পদ

1. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?

  • ক. জনশ্রুতি
  • খ. অনমনীয়
  • গ. খাসমহল
  • ঘ. তপোবন

উত্তরঃ জনশ্রুতি

বিস্তারিত

2. নিচের কোনটি বিশেষ্য পদ?

  • ক. জাত
  • খ. গৈরিক
  • গ. উদ্ধত
  • ঘ. গাম্ভীর্য

উত্তরঃ গাম্ভীর্য

বিস্তারিত

3. “এ যে আমাদের চেনা লোক” - বাক্যে ‘চেনা’ কোন পদ?

  • ক. বিশেষ্য
  • খ. অব্যয়
  • গ. ক্রিয়া
  • ঘ. বিশেষণ

উত্তরঃ বিশেষণ

বিস্তারিত

4. ‘লবণ ’ শব্দের বিশেষ্য কোনটি?

  • ক. নোনতা
  • খ. লাবণ্য
  • গ. লবণাক্ত
  • ঘ. ললিত

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

5. তুমি এতক্ষণ কী করেছ? এই বাক্যে কী কোন পদ?

  • ক. বিশেষণ
  • খ. অব্যয়
  • গ. সর্বনাম
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ সর্বনাম

বিস্তারিত

6. ‘লাজ’ কোন ধরনের পদ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. ক্রিয়া-বিশেষণ
  • ঘ. বিশেষ্যের বিশেষণ

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

7. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বুঝায়, তাকে বলা হয়-

  • ক. ক্রিয়াবাচক বিশেষ্য
  • খ. ক্রিয়া-বিশেষণ
  • গ. ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ
  • ঘ. ক্রিয়াবিভক্তি

উত্তরঃ ক্রিয়া-বিশেষণ

বিস্তারিত

8. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ কোনটি?

  • ক. ইচ্ছাময়
  • খ. ঐচ্ছিক
  • গ. ইচ্ছুক
  • ঘ. অনিচ্ছা

উত্তরঃ ঐচ্ছিক

বিস্তারিত

9. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-

  • ক. সমাজ
  • খ. পানি
  • গ. মিছিল
  • ঘ. নদী

উত্তরঃ নদী

বিস্তারিত

10. কোনটি বিশেষণ জাতীয় শব্দ?

  • ক. জীবন
  • খ. জীবনী
  • গ. জীবিকা
  • ঘ. জীবাণু

উত্তরঃ জীবনী

বিস্তারিত

11. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?

  • ক. ধন অপেক্ষা মান বড়
  • খ. তোমাকে দিয়ে কিছু হবে না
  • গ. ঢং ঢং ঘণ্টা বাজে
  • ঘ. লেখাপড়া করো, নতুবা ফেল করবে

উত্তরঃ লেখাপড়া করো, নতুবা ফেল করবে

বিস্তারিত

12. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে-

  • ক. শব্দ
  • খ. কারক
  • গ. পদ
  • ঘ. ক্রিয়াপদ

উত্তরঃ পদ

বিস্তারিত

13. সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না?

  • ক. বিশেষ্য
  • খ. অব্যয়
  • গ. সর্বনাম
  • ঘ. ক্রিয়া

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

14. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?

  • ক. ক্রিয়া
  • খ. অব্যয়
  • গ. বিশেষ্য
  • ঘ. বিশেষণ

উত্তরঃ ক্রিয়া

বিস্তারিত

15. ‘এবং’ কোন পদ?

  • ক. সর্বনাম
  • খ. বিশেষণ
  • গ. বিশেষ্য
  • ঘ. অব্যয়

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

16. বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না?

  • ক. বিশেষণ
  • খ. অব্যয়
  • গ. সর্বনাম
  • ঘ. বিশেষ্য

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

17. বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে বলে -

  • ক. সর্বনাম পদ
  • খ. ভাব বিশেষণ
  • গ. ক্রিয়া বিশেষণ
  • ঘ. নাম বিশেষণ

উত্তরঃ নাম বিশেষণ

বিস্তারিত

18. বাংলা ভাষায় সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?

  • ক. সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  • খ. বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  • গ. সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  • ঘ. বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে

উত্তরঃ সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে

বিস্তারিত

19. ‘চাতুর্য’ শব্দের বিশেষণ কোনটি?

  • ক. চতুরতা
  • খ. চতুর
  • গ. চতুরালি
  • ঘ. চৈতন্য

উত্তরঃ চতুর

বিস্তারিত

20. ‘সে নাকি আসবে না’ - বাক্যে ‘না’ অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. প্রশ্ন
  • খ. সংশয়
  • গ. বিস্ময়
  • ঘ. অনুমান

উত্তরঃ অনুমান

বিস্তারিত

21. ‘মা শিশুকে খাওয়াচ্ছেন’ বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়া পদের উদাহরণ?

  • ক. ধ্বনাত্মক
  • খ. দ্বিকর্মক
  • গ. যৌগিক
  • ঘ. ণিজন্ত

উত্তরঃ ণিজন্ত

বিস্তারিত

22. কোনটি বিশেষণ বাচক শব্দ?

  • ক. জীবন
  • খ. জীবিকা
  • গ. জীবাণু
  • ঘ. জীবনী

উত্তরঃ জীবনী

বিস্তারিত

23. ‘লাজ’ শব্দটি কোন পদ?

  • ক. বিশেষণ
  • খ. ক্রিয়া বিশেষণ
  • গ. বিশেষ্য
  • ঘ. সর্বনাম

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

24. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. ক্রিয়া
  • ঘ. অব্যয়

উত্তরঃ ক্রিয়া

বিস্তারিত

25. সমষ্টিবাচক বিশেষ্যপদ কোনটি?

  • ক. খাতা
  • খ. সভা
  • গ. পাখি
  • ঘ. ঢাকা

উত্তরঃ সভা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects