পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার

Honesty is the best policy. এখানে honesty কোন noun?

  • ক. Proper noun
  • খ. Common noun
  • গ. Collective noun
  • ঘ. Abstract noun

উত্তরঃ Abstract noun

বিস্তারিত

০.১ এর বর্গমূল কত?

  • ক. ০.০১
  • খ. ০.০০১
  • গ. ০.১০
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কোনটিই নয়

বিস্তারিত

What would be the right synonym for 'Inifiative'?

  • ক. apathy
  • খ. enterprise
  • গ. indolence
  • ঘ. activity

উত্তরঃ enterprise

বিস্তারিত

নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

  • ক. ১/৩
  • খ. ৩/৬
  • গ. ২/৭
  • ঘ. ৫/২১

উত্তরঃ ৫/২১

বিস্তারিত

আমার বন্ধু নাই বললেই চলে - ইংরেজিতে শুদ্ধ অনুবাদ কোনটি?

  • ক. I have a few friends.
  • খ. I have no friend.
  • গ. I have few friends.
  • ঘ. I have little friends.

উত্তরঃ I have few friends.

বিস্তারিত

Nafis said to Romel, 'Go away' বাক্যটির indirect speech হবে -

  • ক. Nafis asked Romel to go away.
  • খ. Nafis requested Romel to go.
  • গ. Nafis requested Romel to go away.
  • ঘ. Nafis said Romel to go away.

উত্তরঃ Nafis asked Romel to go away.

বিস্তারিত

একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা ০.১ মিটার হলে ঐ চৌবাচ্চার কত ঘনমিটার পানি ধরবে?

  • ক. ১ ঘনমিটার
  • খ. ০.০১ ঘনমিটার
  • গ. ০.১ ঘনমিটার
  • ঘ. ০.০০১ ঘনমিটার

উত্তরঃ ০.০০১ ঘনমিটার

বিস্তারিত

‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কি?

  • ক. খেতে বসা
  • খ. ভণ্ডামী করা
  • গ. শুরু করা
  • ঘ. সাধু সাজা

উত্তরঃ সাধু সাজা

বিস্তারিত

একটি চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে?

  • ক. ১৮০ ডিগ্রি
  • খ. ২৭০ ডিগ্রি
  • গ. ৩৬০ ডিগ্রি
  • ঘ. ৫৪০ ডিগ্রি

উত্তরঃ ৫৪০ ডিগ্রি

বিস্তারিত

বাংলা ভাষায় বর্ণের সংখ্যা কত?

  • ক. ৫০টি
  • খ. ৫৬টি
  • গ. ৪৮টি
  • ঘ. ৩৮টি

উত্তরঃ ৫০টি

বিস্তারিত

ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি -

  • ক. সমকোণী
  • খ. স্থুলকোণী
  • গ. সমবাহু
  • ঘ. সূক্ষ্মকোণী

উত্তরঃ সমকোণী

বিস্তারিত

৬০ মিটার দৈর্ঘ্য বাঁশকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে টুকরো সাইজ কত?

  • ক. ৮মি. ২২মি. ৩০ মি.
  • খ. ১০ মি. ২০ মি. ৩০ মি.
  • গ. ৯ মি. ২১ মি. ৩০ মি.
  • ঘ. ১২ মি. ২০ মি. ২৮ মি.

উত্তরঃ ৯ মি. ২১ মি. ৩০ মি.

বিস্তারিত

সম্রাট অশোকের রাজত্বকাল ছিল -

  • ক. খ্রিস্টপূর্ব ৩২৮ - ৩০০ অব্দ
  • খ. খ্রিস্টপূর্ব ২৭৩ - ২৩২ অব্দ
  • গ. খ্রিস্টপূর্ব ২৭৬ - ২৩০ অব্দ
  • ঘ. খ্রিস্টপূর্ব৩২০ - ৩৪০ অব্দ

উত্তরঃ খ্রিস্টপূর্ব ২৭৩ - ২৩২ অব্দ

বিস্তারিত

সতীদাহ প্রথা বিলোপ সাধন করেন কে এবং কত সালে?

  • ক. লর্ড কর্নওয়ালিস ১৮১৯
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২৯
  • গ. রাজা রামমোহন রায় ১৮২৯
  • ঘ. লর্ড বেন্টিংক ১৮২৯

উত্তরঃ লর্ড বেন্টিংক ১৮২৯

বিস্তারিত

নিচের কোনটি বৃত্তের সমীকরণ?

  • ক. ax2 + bx + c
  • খ. y2 = ax
  • গ. x2 + y2 = 16
  • ঘ. y2 = 2x + 7

উত্তরঃ y2 = 2x + 7

বিস্তারিত

আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত?

  • ক. পশ্চিম ইউরোপে
  • খ. পূর্ব ইউরোপে
  • গ. উত্তর আমেরিকায়
  • ঘ. দক্ষিণ পূর্ব এশিয়ায়

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন -

  • ক. জওহরলাল হেনেরু
  • খ. ইন্দিরা গান্ধী
  • গ. মহাত্মা গান্ধী
  • ঘ. অক্টোভিয়ান হিউম

উত্তরঃ অক্টোভিয়ান হিউম

বিস্তারিত

বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত?

  • ক. ১৬০২ মার্কিন ডলার
  • খ. ১৬১০ মার্কিন ডলার
  • গ. ১৫১০ মার্কিন ডলার
  • ঘ. ১৪০০ মার্কিন ডলার

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

১৬.৫ এর ১.৩% কত?

  • ক. ২.১৪৫
  • খ. ২১.৪৫
  • গ. ০.০২১৪৫
  • ঘ. ০.২১৪৫

উত্তরঃ ০.২১৪৫

বিস্তারিত

বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়?

  • ক. সন্ধি
  • খ. সমাস
  • গ. কারক
  • ঘ. প্রত্যয়

উত্তরঃ সন্ধি

বিস্তারিত

'Ten to one' means -

  • ক. very uncertain read
  • খ. very likely
  • গ. almost impossible
  • ঘ. not impossible at all

উত্তরঃ very likely

বিস্তারিত

রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. রবী + ইন্দ্র
  • খ. রবি + ইন্দ্র
  • গ. রবি + ঈন্দ্র
  • ঘ. রবী + ঈন্দ্র

উত্তরঃ রবি + ইন্দ্র

বিস্তারিত

হরমুজ প্রণালী সংযুক্ত করেছে -

  • ক. লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে
  • খ. ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে
  • গ. জিব্রাল্টার ও লোহিত সাগরকে
  • ঘ. ভূমধ্যসাগর ও আরব সাগরকে

উত্তরঃ ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে

বিস্তারিত

কোনটি মধুসূদন দত্তের পত্র কাব্য?

  • ক. ব্রজাঙ্গনা
  • খ. বিলাতের পত্র
  • গ. বীরাঙ্গনা
  • ঘ. শর্মিষ্ঠা

উত্তরঃ বীরাঙ্গনা

বিস্তারিত

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়?

  • ক. আজিমপুর কবরস্থানে
  • খ. শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
  • গ. বনানী কবরস্থানে
  • ঘ. সেনাবাহিনী কবরস্থানে

উত্তরঃ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে

বিস্তারিত

‘ম্যাডোনা-৪৩’ কি?

  • ক. দুর্ভিক্ষ চিত্রমালা
  • খ. মডেল ম্যাডোনার ৪৩ বছর বয়সের তৈলচিত্র
  • গ. অস্কার জয়ী ফিল্ম
  • ঘ. কামরুল হাসানের চিত্রকর্ম

উত্তরঃ দুর্ভিক্ষ চিত্রমালা

বিস্তারিত

‘সকলের জন্য প্রযোজ্য’ এক কথায় কি হবে?

  • ক. সর্বজনীন
  • খ. সর্বজন স্বীকৃত
  • গ. সার্বজনীন
  • ঘ. সর্বজনগ্রাহ্য

উত্তরঃ সর্বজনীন

বিস্তারিত

নিচের কোনটি প্রত্যয়সাধিত?

  • ক. প্রলয়
  • খ. নিঃশ্বাস
  • গ. খণ্ডিত
  • ঘ. অনুপম

উত্তরঃ খণ্ডিত

বিস্তারিত

একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ?

  • ক. সরলে কোণ
  • খ. সম্পূরক কোণ
  • গ. সূক্ষ্মকোণ
  • ঘ. সন্নিহিত কোণ

উত্তরঃ সূক্ষ্মকোণ

বিস্তারিত

বার্ষিক ৫% হারে ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?

  • ক. ২০০ টাকা
  • খ. ১৫০ টাকা
  • গ. ১৭৫ টাকা
  • ঘ. ২৫০ টাকা

উত্তরঃ ১৫০ টাকা

বিস্তারিত

‘টাকায় টাকা আনে’ - এ বাক্যে ‘টাকায়’ পদটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে ৭মী
  • খ. কর্তৃকারকে ৭মী
  • গ. করণকারকে ৭মী
  • ঘ. কর্মকারকে ৭মী

উত্তরঃ করণকারকে ৭মী

বিস্তারিত

The antonym of the word 'liberty' is -

  • ক. liberal
  • খ. freedom
  • গ. independent
  • ঘ. bondage

উত্তরঃ bondage

বিস্তারিত

‘ফুলমণি ও করুণার বিবরণ’ গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. হ্যানা ক্যাথেরিন
  • খ. উইলিয়াম কেরি
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. বিহারীলাল চক্রবর্তী

উত্তরঃ হ্যানা ক্যাথেরিন

বিস্তারিত

Which one is correct?

  • ক. The ship was drowned in the occan.
  • খ. The ship sunk in the occan.
  • গ. The ship goes under the ocean.
  • ঘ. The ship was sunk in the ocean.

উত্তরঃ The ship sunk in the occan.

বিস্তারিত

The phrase 'To embrace a habit' means -

  • ক. to reject it
  • খ. to eliminate it
  • গ. be curious about it
  • ঘ. to eagerly engage in it

উত্তরঃ to eagerly engage in it

বিস্তারিত

'To carry coal to new castle' means -

  • ক. To carry coal to New Zealand
  • খ. To carry coal where there are no coal
  • গ. To take things where they are already plentiful
  • ঘ. To take things where they are mostly needed.

উত্তরঃ To take things where they are already plentiful

বিস্তারিত

‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  • ক. আল মাহমুদ
  • খ. শামসুর রাহমান
  • গ. নির্মলেন্দু গুণ
  • ঘ. হেলাল হাফিজ

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

The anti-social elements are still at large এর বঙ্গানুবাদ হচ্ছে -

  • ক. সমাজবিরোধীরা এখনো ধরা ছোয়ার বাইরে
  • খ. সমাজবিরোধী শক্তি এখনও বেশ বড়
  • গ. সমাজবিরোধীরা এখনও বেশ দূরে
  • ঘ. সমাজবিরোধীরা ধীর হয়ে অপেক্ষা করছে

উত্তরঃ সমাজবিরোধীরা এখনো ধরা ছোয়ার বাইরে

বিস্তারিত

আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা -

  • ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন
  • খ. রাষ্ট্রভাষা বাংলা
  • গ. ধর্মনিরপেক্ষতা
  • ঘ. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা চালু

উত্তরঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন

বিস্তারিত

What is the antonym of 'Honourary'?

  • ক. honourable
  • খ. official
  • গ. salaried
  • ঘ. literacy

উত্তরঃ salaried

বিস্তারিত

কোন গ্রন্থটি উপন্যাস?

  • ক. পদ্মাবতী
  • খ. শেষের কবিতা
  • গ. মহাশ্মশান
  • ঘ. রক্তাক্ত প্রান্তর

উত্তরঃ শেষের কবিতা

বিস্তারিত

‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ এর রচয়িতা কে?

  • ক. আব্দুল গাফফার চৌধুরী
  • খ. অতুলপ্রসাদ সেন
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ অতুলপ্রসাদ সেন

বিস্তারিত

বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?

  • ক. ১০ জানুয়ারি ১৯৭২
  • খ. ১৭ এপ্রিল, ১৯৭২
  • গ. ১৬ ডিসেম্বর ১৯৭২
  • ঘ. ২৬ মার্চ, ১৯৭২

উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২

বিস্তারিত

Rome Statute 1998 দ্বারা কোন আদালতের সৃষ্টি?

  • ক. International court of justice
  • খ. International criminal court
  • গ. Permanent court of arbitration
  • ঘ. Permanent court of international justice

উত্তরঃ International criminal court

বিস্তারিত

এম এস ওয়ার্ডে কাজ করার সময় Crlt + Home বাটন চাপলে কারসরটি কোথায় যাবে?

  • ক. নতুন ডকুমেন্ট ওপেন হবে
  • খ. কারসর সেন্টেল এর শুরুতে যাবে
  • গ. কারসর ডকুমেন্টের শুরুতে যাবে
  • ঘ. কারসর ডকুমেন্টের শেষে যাবে

উত্তরঃ কারসর ডকুমেন্টের শুরুতে যাবে

বিস্তারিত

বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?

  • ক. কাইয়ুম চৌধুরী
  • খ. জয়নুল আবেদিন
  • গ. কামরুল হাসান
  • ঘ. আব্দুর রব

উত্তরঃ কামরুল হাসান

বিস্তারিত

‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল -

  • ক. মন + ঈষা
  • খ. মন + ইসা
  • গ. মনস + ঈসা
  • ঘ. মনস + ইসা

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

Victory over Europe Day (VE Day) পালিত হয় কবে?

  • ক. ৮ মে
  • খ. ৬ সেপ্টেম্বর
  • গ. ৬ জুন
  • ঘ. ৬ আগস্ট

উত্তরঃ ৮ মে

বিস্তারিত

কোন রাষ্ট্রটি ডি-৮ সদস্য নয়?

  • ক. বাংলাদেশ
  • খ. আলজেরিয়া
  • গ. তুরস্ক
  • ঘ. মিশর

উত্তরঃ আলজেরিয়া

বিস্তারিত

Choose the word which do not have a plural -

  • ক. mouse
  • খ. intension
  • গ. woman
  • ঘ. information

উত্তরঃ information

বিস্তারিত

ইংরেজিতে অনুবাদ - আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল।

  • ক. I had to go to Manikganj
  • খ. I was to go to Manikganj
  • গ. I am to go to Manikganj
  • ঘ. I need go to Manikganj

উত্তরঃ I was to go to Manikganj

বিস্তারিত

UN Convention on the law of the sea স্বাক্ষরিত হয় -

  • ক. ১৯৮২ সালের ১০ ডিসেম্বর
  • খ. ১৯৮২ সালের ১০ নভেম্বর
  • গ. ১৯৯৪ সালের ১৬ নভেম্বর
  • ঘ. ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর

উত্তরঃ ১৯৮২ সালের ১০ ডিসেম্বর

বিস্তারিত

He has no control - himself :

  • ক. on
  • খ. in
  • গ. at
  • ঘ. over

উত্তরঃ over

বিস্তারিত

২০১৭ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

  • ক. Richard H Thaler
  • খ. Kazuo Ishiguro
  • গ. Jacques Dubochet
  • ঘ. Jeffrey C. Hall

উত্তরঃ Richard H Thaler

বিস্তারিত

সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি - পঙক্তি দুটি কার রচনা?

  • ক. বেগম সুফিয়া কামাল
  • খ. মদনমোহন তর্কালঙ্কার
  • গ. মনোমোহন বসু
  • ঘ. হরিনাথ মজুমদার

উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার

বিস্তারিত

‘শিষ্টাচার’ এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. সংযম
  • খ. সদাচার
  • গ. সততা
  • ঘ. সভ্যতা

উত্তরঃ সদাচার

বিস্তারিত

‘জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার কে?

  • ক. গোবিন্দ হালদার
  • খ. নজরুল ইসলাম বাবু
  • গ. গাজী মাযহারুল আনোয়ার
  • ঘ. আপেল মাহমুদ

উত্তরঃ গাজী মাযহারুল আনোয়ার

বিস্তারিত

ক্রিপস মিশন ভারতীয় উপমহাদেশে আগমন করেন -

  • ক. ১৯৪২ সালে
  • খ. ১৯৪৩ সালে
  • গ. ১৯৪৬ সালে
  • ঘ. ১৯৩৮ সালে

উত্তরঃ ১৯৪২ সালে

বিস্তারিত

অপারেশন জ্যাকপট কি?

  • ক. র‌্যাবের সন্ত্রাসী ধরার অভিযান
  • খ. নাৎসী বাহিনীর অভিযান
  • গ. ভারতীয় কমান্ডোদের কাশ্মিরে অভিযান
  • ঘ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের অভিযান

উত্তরঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের অভিযান

বিস্তারিত

৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয় দফ দাবি উত্থাপন করেন?

  • ক. ৪ দফা
  • খ. ৫ দফা
  • গ. ৬ দফা
  • ঘ. ৭ দফা

উত্তরঃ ৪ দফা

বিস্তারিত

মাদার অফ হিউম্যানিটি কাকে বলা হয়?

  • ক. মাদার তেরেসা
  • খ. শ্রীমাভো বন্দরনায়েক
  • গ. শেখ হাসিনা
  • ঘ. ইন্দিরা গান্ধী

উত্তরঃ শেখ হাসিনা

বিস্তারিত

পৃথিবীর গভীরতম স্থান ‘মারিয়ানা ট্রেঞ্চ’ এর গভীরতা -

  • ক. ১০০৩৩ মিটার
  • খ. ১১০৩৩ মিটার
  • গ. ১১১৩৩ মিটার
  • ঘ. কোনটি নয়

উত্তরঃ ১১০৩৩ মিটার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics