১৬তম বিসিএস প্রিলি

2. ‘পথিক তুমি পথ হারাইয়াছ’ কথাটি কার?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  • গ. মীর মশাররফ হোসেন
  • ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

3. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. শামসুদদীন আবুল কালাম
  • গ. খান মুহাম্মদ মইনুউদ্দিন
  • ঘ. মোহাম্মদ নাসিরউদ্দিন

4. কোন গ্রন্থটি ঢাকার হতে প্রথম প্রকাশিত হয়েছিল?

  • ক. মেঘনাদবধ কাব্য
  • খ. দুর্গেশনন্দিনী
  • গ. নীলদর্পণ
  • ঘ. অগ্নিবীণা

5. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • ক. মোহাম্মদ আকরম খাঁ
  • খ. তফাজ্জল হোসেন
  • গ. মোহাম্মদ নাসিরউদ্দিন
  • ঘ. সিকান্দার আবু জাফর

6. সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?

  • ক. গোলাম মোস্তফা
  • খ. ফররুখ আহমদ
  • গ. ভাই গিরীশচন্দ্র সেন
  • ঘ. সুনীতিকুমার চট্রোপাধ্যায়

7. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৫৫ সালে
  • খ. ১৯৩৫ সালে
  • গ. ১৯৫২ সালে
  • ঘ. ১৩৫২ সালে

8. ‘মানষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’।- এ পঙক্তিটি কার রচনা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. শেখ ফজলুল করিম
  • ঘ. শামসুর রহমান

9. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?

  • ক. বাংলার প্রকৃতির কথা
  • খ. বাংলার মানুষের কথা
  • গ. বাংলার ইতিহাসের কথা
  • ঘ. বাংলার সংস্কৃতির কথা

10. ‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

  • ক. চরিত্রহীন
  • খ. গৃহদান
  • গ. কৃষ্ণকান্তের উইল
  • ঘ. সংশপ্তক

11. ‘একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?

  • ক. হাসান হাফিজুর রহমান
  • খ. বেগম সুফিয়া কামাল
  • গ. মুনীর চৌধুরী
  • ঘ. আবুল হায়াত

12. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?

  • ক. বিষবৃক্ষ
  • খ. গণদেবতা
  • গ. আরাণ্যক
  • ঘ. ঘরে বাইরে

13. কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন?

  • ক. বারীন্দ্রকুমার ঘোষকে
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুরকে
  • গ. বীরজাসুন্দরী দেবীকে
  • ঘ. মুজাফফর আহমদকে

14. ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?

  • ক. শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
  • খ. শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
  • গ. দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
  • ঘ. দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক

15. যা চিরস্থায়ী নয়-

  • ক. অস্থায়ী
  • খ. ক্ষণিক
  • গ. ক্ষণস্থায়ী
  • ঘ. নশ্বর

16. ‘Intellectual’ শব্দের বাংলা অর্থ-

  • ক. বুদ্ধিমান
  • খ. মননশীল
  • গ. বুদ্ধিজীবী
  • ঘ. মেধাবী

17. ‘অচিন শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

  • ক. নেতিবাচক
  • খ. বিয়োগান্তক
  • গ. নঞর্থক
  • ঘ. অজানা

18. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?

  • ক. উৎকর্ষতা
  • খ. উৎকর্ষ
  • গ. উৎকৃষ্ট
  • ঘ. উৎকৃষ্টতা

19. Which of teh following sentences is correct?

  • ক. I forbade him from going
  • খ. I forbade him to go.
  • গ. I forbade him to going.
  • ঘ. I forbade him not to go.

20. Which of teh following sentences is a correct proverb?

  • ক. Fools rush in where angels fear to tread.
  • খ. Fools rush in where an angel fears to tread.
  • গ. A fool rushes in where an angel fears in tread.
  • ঘ. Fools rush in where the angels fear to tread.

21. Which of the following sentence is correct?

  • ক. Why you have done this?
  • খ. Why did you have done this?
  • গ. Why have you done this?
  • ঘ. Why you had done this?

22. Which of the following sentence is correct?

  • ক. That shirt which he bought is blue at colour
  • খ. The Shirt that which he bought is blue in colour
  • গ. That shirt he bought is blue in colour
  • ঘ. The shirt which he bought is blue in colour

23. The correct passive of : "Sheila was writting a letter" is -

  • ক. A letter was writing by Sheila
  • খ. A letter was being by Sheila
  • গ. A letter was being written by Sheila
  • ঘ. A letter was been written by Sheila

24. Which of teh following sentences is correct?

  • ক. One of my friends are a lawyer
  • খ. One of my friends is a lawyer
  • গ. One of my friends were lawyer
  • ঘ. One of my friends are lawyer

25. The word 'ecological' is related to -.

  • ক. atmosphere
  • খ. pollusion
  • গ. environment
  • ঘ. demography


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics