বাংলাদেশের সম্পদ শিল্প কৃষি মৎস ও খনিজ
- ক. উন্নত জাতের তৈলবীজ
- খ. উন্নত জাতের পশম
- গ. উন্নত জাতের তুলা
- ঘ. উন্নত জাতের চা
উত্তরঃ উন্নত জাতের তুলা
80. বর্তমানে বাংলাদেশে বিভিন্ন প্রজাতির কলা চাষ হচ্ছে। নিচের কোনটি তাদের একটি?
- ক. অগ্নিশ্বর
- খ. আনন্দ
- গ. দোয়েল
- ঘ. হাইব্রিড
উত্তরঃ অগ্নিশ্বর
81. বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে?
- ক. ৫০ বিঘা
- খ. ২০ বিঘা
- গ. ২৫ বিঘা
- ঘ. ১৫ বিঘা
উত্তরঃ ২৫ বিঘা
82. বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র অবস্থিত?
- ক. চাঁপাই নবাবগঞ্জ
- খ. দিনাজপুর
- গ. লালমনিরহাট
- ঘ. ঠাকুরগাঁও
উত্তরঃ চাঁপাই নবাবগঞ্জ
85. বাংলাদেশে রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত?
- ক. দিনাজপুর
- খ. রাজশাহী
- গ. কুড়িগ্রাম
- ঘ. টাঙ্গাইল
উত্তরঃ রাজশাহী
88. কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে?
- ক. ১৯৬৩ সালে
- খ. ১৯৬২ সালে
- গ. ১৯৬১ সালে
- ঘ. ১৯৬০ সালে
উত্তরঃ ১৯৬২ সালে
89. কোন বছর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কার্যক্রম শুরু করে?
- ক. ১৯৮৫
- খ. ১৯৭৩
- গ. ১৯৬২
- ঘ. ১৯৫৯
উত্তরঃ ১৯৬২
90. বাংলাদেশে খাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন আরম্ভ হয়--
- ক. জিয়াউর রহমানের আমলে
- খ. শেখ মুজিবের আমলে
- গ. ইয়াহিয়ার আমলে
- ঘ. এরশাদের আমলে
উত্তরঃ জিয়াউর রহমানের আমলে
91. বাংলাদেশে বন্যা হওয়ার কারণ কি?
- ক. বড় বড় নদীগুলোর বার্ষিক সর্বোচ্চ প্রবাহ একই সময় হওয়া
- খ. নদীসমূহের উজানে প্রবল বর্ষণ
- গ. নদীর তলদেশে পলি পড়ে ভরে যাওয়া
- ঘ. উপরের সব কয়টি
উত্তরঃ উপরের সব কয়টি
There are no comments yet.