বাংলাদেশ বিভিন্ন সংস্থার সদস্য

1. জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদানকারী রাষ্ট্র -

  • ক. ফ্রান্স
  • খ. মার্কিন যুক্তরাষ্ট্র
  • গ. চীন
  • ঘ. ব্রিটেন

উত্তরঃ চীন

বিস্তারিত

3. জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১ তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ?

  • ক. বিজয়লক্ষী পন্ডিত
  • খ. বিচারপতি স্যার চৌধুরী জাফর উল্লাহ খান
  • গ. হুমায়ুন রশীদ চৌধুরী
  • ঘ. কফি আনান

উত্তরঃ হুমায়ুন রশীদ চৌধুরী

বিস্তারিত

4. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?

  • ক. বি এ সিদ্দিকী
  • খ. খাজা ওয়াসিরউদ্দিন
  • গ. হুমায়ুন রশীদ চৌধুরী
  • ঘ. শমসের মবিন চৌধুরী

উত্তরঃ হুমায়ুন রশীদ চৌধুরী

বিস্তারিত

5. বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্য পদ লাভ করে?

  • ক. ২ বার
  • খ. ৩ বার
  • গ. ১ বার
  • ঘ. ৪ বার

উত্তরঃ ২ বার

বিস্তারিত

7. জাতিসংঘে সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন?

  • ক. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
  • খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • গ. জনাব হুসাইন মুহাম্মদ এরশাদ
  • ঘ. বেগম খালেদা জিয়া

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

8. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় ভাষণ প্রাদান করেন করেন?

  • ক. স্বস্তি পরিষদ
  • খ. সাধারণ পরিষদের অধিবেশন
  • গ. ইকোসোকে (ECOSOC)
  • ঘ. ইউনেস্কোতে (UNESCO)

উত্তরঃ সাধারণ পরিষদের অধিবেশন

বিস্তারিত

9. যে কারণে বাংলাদেশের সেনাবাহিনীর বিশ্বে সুনাম অর্জন করেছে -

  • ক. সামরিক অভ্যুত্থান
  • খ. আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম
  • গ. স্থলমাইন উদ্ধার
  • ঘ. মানবকল্যাণ কার্যক্রম

উত্তরঃ আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম

বিস্তারিত

13. বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন সদস্য কোথায় বিমান দুর্ঘটনায় শহীদ হন ?

  • ক. দক্ষিণ আফ্রিকায়
  • খ. বেনিনে
  • গ. বাহরাইনে
  • ঘ. লন্ডনে

উত্তরঃ বেনিনে

বিস্তারিত

14. যুদ্ধে অংশগ্রহনের জন্য কোন দেশে বাংলাদেশী সৈন্যদের পাঠানো হয়েছিল ?

  • ক. কুয়েত
  • খ. সৌদি আরব
  • গ. কাতার
  • ঘ. আফগানিস্তান

উত্তরঃ কুয়েত

বিস্তারিত

15. জাতিসংঘের মহাসচিব হিসাবে প্রথম কে বাংলাদেশ সফর করেন ?

  • ক. কুর্ট ওয়াল্ডহেইম
  • খ. পেরেজ দ্য কুয়েলার
  • গ. কফি আনান
  • ঘ. বান কি মুন

উত্তরঃ কুর্ট ওয়াল্ডহেইম

বিস্তারিত

16. জাতিসংঘের মহাসচিব কফি আনান বাংলাদেশে সফর করেন -

  • ক. ২০০০ সালে
  • খ. ২০০১ সালে
  • গ. ২০০২ সালে
  • ঘ. ২০০৩ সালে

উত্তরঃ ২০০১ সালে

বিস্তারিত

17. জাতিসংঘের মহাসচিব বান কি মুন যে তারিখে বাংলাদেশে গমন করেন -

  • ক. ২৮ অক্টোবর ২০০৮
  • খ. ২৯ অক্টোবর ২০০৮
  • গ. ৩১ অক্টোবর ২০০৮
  • ঘ. ১ নভেম্বর ২০০৮

উত্তরঃ ১ নভেম্বর ২০০৮

বিস্তারিত

18. কোন বিদেশী সাংবাদিক ১৯৭১ সালে পুর্ব পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?

  • ক. হেজেল হাম্ব
  • খ. মার্ক টালি
  • গ. সাইমন ড্রিং
  • ঘ. অ্যান্থনি মাসকারেন হাস

উত্তরঃ সাইমন ড্রিং

বিস্তারিত

21. বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে ?

  • ক. ওআইসি
  • খ. এফএও
  • গ. কমনওয়েলথ
  • ঘ. ন্যাম

উত্তরঃ কমনওয়েলথ

বিস্তারিত

23. বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে -

  • ক. ১৮ এপ্রিল,১৯৭২
  • খ. ১৬ ডিসেম্বর, ১৯৭১
  • গ. ১৫ আগস্ট,১৯৭৫
  • ঘ. ২৫ মার্চ, ১৯৮২

উত্তরঃ ১৮ এপ্রিল,১৯৭২

বিস্তারিত

25. কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে?

  • ক. ১৬ ডিসেম্বর,১৯৭৫
  • খ. ১৭ সেপ্তেম্বের,১৯৭৪
  • গ. ১৪ ডিসেম্বর, ১৯৭৩
  • ঘ. ৩১ ডিসেম্বর,১৯৭২

উত্তরঃ ১৭ সেপ্তেম্বের,১৯৭৪

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects