বাংলাদেশের সম্পদ শিল্প কৃষি মৎস ও খনিজ

76. BADC-এর কাজ কি?

  • ক. চিকিৎসা উন্নয়ন
  • খ. কৃষি উন্নয়ন
  • গ. শিল্পোন্নয়ন
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কৃষি উন্নয়ন

বিস্তারিত

78. বাংলাদেশের অর্থনীতিতে প্রধান খাত কি?

  • ক. ভ্যাট
  • খ. কৃষি
  • গ. আয়কর
  • ঘ. কাস্টমস

উত্তরঃ কৃষি

বিস্তারিত

79. 'রূপালী' ও 'ডেলাফোজ' কি?

  • ক. উন্নত জাতের তৈলবীজ
  • খ. উন্নত জাতের পশম
  • গ. উন্নত জাতের তুলা
  • ঘ. উন্নত জাতের চা

উত্তরঃ উন্নত জাতের তুলা

বিস্তারিত

80. বর্তমানে বাংলাদেশে বিভিন্ন প্রজাতির কলা চাষ হচ্ছে। নিচের কোনটি তাদের একটি?

  • ক. অগ্নিশ্বর
  • খ. আনন্দ
  • গ. দোয়েল
  • ঘ. হাইব্রিড

উত্তরঃ অগ্নিশ্বর

বিস্তারিত

81. বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে?

  • ক. ৫০ বিঘা
  • খ. ২০ বিঘা
  • গ. ২৫ বিঘা
  • ঘ. ১৫ বিঘা

উত্তরঃ ২৫ বিঘা

বিস্তারিত

82. বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র অবস্থিত?

  • ক. চাঁপাই নবাবগঞ্জ
  • খ. দিনাজপুর
  • গ. লালমনিরহাট
  • ঘ. ঠাকুরগাঁও

উত্তরঃ চাঁপাই নবাবগঞ্জ

বিস্তারিত

83. ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান--

  • ক. সপ্তম
  • খ. ষষ্ঠ
  • গ. পঞ্চম
  • ঘ. চতুর্থ

উত্তরঃ পঞ্চম

বিস্তারিত

84. বাংলাদেশের শতকরা কতজন লোক কৃষি কাজ করে?

  • ক. ৮০ জন
  • খ. ৭৫ জন
  • গ. ৮৫ জন
  • ঘ. ৯০ জন

উত্তরঃ ৮০ জন

বিস্তারিত

85. বাংলাদেশে রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত?

  • ক. দিনাজপুর
  • খ. রাজশাহী
  • গ. কুড়িগ্রাম
  • ঘ. টাঙ্গাইল

উত্তরঃ রাজশাহী

বিস্তারিত

86. 'নারিকা-১' কি?

  • ক. নভো খেয়াযান
  • খ. জাহাজ
  • গ. আদা
  • ঘ. ধান

উত্তরঃ ধান

বিস্তারিত

87. সোনার বাংলা-১ হচ্ছে--

  • ক. ধান
  • খ. টমেটো
  • গ. পাট
  • ঘ. গম

উত্তরঃ ধান

বিস্তারিত

88. কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে?

  • ক. ১৯৬৩ সালে
  • খ. ১৯৬২ সালে
  • গ. ১৯৬১ সালে
  • ঘ. ১৯৬০ সালে

উত্তরঃ ১৯৬২ সালে

বিস্তারিত

90. বাংলাদেশে খাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন আরম্ভ হয়--

  • ক. জিয়াউর রহমানের আমলে
  • খ. শেখ মুজিবের আমলে
  • গ. ইয়াহিয়ার আমলে
  • ঘ. এরশাদের আমলে

উত্তরঃ জিয়াউর রহমানের আমলে

বিস্তারিত

91. বাংলাদেশে বন্যা হওয়ার কারণ কি?

  • ক. বড় বড় নদীগুলোর বার্ষিক সর্বোচ্চ প্রবাহ একই সময় হওয়া
  • খ. নদীসমূহের উজানে প্রবল বর্ষণ
  • গ. নদীর তলদেশে পলি পড়ে ভরে যাওয়া
  • ঘ. উপরের সব কয়টি

উত্তরঃ উপরের সব কয়টি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects