স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর
আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বৃহৎ রাষ্ট্র রচয়িতা কে?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. কানাডা
- গ. রাশিয়া
- ঘ. চীন
উত্তরঃ রাশিয়া
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?
- ক. সৈয়দ শামসুল হক
- খ. মুনীর চৌধুরী
- গ. মমতাজউাদ্দন আহমেদ
- ঘ. জহির রায়হান
উত্তরঃ সৈয়দ শামসুল হক
পাখির দ্বারা পুষ্পরেণু বহন করাকে বলে -
- ক. Autogamy
- খ. Omithophily
- গ. Entomophily
- ঘ. Anemophily
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
- ক. জ্ঞানদাস
- খ. চণ্ডীদাস
- গ. বিদ্যাপতি
- ঘ. শ্রীচৈতন্য
উত্তরঃ বিদ্যাপতি
একজন সুস্থ ও প্রাপ্ত বয়স্ক পুরুষের BMI কত হওয়া উচিত?
- ক. 15.00 - 18.40
- খ. 18.50 - 24.90
- গ. 25.00 - 29.90
- ঘ. 30.00 - 35.00
উত্তরঃ 18.50 - 24.90
9x2 + 16y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
- ক. 6xy
- খ. 12xy
- গ. 24xy
- ঘ. 144xy
উত্তরঃ 24xy
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থটি লিখেছেন -
- ক. জীবনানন্দ দাশ
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
২০১৫ সালে ইরানের সাথে মোট কয়টি দেশের পারমাণবিক চু্ক্তি স্বাক্ষরিত হয়েছে?
- ক. ৪টি
- খ. ৬টি
- গ. ৫টি
- ঘ. ৭টি
উত্তরঃ ৬টি
‘কান্তজীউ মন্দির’ কোন জেলায় অবস্থিত ?
- ক. জয়পুরহাট
- খ. কুমিল্লা
- গ. রাঙ্গামাটি
- ঘ. দিনাজপুর
উত্তরঃ কুমিল্লা
বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?
- ক. উপজেলা পরিষদ
- খ. জেলা পরিষদ
- গ. পৌরসভা
- ঘ. ইউনিয়ন পরিষদ
উত্তরঃ ইউনিয়ন পরিষদ
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
- ক. এ্যান্টনিও গুতেরেস
- খ. কফি আনান
- গ. থেরেসা মে
- ঘ. জন ম্যানুয়েল সান্তোস
উত্তরঃ এ্যান্টনিও গুতেরেস
বার্ষিক শতকরা 6 টাকা হারে সরল সুদে 5200 টাকার 2 বৎসরের সুদ কত?
- ক. 450 টাকা
- খ. 524 টাকা
- গ. 600 টাকা
- ঘ. 624 টাকা
উত্তরঃ 624 টাকা
- ক. আয়োডিন
- খ. ভিটামিন এ
- গ. ভিটামিন বি১২
- ঘ. ভিটামিন সি
উত্তরঃ আয়োডিন
The indirect speech of the sentence Sally said to me , "Please get me a drink" is :
- ক. Sally told me to get a drink for her.
- খ. Sally asked me to get her a drink
- গ. Sally told me to get a drink
- ঘ. Sally inquired me to have a drink for her
উত্তরঃ Sally asked me to get her a drink
সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি?
- ক. সাহ + চর + র্য
- খ. সহচর + ্যফলা
- গ. সহচর + য
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ সহচর + য
He has a cold bath every morning -?
- ক. does he
- খ. does not he
- গ. did not
- ঘ. won't he
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
- ক. লুই পাস্তুর
- খ. এডিসন
- গ. ডারউইন
- ঘ. আইনস্টাইন
উত্তরঃ লুই পাস্তুর
- ক. চার্লস ব্যাবেজ
- খ. জেমস হ্যারিসন
- গ. গ্রাহাম বেল
- ঘ. ব্রান্ডেন বারজার
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
- ক. Close relation
- খ. Bosom friend
- গ. Blood relation
- ঘ. Good relation
উত্তরঃ Blood relation
ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি?
- ক. কবর
- খ. কোকিলারা
- গ. আরেক ফাল্গুন
- ঘ. মুনতাসির ফ্যান্টাসী
উত্তরঃ কবর
- ক. সুফিয়া কামাল
- খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
- গ. বিভূতিভূষণ
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ রোকেয়া সাখাওয়াত হোসেন
The translation of ‘লোকটি ঘাস কাটিতেছে ও গরুটিকে খাওয়াইতেছে’ is : -
- ক. The man cutting grass and eating the cow
- খ. The man is cutting grass and feeding the cow
- গ. The man is cutting grass and giving the cow
- ঘ. The man is cutting and eating the cow
উত্তরঃ The man is cutting grass and feeding the cow
‘আমার ভাইয়ের রক্তে রাংগানো একুশে ফেব্রুয়ারি’ গানটির গীতিকার কে?
- ক. আজাদ রহমান
- খ. আবদুল গাফফার চৌধুরী
- গ. আলতাফ মাহমুদ
- ঘ. আবু হেনা মোস্তফা কামাল
উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী
বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি?
- ক. গোমতী নদী
- খ. রূপসা নদী
- গ. হালদা নদী
- ঘ. গড়াই নদী
উত্তরঃ হালদা নদী
ভিওআইপি (VOIP) এর পূর্ণরূপ কোনটি?
- ক. ভয়েস অন ইন্টারনেট প্রসেস
- খ. ভয়েস ওভার ইন্টারনেট প্রসেস
- গ. ভয়েস অন ইন্টারনেট প্রটোকল
- ঘ. ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
উত্তরঃ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
বাংলাদেশে পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
- ক. ভারত
- খ. চীন
- গ. জাপান
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ যুক্তরাষ্ট্র
‘কর্মই ধর্ম..... মুক্তি’ - শূণ্যস্থানেে কোন শব্দ বসবে?
- ক. তাতেই
- খ. ধর্মেই
- গ. কর্মেই
- ঘ. এতেই
উত্তরঃ ধর্মেই
কত তারিখে বঙ্গবিভাগ রদ ঘোষণা করা হয়?
- ক. ৫ ডিসেম্বর ১৯১১
- খ. ১২ ডিসেম্বর ১৯১১
- গ. ১৬ ডিসেম্বর ১৯১১
- ঘ. ২০ ডিসেম্বর ১৯১১
উত্তরঃ ১২ ডিসেম্বর ১৯১১
- ক. The bus has left before we reached the station
- খ. The bus had left before we reached the station
- গ. The bus will have left before we reached the station
- ঘ. The bus will leave before we reached the station
উত্তরঃ The bus had left before we reached the station
Let him do the sum. The passive form of the sentence is :
- ক. Let the sum be done by him
- খ. The sum done by him
- গ. He finished the sum
- ঘ. It was he who done the sum
উত্তরঃ Let the sum be done by him
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
- ক. জনাব এ এইচ কামরুজ্জামান
- খ. ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী
- গ. জনাব তাজউদ্দীন আহমেদ
- ঘ. সৈয়দ নজরুল ইসলাম
উত্তরঃ জনাব তাজউদ্দীন আহমেদ
বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?
- ক. কক্সবাজার
- খ. চট্রগ্রাম
- গ. খুলনা
- ঘ. পটুয়াখালী
উত্তরঃ পটুয়াখালী
Each of the boys gets a prize. Here each is a : -
- ক. Definite Pronoun
- খ. Relative pronoun
- গ. Indefinite pronoun
- ঘ. Distributive pronoun
উত্তরঃ Distributive pronoun
- ক. 16 বছর
- খ. 14 বছর
- গ. 12 বছর
- ঘ. 6 বছর
উত্তরঃ 12 বছর
বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত?
- ক. গাজীপুর
- খ. কালুরঘাট
- গ. টেকনাফ
- ঘ. বান্দরবান
উত্তরঃ গাজীপুর
- ক. চালাক
- খ. একতাই বল
- গ. বর্ষার মাছ
- ঘ. একই স্বভাবের লোক
উত্তরঃ একই স্বভাবের লোক
- ক. Constructive
- খ. Calamitous
- গ. Deadly
- ঘ. Disgusting
উত্তরঃ Constructive
- ক. He is caught of flattery
- খ. He is ill of flattery
- গ. He is sick of flattery
- ঘ. He is angry of flattery
উত্তরঃ He is sick of flattery
Zakia kept on talking, here kept on means : -
- ক. maintain
- খ. contunued
- গ. carried
- ঘ. take way
উত্তরঃ contunued
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?
- ক. বঙ্গভবন
- খ. রাষ্ট্রপতি ভবন
- গ. গণভবন
- ঘ. উত্তরাভবন
উত্তরঃ বঙ্গভবন
যদি (x - 1) (x + 2) = 0 হয় তবে x = ?
- ক. -1 অথবা 2
- খ. 1 এবং 2
- গ. 1 অথবা -2
- ঘ. 1 এবং -2
উত্তরঃ 1 অথবা -2
কোন কবিকে ‘বিদ্রোহী কবি’ বলা হয়?
- ক. সুকান্ত ভট্রাচার্য
- খ. সুভাষ মুকোপাধ্যায়
- গ. হেলাল হাফিজ
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
বাংলা গদ্য চলিত রীতির প্রবর্তক -
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. প্রমথ চৌধুরী
- ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তরঃ প্রমথ চৌধুরী
- ক. Anounce
- খ. Announce
- গ. Announcee
- ঘ. Anounc
উত্তরঃ Announce
They - at least an hour ago : -
- ক. might have arrived
- খ. ought to arrive
- গ. should arrive
- ঘ. must have arrived
উত্তরঃ might have arrived
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট - ১ এর উৎপাদন ক্ষমতা কত?
- ক. 300 MW
- খ. 800 MW
- গ. 1000 MW
- ঘ. 1200 MW
উত্তরঃ 1200 MW
- ক. মাইকেল মধুসূদন দত্তকে
- খ. রবীন্দ্রনাথ ঠাকুরকে
- গ. শামসুর রাহমানকে
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্তকে
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্তকে
সেট C হতে সেট B এর একটি সম্পর্ক R হলে নিচের কোনটি সঠিক?
- ক. RCC
- খ. RCB
- গ. RCCUB
- ঘ. CUBCR
উত্তরঃ RCCUB
I am going to be invited too -?
- ক. am not I
- খ. was not
- গ. are not
- ঘ. am I
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস?
- ক. দোলন চাঁপা
- খ. ঘরে-বাইরে
- গ. চিহ্ন
- ঘ. মৃত্যুক্ষুধা
উত্তরঃ মৃত্যুক্ষুধা
Write down the correct sentence : -
- ক. Tell me why have you come here?
- খ. What tiem did you go to bed last night?
- গ. Why you are angry with me?
- ঘ. When you passed your Diploma Examination?
উত্তরঃ What tiem did you go to bed last night?
তামার সাথে কোন ধাতুর সংকরায়নে ব্রোঞ্জ উৎপন্ন হয়?
- ক. দস্তা
- খ. টিন
- গ. আয়রন
- ঘ. এ্যালুমিনিয়াম
উত্তরঃ টিন
কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত?
- ক. প্রবাহ
- খ. খয়ের খাঁ
- গ. অজ পাড়াগাঁ
- ঘ. বেআদব
উত্তরঃ অজ পাড়াগাঁ
‘যদি বৃষ্টি হয়, তবে বের হবো না’ - এটি কোন ধরনের বাক্য?
- ক. সরল
- খ. জটিল
- গ. হ্যাঁ-বাচক
- ঘ. যৌগিক
উত্তরঃ জটিল
When water - it transforms into ice : -
- ক. would freeze
- খ. will freeze
- গ. freezes
- ঘ. frozen
উত্তরঃ freezes
- ক. ২ বার
- খ. ৩ বার
- গ. ৬ বার
- ঘ. ৯বার
উত্তরঃ ৩ বার
Cyclone engineering device এ ব্যবহৃত হয়
- ক. Transport materials
- খ. Segregate particles
- গ. Control switching device
- ঘ. Model particles
উত্তরঃ Segregate particles
- ক. MS WORD
- খ. MS POWERPOINT
- গ. MS EXCEL
- ঘ. MS ACCESS
উত্তরঃ MS POWERPOINT
- ক. এখানে সে ফিরে আসেনি
- খ. সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
- গ. তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
- ঘ. তুমি তার কথা বিশ্বাস করো না
উত্তরঃ সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
- ক. নব + অন্ন
- খ. নবো + অন্ন
- গ. নবঃ + অন্ন
- ঘ. নব + ণ্য
উত্তরঃ নব + অন্ন