4. একটি সংখ্যা 650 হতে যত বড়, 820 হতে 33 ছোট। সংখ্যাটি কত?
- ক. 800
- খ. 780
- গ. 730
- ঘ. 735
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
9. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭। সংখ্যা দুটি কি কি?
- ক. ১২, ১৩
- খ. ১৫, ১৬
- গ. ১৮, ১৯
- ঘ. ২০, ২১
উত্তরঃ ১৮, ১৯
10. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে?
- ক. ১৪
- খ. ১০
- গ. ১২
- ঘ. ১৬
উত্তরঃ ১২
11. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭ , ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ অবশিষ্ট থাকে।
- ক. ১৬
- খ. ১৪
- গ. ১২
- ঘ. ৮
উত্তরঃ ১২
12. দুটি ধনাত্মক সংখ্যার বর্গের অন্তর 8, গুণফল 3, সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত?
- ক. 8
- খ. 10
- গ. 13
- ঘ. 25
উত্তরঃ 10
13. 2x3 + 5x2 -6x +4 থেকে কত বিয়োগ করলে উক্ত রাশিটি (x+2) দ্বরা নিঃশেষে বিভাজ্য হবে?
- ক. 4
- খ. 20
- গ. 28
- ঘ. 12
উত্তরঃ 20
14. ১২ ও ৯৬ এর মধ্যে (এ দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
- ক. ২১
- খ. ২৩
- গ. ২৪
- ঘ. ২২
উত্তরঃ ২২
15. যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না?
- ক. n2
- খ. 5 (n+2)
- গ. 2n + 2
- ঘ. 7n + 3
উত্তরঃ 7n + 3
17. পরপর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে 53।
- ক. 25, 26
- খ. 26, 27
- গ. 27, 28
- ঘ. 28, 29
উত্তরঃ 26, 27
19. কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৫ বিয়োগ করলে বিয়োগফল ৬ এবং ১০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ক. ৩০
- খ. ৩৫
- গ. ৬৫
- ঘ. ১২৫
উত্তরঃ ৬৫
20. ২০৭৪০ সংখ্যক ছাত্রকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন ছাত্র অতিরিক্ত হয়। প্রতি সারিতে ছাত্রের সংখ্যা কত?
- ক. ১৪২ জন
- খ. ১৪৪ জন
- গ. ১২৬ জন
- ঘ. ১৪০ জন
উত্তরঃ ১৪৪ জন