বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার পরিচিতি

1. বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও কোনটি?

  • ক. ব্র্যাক
  • খ. গ্রামীণ ব্যাংক
  • গ. প্রশিকা
  • ঘ. আশা

উত্তরঃ ব্র্যাক

বিস্তারিত

2. ব্র্যাক -এর প্রতিষ্ঠাতা কে -

  • ক. ড.মুহাম্মদ ইউনুস
  • খ. অধ্যাপক মুজাফফর আহমদ
  • গ. আইরিন খান
  • ঘ. ফজলে হোসেন আবেদ

উত্তরঃ ফজলে হোসেন আবেদ

বিস্তারিত

3. বাংলাদেশের বাইরে ব্র্যাকের কার্যক্রম কোন দেশে চালু আছে -

  • ক. ইথিওপিয়াতে
  • খ. সুদানে
  • গ. নেপালে
  • ঘ. আফগানিস্তানে

উত্তরঃ আফগানিস্তানে

বিস্তারিত

4. 'কেয়ার' একটি -

  • ক. বাংলাদেশী এনজিও
  • খ. আমেরিকান এনজিও
  • গ. কানাডিয়ান এনজিও
  • ঘ. ড্যানিশ

উত্তরঃ আমেরিকান এনজিও

বিস্তারিত

5. বাংলাদেশের অর্থনৈতিক নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কি?

  • ক. প্ল্যানিং কমিশন
  • খ. জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ
  • গ. প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ঘ. অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়

উত্তরঃ জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ

বিস্তারিত

6. বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক কাঊন্সিলের নির্বাহী পরিষদের সভাপতি হচ্ছেন -

  • ক. প্রধানমন্ত্রী
  • খ. অর্থ মন্ত্রী
  • গ. পরিকল্পনা মন্ত্রী
  • ঘ. যোগাযোগ মন্ত্রী

উত্তরঃ প্রধানমন্ত্রী

বিস্তারিত

7. ECNEC -এর বিকল্প চেয়ারম্যান -

  • ক. বাংলাদেশ ব্যাংকের গভর্নর
  • খ. অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
  • গ. রাষ্ট্রপতি
  • ঘ. প্রধানমন্ত্রী

উত্তরঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

বিস্তারিত

8. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় -

  • ক. ১৯৫০
  • খ. ১৯৫২
  • গ. ১৯৫৪
  • ঘ. ১৯৫৬

উত্তরঃ ১৯৫২

বিস্তারিত

9. 'বাংলা পিডিয়া'র প্রধান সম্পাদক কে ?

  • ক. আবদুল মুনীর চৌধুরী
  • খ. ওয়াকিল আহম্মেদ
  • গ. আবদুল মান্নান
  • ঘ. সিরাজুল ইসলাম

উত্তরঃ সিরাজুল ইসলাম

বিস্তারিত

10. কোন প্রতিষ্ঠানের উদ্যেগে 'বাংলা পিডিয়া' প্রকাশিত হয়েছিল ?

  • ক. শিল্পকলা একাডেমী
  • খ. বাংলা একাডেমী
  • গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঘ. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

উত্তরঃ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

বিস্তারিত

11. ECNEC এর পূর্ণ অভিব্যাক্তি কি ?(ECNEC stands for -)

  • ক. Executive Committee of National Economic Council
  • খ. Executive Council of National Economic Committee
  • গ. Executive Council of National Executive Committee
  • ঘ. Economic Committee of National Executive Council

উত্তরঃ Executive Committee of National Economic Council

বিস্তারিত

12. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল? (Which of the following institution was created due to language movement?)

  • ক. ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)
  • খ. বাংলা একাডেমী (Bangla Academy)
  • গ. এশিয়াটিক সোসাইটি (Asiatic Society)
  • ঘ. নজরুল ইন্সটিটিউট (Nazrul Institue)

উত্তরঃ বাংলা একাডেমী (Bangla Academy)

বিস্তারিত

13. বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় কখন ?

  • ক. ১৯ ডিসেম্বর, ১৯৭০
  • খ. ৩ ডিসেম্বর, ১৯৫৫
  • গ. ২১ ফেব্রুয়ারী, ১৯৭১
  • ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭২

উত্তরঃ ৩ ডিসেম্বর, ১৯৫৫

বিস্তারিত

14. বাংলা একাডেমীর মূল ভবনের নাম কি ছিল ?

  • ক. বর্ধমান হাউজ
  • খ. বাংলা ভবন
  • গ. আহসান মঞ্জিল
  • ঘ. চামেলি হাউজ

উত্তরঃ বর্ধমান হাউজ

বিস্তারিত

15. আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?

  • ক. ঢাকা সেনানিবাসে
  • খ. ঢাকার সেগুনবাগিচায়
  • গ. ঢাকা শাহ্বাগে
  • ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

উত্তরঃ ঢাকার সেগুনবাগিচায়

বিস্তারিত

16. আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে ?

  • ক. ১৯৯৮ সালে
  • খ. ১৯৯৯ সালে
  • গ. ২০০০ সালে
  • ঘ. ২০০১ সালে

উত্তরঃ ২০০১ সালে

বিস্তারিত

17. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠিত হয় ?

  • ক. ১৯৫৯ সালে
  • খ. ১৯৭১ সালে
  • গ. ১৯৬৮ সালে
  • ঘ. ১৯৮৫ সালে

উত্তরঃ ১৯৫৯ সালে

বিস্তারিত

18. 'BARD' বলতে কি বুঝায় ? (The acronym BARD stands for -)

  • ক. British Air and Road Department
  • খ. Bangladesh Agricultural and Rural Development
  • গ. Bangladesh Academy for Rural Development
  • ঘ. Bangladesh Air and Road Department

উত্তরঃ Bangladesh Academy for Rural Development

বিস্তারিত

19. কুমিল্লা বার্ড (BARD) এর প্রতিষ্ঠাতা কে ? (Who was the founder of BARD at Comilla ?)

  • ক. মোহাম্মদ আইউব খান
  • খ. আখতার হামিদ খান
  • গ. আবদুল হামিদ খান ভাসানী
  • ঘ. এম.এ.এম. ফজলুল হক

উত্তরঃ আখতার হামিদ খান

বিস্তারিত

20. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী কার উদ্যেগে প্রতিষ্ঠিত হয় ?(Who established Bangladesh Academy for Rural Development (BARD) ?)

  • ক. আখতার হামিদ খান (Akhtar Hamid Khan)
  • খ. মাওলানা ভাসানী (Mawlana Bhashani)
  • গ. আবেদ খান (Abed Khan)
  • ঘ. ড.মুহাম্মদ ইউনূস (Mohammed Younus)

উত্তরঃ আখতার হামিদ খান (Akhtar Hamid Khan)

বিস্তারিত

21. BARD কোথায় অবস্থিত ?

  • ক. মাদারীপুর
  • খ. কুমিল্লা
  • গ. গাজীপুর
  • ঘ. নোয়াখালী

উত্তরঃ কুমিল্লা

বিস্তারিত

22. RDA এর পূর্ণ রূপ -

  • ক. Rajshahi Development Academy
  • খ. Rajdhani Development Authority
  • গ. Rural Development Academy
  • ঘ. Rural Development Authority

উত্তরঃ Rural Development Academy

বিস্তারিত

23. বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে ?

  • ক. ডা.এম আর খান
  • খ. ডা. মোহাম্মদ ইব্রাহিম
  • গ. ডা. নূরুল ইসলাম
  • ঘ. ডা. গোলাম রসুল

উত্তরঃ ডা. মোহাম্মদ ইব্রাহিম

বিস্তারিত

24. BIRDEM stands for -

  • ক. Bangladesh International Research Diabetes Exanination Method
  • খ. Bangladesh International Research for Diabetes and Examination Methodology
  • গ. Bangladesh Institute for Research of Diabetes Endocrine and Metabolic Disorder
  • ঘ. Bangladesh Institute for Research of Diabetes Examination Method

উত্তরঃ Bangladesh Institute for Research of Diabetes Endocrine and Metabolic Disorder

বিস্তারিত

25. ICDDR,B কোথায় অবস্থিত?

  • ক. ঢাকা
  • খ. চট্টগ্রাম
  • গ. খুলনা
  • ঘ. ময়মনসিংহ

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects