অনুপাত সমানুপাত
176. দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক তৃতীয়াংশ হলে সংখ্যা দুটির অনুপাত কত?
- ক. ১ : ৩
- খ. ৩ : ১
- গ. ২ : ১
- ঘ. ১ : ২
উত্তরঃ ২ : ১
- ক. ৪ : ৩
- খ. ২ : ৩
- গ. ৩ : ৪
- ঘ. ৪ : ৫
উত্তরঃ ৪ : ৩
- ক. ৫ : ২
- খ. ৪ : ৩
- গ. ৩ : ২
- ঘ. ৭ : ৩
উত্তরঃ ৩ : ২
- ক. ৩ গ্রাম
- খ. ৪ গ্রাম
- গ. ৬ গ্রাম
- ঘ. ৮ গ্রাম
উত্তরঃ ৪ গ্রাম
180. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সঙ্গে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
- ক. ৭ ও ১১
- খ. ১২ ও ১৮
- গ. ১০ ও ২৪
- ঘ. ১০ ও ১৬
উত্তরঃ ১০ ও ১৬
181. পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ঃ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
- ক. ৫
- খ. ৬
- গ. ৮
- ঘ. ৯
উত্তরঃ ৬
183. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি?
- ক. ৬৫
- খ. ৭৫
- গ. ৪৫
- ঘ. ৫৫
উত্তরঃ ৭৫
184. হীরার আয়ের ৩৫% হ্যাপীর আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?
- ক. ৭:৫
- খ. ৫:৭
- গ. ৪:৩
- ঘ. ৩:৪
উত্তরঃ ৫:৭
- ক. ৫
- খ. ৬
- গ. ৮
- ঘ. ৯
উত্তরঃ ৬
187. দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩:২। বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
- ক. ৯ : ৪
- খ. ২ : ৩
- গ. ৩ : ৪
- ঘ. ৪ : ৯
উত্তরঃ ৯ : ৪
188. ৯,৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে?
- ক. ২,১০০
- খ. ২,২০০
- গ. ২,৫০০
- ঘ. ৩,৫০০
উত্তরঃ ২,১০০
- ক. ৬০%
- খ. ৪০%
- গ. ৩০%
- ঘ. ২০%
উত্তরঃ ৪০%
197. ক, খ, ও গ এর বেতনের ৭:৫:৩ । খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক- এর বেতন কত?
- ক. ৩৩৩ টাকা
- খ. ৭৭৭ টাকা
- গ. ৮৮৮ টাকা
- ঘ. ৫৫৫ টাকা
উত্তরঃ ৭৭৭ টাকা
- ক. ২ : ২
- খ. ৩১ : ১৬
- গ. ৭ : ৩
- ঘ. ৭ : ২
উত্তরঃ ৩১ : ১৬