পরিমিতি সরলক্ষেত্র ও ঘনবস্তু
51. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩ ফুট থেকে বৃদ্ধি করে ৬ ফুট করা হলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে?
- ক. ২ গুণ
- খ. ৩ গুণ
- গ. ৪ গুণ
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ৪ গুণ
- ক. ৪ বর্গমিটার
- খ. ৫২ বর্গমিটার
- গ. ৬০ বর্গমিটার
- ঘ. ১৪৪ বর্গমিটার
উত্তরঃ ৫২ বর্গমিটার
53. একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ৭ সেন্টিমিটার, এর আয়তন কত?
- ক. ৪৯ ঘন সে.মি.
- খ. ৩৪৩ বর্গ সে.মি.
- গ. ৭২৯ ঘন সে.মি.
- ঘ. ৩৪৩ ঘন সে.মি.
উত্তরঃ ৩৪৩ ঘন সে.মি.
- ক. ১২০
- খ. ২৪০
- গ. ২৬০
- ঘ. ২৮০
উত্তরঃ ২৪০
55. একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৩ মিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গমিটার?
- ক. ২৪
- খ. ৩৬
- গ. ৪৮
- ঘ. ৫৪
উত্তরঃ ৫৪
- ক. ৮০ মিটার
- খ. ৯০ মিটার
- গ. ৬০ মিটার
- ঘ. ৭০ মিটার
উত্তরঃ ৬০ মিটার
- ক. 2000 kg
- খ. 2250 kg
- গ. 2400 kg
- ঘ. 2200 kg
উত্তরঃ 2250 kg
- ক. 1%
- খ. 99%
- গ. 10%
- ঘ. 0%
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
63. একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি। এর ক্ষেত্রফল 192 বর্গমিটার হলে পরিসীমা কত?
- ক. ৫২ মিটার
- খ. ৫৬ মিটার
- গ. ৫০ মিটার
- ঘ. ৬৫ মিটার
উত্তরঃ ৫৬ মিটার
64. একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার। বাগানের পরিসীমা কত মিটার?
- ক. ১৬
- খ. ২৫
- গ. ৪১
- ঘ. ৮২
উত্তরঃ ৮২
65. একটি ত্রিভুজাকুতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে উচ্চতা কত হবে?
- ক. ১২ মিটার
- খ. ১৫ মিটার
- গ. ২৪ মিটার
- ঘ. ২৮ মিটার
উত্তরঃ ২৪ মিটার
- ক. ৬৫
- খ. ১১০
- গ. ১৩৫.৫
- ঘ. ১২৭.২
উত্তরঃ ১১০
67. একটি গাড়ির চাকা 30 minute এ 2000 বার ঘুরে 10 km পথ অতিক্রম করে, চাকার পরিধি কত?
- ক. 5m
- খ. 10m
- গ. 15m
- ঘ. 20m
উত্তরঃ 5m
68. একটি ফুটবলের ব্যাস ১০ ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত?
- ক. ৩১.৪১৬ বর্গ ইঞ্চি
- খ. ৭৮.৫৪ বর্গ ইঞ্চি
- গ. ৩১৪.১৬ বর্গ ইঞ্চি
- ঘ. ৫২৩.৬০ বর্গ ইঞ্চি
উত্তরঃ ৭৮.৫৪ বর্গ ইঞ্চি
69. একটি ঘরের প্রস্থ তার দৈর্ঘে্যর ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
- ক. ৬০
- খ. ৯৬
- গ. ৭২
- ঘ. ৬৪
উত্তরঃ ৯৬
70. একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘে্যর দুই-তৃতীয়াংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত?
- ক. ৩০ বর্গমিটার
- খ. ৯৬ বর্গমিটার
- গ. ৭২ বর্গমিটার
- ঘ. ৬৪ বর্গমিটার
উত্তরঃ ৯৬ বর্গমিটার
71. একটি বর্গাকার জমির এক পাশের দৈর্ঘ্য ২২ ফুট হলে ঐ জমির ক্ষেত্রফল কত বর্গফুট?
- ক. ৮৮
- খ. ৪৮৪
- গ. ২২০
- ঘ. ৪৮০
উত্তরঃ ৪৮৪
- ক. ৩০০০ ঘন সে.মি.
- খ. ২৭০০ ঘন সে.মি.
- গ. ১৫০০ ঘন সে.মি.
- ঘ. ২০০০ ঘন সে.মি.
উত্তরঃ ৩০০০ ঘন সে.মি.
74. একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য ১২ মিটার হলে মাঠটির পরিসীমা কত মিটার?
- ক. ৩২ মিটার
- খ. ৪৯ মিটার
- গ. ৭২ মিটার
- ঘ. ৩৬ মিটার
উত্তরঃ ৭২ মিটার
75. একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৫ ফুট হলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
- ক. ৪০ বর্গফুট
- খ. ৫০ বর্গফুট
- গ. ১০০ বর্গফুট
- ঘ. ৮০ বর্গফুট
উত্তরঃ ৫০ বর্গফুট