বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্ম
1. ’মাথা খাও’ ভুলিওনা কেয়ো মনে করে, মাথা কাও বলতে বুঝায়-
- ক. মাখার দিব্যি
- খ. মাথা ব্যথা
- গ. মাথা খাওয়া
- ঘ. মাথা ধরা
উত্তরঃ মাখার দিব্যি
2. বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে ?
- ক. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
- খ. দি ইউনিভাসির্টি প্রেস লি।
- গ. বাংলা একাডেমি
- ঘ. মুক্তিযুদ্ধ জাদুঘর
উত্তরঃ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
3. বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর মুখ দেখিতে চাই না আর - কার লেখা?
- ক. জসিমউদ্দিন
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. জীবনানন্দ দাস
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ জীবনানন্দ দাস
4. নোবের পুরষ্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়?
- ক. সৃষ্টির জন্য
- খ. ধ্বংসের জন্য
- গ. শিল্প উন্নয়নের জন্য
- ঘ. যোগাযোগের জন্য
উত্তরঃ ধ্বংসের জন্য
There are no comments yet.