বাংলাদেশের গণমাধ্যম ও সংবাদপত্র

1. বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে ?

  • ক. ১৯৪৭ খৃঃ
  • খ. ১৯৫৮ খৃঃ
  • গ. ১৯৬৪ খৃঃ
  • ঘ. ১৯৬৫ খৃঃ

উত্তরঃ ১৯৬৪ খৃঃ

বিস্তারিত

2. ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় -

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৯৭৩ সালে
  • গ. ১৯৭৪ সালে
  • ঘ. ১৯৭৫ সালে

উত্তরঃ ১৯৭৫ সালে

বিস্তারিত

3. বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয় -

  • ক. ১ ডিসেম্বর ১৯৮০
  • খ. ১ নভেম্বর ১৯৮০
  • গ. ১ নভেম্বর ১৯৮১
  • ঘ. ১ জানুয়ারি ১৯৭৯

উত্তরঃ ১ ডিসেম্বর ১৯৮০

বিস্তারিত

4. ঢাকা টেলিভিশনের প্রথম নাটক কোনটি ?

  • ক. একতলা দোতলা
  • খ. জমিদার দর্পণ
  • গ. কবর
  • ঘ. কাবুলিওয়ালা

উত্তরঃ একতলা দোতলা

বিস্তারিত

5. বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি ?

  • ক. চ্যানেল আই
  • খ. এনটিভি
  • গ. এটিএন
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ এটিএন

বিস্তারিত

6. বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলের নাম -

  • ক. ইটিভি
  • খ. এনটিভি
  • গ. আরটিভি
  • ঘ. এটিএন

উত্তরঃ এটিএন

বিস্তারিত

7. বাংলাদেশের প্রথম সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেল কোনটি ?

  • ক. বিটিভি
  • খ. এনটিভি
  • গ. চ্যানেল আই
  • ঘ. আরটিভি

উত্তরঃ এনটিভি

বিস্তারিত

8. ‘বিটিভি ওয়াল্ড’ চালু হয় কখন ?

  • ক. ১১ এপ্রিল, ২০০৪
  • খ. ৯ মার্চ, ২০০৪
  • গ. ৭ মার্চ, ২০০৪
  • ঘ. ২৩ মার্চ, ২০০৪

উত্তরঃ ১১ এপ্রিল, ২০০৪

বিস্তারিত

9. বাংলাদেশ বেতারের সদর দপ্তর ঢাকা শহরের কোথায় অবস্থিত ?

  • ক. শ্যামলী
  • খ. আগারগাঁও
  • গ. মিরপুর
  • ঘ. শাহবাগ

উত্তরঃ আগারগাঁও

বিস্তারিত

10. বাংলাদেশের রেডিও স্টেশনের সংখ্যা -

  • ক. ৭ টি
  • খ. ৯টি
  • গ. ১২টি
  • ঘ. ১৫টি

উত্তরঃ ১৫টি

বিস্তারিত

11. ‘রেডিও ফুর্তি’ কি ?

  • ক. এম এম ব্যান্ডের বেতারকেন্দ্র
  • খ. টিভি চ্যানেল
  • গ. আড্ডাখানা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ এম এম ব্যান্ডের বেতারকেন্দ্র

বিস্তারিত

12. ‘বাংলাদেশ সংলাপ’ কি ?

  • ক. প্রচার অভিযান
  • খ. বিবিসির অনুষ্ঠান
  • গ. একটি এনজিও
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বিবিসির অনুষ্ঠান

বিস্তারিত

13. FM Radio তে FM –এর পূর্ণ অভিব্যক্তি কি ?

  • ক. Frequency Mode
  • খ. Free Mode
  • গ. Favorite Model
  • ঘ. Frequency Modulation

উত্তরঃ Frequency Mode

বিস্তারিত

14. সর্বপ্রথম চলচ্চিত্র নির্মিত হয় কত সালে ?

  • ক. ১৭৫০ সালে
  • খ. ১৮৫০ সালে
  • গ. ১৮৭৫ সালে
  • ঘ. ১৮৯৫ সালে

উত্তরঃ ১৮৯৫ সালে

বিস্তারিত

15. ঢাকায় নির্মিত প্রথম বাংলা ছায়াছবি কোনটি ?

  • ক. মুখ ও মুখোশ
  • খ. আনোয়ারা
  • গ. জোয়ার এলো
  • ঘ. আয়না ও অবশিষ্ট

উত্তরঃ মুখ ও মুখোশ

বিস্তারিত

16. ‘মুখ ও মুখোশ’ -

  • ক. একটি নাটকের নাম
  • খ. একটি চলচ্চিত্রের নাম
  • গ. একটি উপন্যাসের নাম
  • ঘ. একটিও নয়

উত্তরঃ একটি চলচ্চিত্রের নাম

বিস্তারিত

17. বাংলাদেশের প্রথম সিনেমা হল -

  • ক. পিকচার হাউস
  • খ. শাবিস্থান
  • গ. রূপমহল
  • ঘ. গুলিস্থান

উত্তরঃ পিকচার হাউস

বিস্তারিত

18. ‘ওরা এগারজন’ চলচ্চিত্রের মূল উপজীব্য ও পটভূমি হলো -

  • ক. সিপাহী বিদ্রোহ
  • খ. ৫২ –এর ভাষা আন্দোলন
  • গ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  • ঘ. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ

উত্তরঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ

বিস্তারিত

19. জয়যাত্রা চলচিত্রের পরিচালক কে ?

  • ক. হুমায়ুন আহম্মেদ
  • খ. সালাউদ্দিন লাভলু
  • গ. কবীর আনোয়ার
  • ঘ. তৌকির আহমেদ

উত্তরঃ তৌকির আহমেদ

বিস্তারিত

20. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য ছবি?

  • ক. ধীরে বহে মেঘনা
  • খ. কলমিলতা
  • গ. হুলিয়া
  • ঘ. চিৎকার

উত্তরঃ হুলিয়া

বিস্তারিত

21. মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি ?

  • ক. বাঘা
  • খ. ওরা এগার জন
  • গ. সংগ্রাম
  • ঘ. হুলিয়া

উত্তরঃ হুলিয়া

বিস্তারিত

22. মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য ছবি ‘আগামী’ এর পরিচালক -

  • ক. জহির রায়হান
  • খ. মোরশেদুল ইসলাম
  • গ. কাজী জহির
  • ঘ. হুমায়ুন আহমেদ

উত্তরঃ মোরশেদুল ইসলাম

বিস্তারিত

23. ‘ধীরে বহে মেঘনা’ এর পরিচালক ?

  • ক. শেখ নিয়ামত আলী
  • খ. মৃনাল সেন
  • গ. আলমগীর কবির
  • ঘ. সুভাষ দত্ত

উত্তরঃ আলমগীর কবির

বিস্তারিত

24. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র?

  • ক. আগুনের পরশমনি
  • খ. মুক্তির গান
  • গ. একাত্তরের যীশু
  • ঘ. পতাকা

উত্তরঃ মুক্তির গান

বিস্তারিত

25. ‘সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্রের পরিচালক কে?

  • ক. শেখ নিয়ামত শাকের
  • খ. জহির রায়হান
  • গ. খান আতা
  • ঘ. সুভাষ দত্ত

উত্তরঃ শেখ নিয়ামত শাকের

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects