125. বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?
- ক. থামার প্রয়োজন নেই
- খ. এক বলার দ্বিগুণ সময়
- গ. এক বলতে যে সময় লাগে
- ঘ. এক সেকেন্ড
উত্তরঃ এক সেকেন্ড