২১তম বিসিএস প্রিলি

1. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?

  • ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. মুহম্মদ আবদুল হাই
  • গ. মুনীর চৌধুরী
  • ঘ. মোফাজ্জল হায়দার চৌধুরী

2. ‘প্রভাবতি সম্ভাষণ কার রচনা?

  • ক. দেবেন্দ্রনাথ ঠাকুর
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রামমোহন রায়
  • ঘ. কৃষ্ণমোহন বন্দ্যোপাধায়

3. ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?

  • ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • খ. নবীনচন্দ্র সেন
  • গ. মাইকেল মধুসূদন দত্ত
  • ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

4. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?

  • ক. বিষের বাঁশী
  • খ. বন্দীর বন্দনা
  • গ. সন্দীপের চর
  • ঘ. রূপসী বাংলা

5. ‘কবর’ নাটক কার রচনা?

  • ক. শহীদুল্লাহ কায়সার
  • খ. জহির রায়হান
  • গ. মুনীর চৌধুরী
  • ঘ. সত্যেন সেন

6. ‘ব্রজবুুুলি’ বলতে কী বুঝায়?

  • ক. ব্রজধামে কথিত ভাষা
  • খ. একরকম কৃত্রিম কবিভাষা
  • গ. বাংলা ও হিন্দির যোগফল
  • ঘ. মৈথিলী ভাষার একটি উপভাষা

7. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ কে বলেছেন?

  • ক. চণ্ডীদাস
  • খ. বিদ্যাপতি
  • গ. রামকৃষ্ণ পরমহংস
  • ঘ. বিবেকানন্দ

8. কোনটি রবীন্দ্রনাথের রচনা?

  • ক. চতুরঙ্গ
  • খ. চতুষ্কোণ
  • গ. চতুর্দশী
  • ঘ. চতুষ্পাঠী

9. কোনটি কাব্যগ্রন্থ?

  • ক. কবিতা
  • খ. কাব্য-পরিক্রমা
  • গ. কয়েকটি কবিতা
  • ঘ. বাঙলার কাব্য

10. কোনটি নাটক?

  • ক. কর্তার ইচ্ছায় কর্ম
  • খ. গড্ডলিকা
  • গ. পল্লীসমাজ
  • ঘ. সাজাহান

11. ‘আবোল-তাবোল’ কার লেখা?

  • ক. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
  • খ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  • গ. সুকুমার রায়
  • ঘ. সত্যজিৎ রায়

12. ‘লাল সালু’ উপন্যাসের লেখক কে?

  • ক. মুনীর চৌধুর
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  • ঘ. শওকত আলী

13. ‘চাঁদের হাট’ অর্থ কী?

  • ক. বন্ধুদের আগমন
  • খ. আত্মীয় সমাগম
  • গ. প্রিয়জন সমাগম
  • ঘ. গণ্যমান্যদের সমাগম

14. কোন বানানটি শুদ্ধ?

  • ক. মুমুর্ষ
  • খ. সুমূর্ষু
  • গ. মূমুর্ষু
  • ঘ. মূমুর্ষু

17. কোন বানানটি শুদ্ধ?

  • ক. সূচিম্মিতা
  • খ. সূচিম্মীতা
  • গ. সুচীম্মিতা
  • ঘ. সুচিম্মিতা

18. ‘বিরাগী’ শব্দের অর্থ কী?

  • ক. উদাসীন
  • খ. প্রতিকূল
  • গ. রাড়হীন
  • ঘ. বিশেষভাবে রুষ্ট

19. Eager :: Indifferent

  • ক. concerned :: careful
  • খ. anxious :: nervous
  • গ. enthusiastic :: halfhearted
  • ঘ. devoted :: dedicated

20. Lengthen :: Prolong

  • ক. stretch :: extend
  • খ. distance :: reduce
  • গ. draw out :: shorten
  • ঘ. reach out :: cut short

21. Delay :: Retard

  • ক. postpone :: promote
  • খ. adjourn :: start
  • গ. slow down :: hold up
  • ঘ. defer :: accelerate

22. Submission - Disobedient

  • ক. coomply :: conform
  • খ. heed :: acquiesce
  • গ. observe :: defy
  • ঘ. obey :: hearten to

24. The Parthenon is said - erected in the Age of Pericles.

  • ক. to have become
  • খ. to have begun
  • গ. to have been
  • ঘ. to have had

25. He divided the mango - the two children.

  • ক. among
  • খ. between
  • গ. in between
  • ঘ. over


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics