৩০তম বিসিএস প্রিলি

1. ‘পাহাড়তলী’ গ্রামে জম্মগ্রহণ করেন-

  • ক. মুকুন্দরাম চক্রবর্তী
  • খ. সৈয়দ শামসুল হক
  • গ. শামসুর রহমান
  • ঘ. মোজাম্মেল হক

2. রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?

  • ক. স্বরবৃত্ত
  • খ. অক্ষরবৃত্ত
  • গ. মান্দাক্রান্ত
  • ঘ. মাত্রাবৃত্ত

4. ‘কাঠালপাড়ায়’ জম্মগ্রহণ করেন কোন লেখক?

  • ক. শর‌ৎচন্দ্র চট্রোপাধ্যায়
  • খ. সুভাষ মুখোপাধ্যায়
  • গ. কাজী ইমদাদুল হক
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্যোপাধ্যায়

5. বাংলা ভাষার ছন্দ প্রধানত কত প্রকার?

  • ক. ২ প্রকার
  • খ. ৪ প্রকার
  • গ. ৩ প্রকার
  • ঘ. ৫ প্রকার

6. ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন?

  • ক. রূপকথা
  • খ. ছোটগল্প
  • গ. গ্রাম্যগীতিকা
  • ঘ. রূপকথা-উপকথা

7. “সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।” এই চরণদ্বয়ের লেখক-

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কুসুমকুমারী দাশ
  • গ. মদনমোহন তর্কালঙ্কার
  • ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার

8. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?

  • ক. গোবিন্দ দাস
  • খ. কায়কোবাদ
  • গ. কাহুপা
  • ঘ. ভুসুকুপা

11. ‘অপ’ কী ধরনের উপসর্গ?

  • ক. সংস্কৃত
  • খ. বাংলা
  • গ. বিদেশী
  • ঘ. মিশ্র

13. বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ-

  • ক. বাগ + অম্বর
  • খ. বাগ + আড়ম্বর
  • গ. বাক্ + অম্বর
  • ঘ. বাক্ + আড়ম্বর

15. Anatomy শব্দের অর্থ-

  • ক. সাদৃশ্য
  • খ. স্নায়ুতন্ত্র
  • গ. শরীরবিদ্যা
  • ঘ. অঙ্গ-সঞ্চালন

16. জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?

  • ক. মধ্যপদলোপী
  • খ. ষষ্ঠী তৎপুরুষ
  • গ. পঞ্চমী তৎপুরুষ
  • ঘ. উপমান কর্মধারয়

17. ‘অলীক’ শব্দের অর্থ-

  • ক. সূর্য
  • খ. সমুদ্র
  • গ. যুদ্ধক্ষেত্র
  • ঘ. সৈনিক

19. AMICABLE

  • ক. Interesting
  • খ. Loving
  • গ. Affectionate
  • ঘ. Friendly

21. HATE

  • ক. Admire
  • খ. Abhor
  • গ. Concern
  • ঘ. Loathe


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics