১৩তম বিজেএস সহকারী জজ প্রাথমিক পরীক্ষা

76. সালিশি কাউন্সিল দ্বিতীয় বিয়ের অনুমতি দিলে প্রথম স্ত্রীর প্রতিকার -

  • ক. পারিবারিক আদালতে আপিল করা
  • খ. পারিবারিক আদালতে পিটিশন করা
  • গ. সহকারী জজের নিকট আপিল করা
  • ঘ. সহকারী জজের নিকট রিভিশন করা

77. 'Mahr-i-Mist' হলো - দেনমোহর।

  • ক. সুনির্দিষ্ট
  • খ. উপযুক্ত
  • গ. প্রাপ্য
  • ঘ. বিলম্বিত

78. মুসলিম আইনানুসারে একই শ্রেণিভুক্ত দুই বা ততোধিক স্বত্বাধিকারী থাকলে -

  • ক. কেউ পাবেন না
  • খ. মূল মালিকের সিদ্ধান্ত প্রাধান্য পাবে
  • গ. প্রয়োজন বিবেচনায় বণ্টন করা হবে
  • ঘ. প্রত্যেকেই সমান অংশ দাবি করতে পারবেন

87. রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরেকে কোন ব্যক্তিকে নিয়োগ প্রদান করতে পারবেন?

  • ক. অ্যাটর্নি জেনারেল
  • খ. প্রধান বিচারপতি
  • গ. হাইকোর্ট বিভাগের বিচারক
  • ঘ. প্রধান নির্বাচন কমিশনার

88. কোন ব্যক্তির কার্যভার গ্রহণের পূর্বে শপথ নেয়া আবশ্যক নয়?

  • ক. ডেপুট স্পিকার
  • খ. সরকারি কর্ম কমিশননের সদস্য
  • গ. অ্যাটর্নি জেনারেল
  • ঘ. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics