বাংলাদেশের সভ্যতা ও সংস্কৃতি

1. অজয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?

  • ক. ময়মনসিংহ এলাকায়
  • খ. গাঙ্গেয় উপত্যকায়
  • গ. পশ্চিমবঙ্গে
  • ঘ. বর্ধমান জেলার অজয় নদীর তীরে

উত্তরঃ বর্ধমান জেলার অজয় নদীর তীরে

বিস্তারিত

2. অজয় সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক?

  • ক. পিকিং
  • খ. সিন্ধু
  • গ. আশেরীয়
  • ঘ. ব্যাবিলনীয়

উত্তরঃ সিন্ধু

বিস্তারিত

3. আর্যরা কখন বাংলায় আগমন করে?

  • ক. খ্রিস্টপূর্ব চতুর্থ শতক
  • খ. খ্রিস্টীয় দ্বিতীয় শতক
  • গ. খ্রিস্টপূর্ব তৃতীয় শতক
  • ঘ. খ্রিস্টীয় প্রথম শতক

উত্তরঃ খ্রিস্টীয় প্রথম শতক

বিস্তারিত

4. আর্যরা কোন ভাষায় কথা বলত?

  • ক. বৈদিক
  • খ. ফারসি
  • গ. পালি
  • ঘ. সংস্কৃত

উত্তরঃ বৈদিক

বিস্তারিত

5. বৈদিক ভাষাকে সংস্কার করে কোন ভাষার জন্ম হয়?

  • ক. উর্দু
  • খ. সংস্ক্রৃত
  • গ. হিন্দি
  • ঘ. পালি

উত্তরঃ সংস্ক্রৃত

বিস্তারিত

6. ব্রাক্ষ্ণণদের ভাষা ছিল কোনটি?

  • ক. প্রাকৃত
  • খ. হিন্দি
  • গ. পালি
  • ঘ. সংস্কৃত

উত্তরঃ সংস্কৃত

বিস্তারিত

7. সাধারণ মানুষ কোন ভাষায় কথা বলত?

  • ক. প্রাকৃত
  • খ. অপভ্রংশ
  • গ. পালি
  • ঘ. বৈদিক

উত্তরঃ প্রাকৃত

বিস্তারিত

8. প্রাকৃত ভাষা থেকে নিম্নের যে দু'টি ভাষার জন্ম হয়--

  • ক. আরবি ও উর্দু
  • খ. পালি ও অপভ্রংশ
  • গ. ফারসি ও পালি
  • ঘ. বাংলা ও হিন্দি

উত্তরঃ পালি ও অপভ্রংশ

বিস্তারিত

9. কোন শতকে বাংলা ভাষার জন্ম হয়েছে?

  • ক. দশম-একাদশ
  • খ. অষ্টম-নবম
  • গ. ষষ্ঠ-সপ্তম
  • ঘ. দশম

উত্তরঃ অষ্টম-নবম

বিস্তারিত

10. ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি?

  • ক. সুলতানি আমল
  • খ. মুঘল সাম্রাজ্য
  • গ. মৌর্য সাম্রাজ্য
  • ঘ. গুপ্ত সাম্রাজ্য

উত্তরঃ মৌর্য সাম্রাজ্য

বিস্তারিত

11. চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল--

  • ক. ৩-৪ খ্রিস্টাব্দ
  • খ. খ্রিস্টপূর্ব ৩-২ অব্দ
  • গ. ৩০০-৩২৪ খ্রিস্টাব্দ
  • ঘ. খ্রিস্টপূর্ব ৩২৪-৩০০ অব্দ

উত্তরঃ খ্রিস্টপূর্ব ৩২৪-৩০০ অব্দ

বিস্তারিত

12. চন্দ্রগুপ্ত প্রথম কোথাকার সিংহাসনে বসেন?

  • ক. কলকাতা
  • খ. উড়িষ্যা
  • গ. পাটলিপুত্র (পাটনা)
  • ঘ. মগধ

উত্তরঃ পাটলিপুত্র (পাটনা)

বিস্তারিত

13. কে প্রথম উপমহাদেশ থেকে গ্রিকদের বিতাড়িত করেন?

  • ক. সম্রাট আকবর
  • খ. সম্রাট অশোক
  • গ. গৌড়ের রাজা শশাঙ্ক
  • ঘ. মগধের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য

উত্তরঃ মগধের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য

বিস্তারিত

14. গ্রিক বীর আলেকজান্ডারের সেনাপতির নাম কি?

  • ক. অশোক
  • খ. কৌটিল্য
  • গ. মেগান্থিনিস
  • ঘ. সেলিউকাস

উত্তরঃ সেলিউকাস

বিস্তারিত

15. সেলিউকাস কার সাথে যুদ্ধ করে হেরে যান?

  • ক. শশাঙ্ক
  • খ. রাজ্যবর্ধন
  • গ. হর্ষবর্ধন
  • ঘ. চন্দ্রগুপ্ত

উত্তরঃ চন্দ্রগুপ্ত

বিস্তারিত

16. মেগান্থিনিস কে ছিলেন?

  • ক. সম্রাট আকবরের রাষ্ট্রদূত
  • খ. কৌটিল্যের বাবা
  • গ. অশোকের পুত্র
  • ঘ. সেলিউকাসের দূত

উত্তরঃ সেলিউকাসের দূত

বিস্তারিত

17. চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম গ্রহণ করেন?

  • ক. ইসলাম
  • খ. হিন্দু
  • গ. জৈন
  • ঘ. বৌদ্ধ

উত্তরঃ জৈন

বিস্তারিত

18. সম্রাট অশোকের সময়কাল--

  • ক. খ্রিস্টপূর্ব ২৭৩-২৩২ অব্দ
  • খ. ২৮০-৩৬০ খ্রিস্টাব্দ
  • গ. খ্রিস্টপূর্ব ৩২৪-৩০০ অব্দ
  • ঘ. ৩২২-৩৬০ খ্রিস্টাব্দ

উত্তরঃ খ্রিস্টপূর্ব ২৭৩-২৩২ অব্দ

বিস্তারিত

19. বাংলা সম্পর্কে লিখিত প্রচীনতম তথ্য যে গ্রন্থে পাওয়া যায়--

  • ক. চর্যাপদে
  • খ. মহাভারতে
  • গ. রামায়ণে
  • ঘ. কৌটিল্যের অর্থশাস্ত্রে

উত্তরঃ কৌটিল্যের অর্থশাস্ত্রে

বিস্তারিত

20. কোন যুগ থেকে বাংলায় ছাপাঙ্কিত মুদ্রার প্রচলন হয়?

  • ক. সুলতানি
  • খ. মুঘল
  • গ. মৌর্য
  • ঘ. গুপ্ত

উত্তরঃ মৌর্য

বিস্তারিত

21. কোন যুগ থেকে বাংলায় ছাঁচে ঢালা মুদ্রার ব্যবহার দেখা যায়?

  • ক. কৃষাণ পরবর্তী যুগ
  • খ. মুঘল
  • গ. গুপ্ত
  • ঘ. মৌর্য

উত্তরঃ কৃষাণ পরবর্তী যুগ

বিস্তারিত

22. দেব বংশীয় রাজাদের রাজধানী ছিল--

  • ক. সোমপুর
  • খ. সোনারগাঁও
  • গ. দেবপর্বত
  • ঘ. মহাস্থান

উত্তরঃ দেবপর্বত

বিস্তারিত

23. দেবপর্বত- এর অবস্থান ছিল--

  • ক. শেরপুর জেলায়
  • খ. নওগাঁর পাহাড়পুর
  • গ. বগুড়ার মহাস্থানগড়
  • ঘ. কুমিল্লার লালমাই

উত্তরঃ কুমিল্লার লালমাই

বিস্তারিত

24. পাণ্ডুরাজার ঢিবি কোথায়?

  • ক. লালমাই পাহাড়
  • খ. মহাস্থানগড়ে
  • গ. পশ্চিমবঙ্গের বাকুরা জেলায়
  • ঘ. পাহাড়পুরে

উত্তরঃ পশ্চিমবঙ্গের বাকুরা জেলায়

বিস্তারিত

25. বাংলাদেশের কোন সময়ের ইতিহাস প্রায় অন্ধকারাচ্ছন্ন?

  • ক. ৫-৬ খ্রিস্টাব্দ
  • খ. ৪-৬ খ্রিস্টাব্দ
  • গ. খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দ থেকে তৃতীয় শতক
  • ঘ. ৩ থেকে ৪ খ্রিস্টাব্দ

উত্তরঃ খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দ থেকে তৃতীয় শতক

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects