জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর জুনিয়র ফিল্ড অফিসার
‘পরাভব’ শব্দে ‘পরা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. অভাব
- খ. আধিক্য
- গ. বিপরীত
- ঘ. বিকৃত
উত্তরঃ বিপরীত
এক কথায় প্রকাশ করুন : ‘যে নারীর হাসি সুন্দর’।
- ক. সুস্মিতা
- খ. সুহাসিনী
- গ. সুহাসি
- ঘ. সুচিস্মিতা
উত্তরঃ সুস্মিতা
কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
- ক. ধূমকেতু
- খ. সওগাত
- গ. মোসলেম ভারত
- ঘ. সবুজপত্র
উত্তরঃ ধূমকেতু
সন্ধি ব্যাকরণের কোন অংশে আলাচিত হয়?
- ক. ভাষাতত্ত্ব
- খ. ধ্বনিতত্ত্ব
- গ. রূপতত্ত্ব
- ঘ. বাক্যতত্ত্ব
উত্তরঃ ধ্বনিতত্ত্ব
ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
- ক. চলিত রীতি
- খ. আঞ্চলিক রীতি
- গ. কথ্য রীতি
- ঘ. সাধু রীতি
উত্তরঃ সাধু রীতি
‘মহৌষধি’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. মহ + ওষধি
- খ. মহা + ওষধি
- গ. মহ + ঔষধি
- ঘ. মহা + ঔষধি
উত্তরঃ মহা + ওষধি
এক কথায় প্রকাশ করুন : ‘অনেক অভিজ্ঞতা আছে যার’।
- ক. দূরদর্শী
- খ. অভিজ্ঞ
- গ. বহুদর্শী
- ঘ. ত্রিকালজ্ঞ
উত্তরঃ বহুদর্শী
‘চোখ পাকানো’ বাগধারাটির সঠিক অর্থ কি?
- ক. ইঙ্গিত করা
- খ. ক্রোধ দেখানো
- গ. সতর্ক করা
- ঘ. ফাঁকি দেয়া
উত্তরঃ ক্রোধ দেখানো
‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থটি কোন সাহিত্যিকের রচনা?
- ক. কবি সুফিয়া কামাল
- খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
- গ. রাবেয়া খাতুন
- ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ রোকেয়া সাখাওয়াত হোসেন
কোন কবি ‘ছন্দের জাদুকর’ নামে পরিচিত?
- ক. সুকুমার রায়
- খ. সত্যেন্দ্রনাথ দত্ত
- গ. আল মাহমুদ
- ঘ. ভারতচন্দ্র
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত
নিচের কোন যতি চিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না?
- ক. কমা
- খ. কোলন
- গ. প্রশ্নবোধক চিহ্ন
- ঘ. ব্র্যাকেট
উত্তরঃ ব্র্যাকেট
- ক. ক খ গ ঘ ঙ
- খ. চ ছ জ ঝ ঞ
- গ. ট ঠ ড ঢ ণ
- ঘ. প ফ ব ভ ম
উত্তরঃ ক খ গ ঘ ঙ
নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা? - চরণগুলোর রচয়িতা কে?
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ. মাইকেল মধুসূদন দত্ত
- গ. রামনিধি গুপ্ত
- ঘ. আব্দুল হাকিম
উত্তরঃ রামনিধি গুপ্ত
কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাভোগ করেন?
- ক. বিদ্রোহী
- খ. আনন্দময়ীর আগমনে
- গ. সংকল্প
- ঘ. সৃষ্টি সুখের উল্লাসে
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
He asked - if he had gotten the job.
- ক. expectantly
- খ. epectedly
- গ. exceptionally
- ঘ. acceptedly
উত্তরঃ expectantly
At last it was time for the - art competition.
- ক. long awaited
- খ. long waited
- গ. waited
- ঘ. weighted
উত্তরঃ long awaited
His reputation was put at - after his business failed.
- ক. stark
- খ. stake
- গ. steak
- ঘ. sterk
উত্তরঃ stake
Choose the correctly spelled word.
- ক. Bitchcomber
- খ. Beachcomber
- গ. Beaccomber
- ঘ. Bichcomber
উত্তরঃ Beachcomber
Choose the correctly spelled word.
- ক. Ceasless
- খ. Ceasseless
- গ. Ceaseless
- ঘ. Ceasceles
উত্তরঃ Ceaseless
Shihab always runs quite fast. here 'always' is a/an
- ক. preposition
- খ. adjective
- গ. adverb
- ঘ. verb
উত্তরঃ adverb
Which of the following is not a plural form of 'Buffalo'?
- ক. Buffaloss
- খ. Buffalos
- গ. Buffaloes
- ঘ. Buffalo
উত্তরঃ Buffaloss
What is the correct passive form of 'I saw him go to garden'?
- ক. He was seen go to hte garden.
- খ. He was seen to go to the garden.
- গ. He was been seen to go to the garden.
- ঘ. He went to the garden was seen.
উত্তরঃ He was seen to go to the garden.
What is the adjective form of the word 'Obligate'?
- ক. Obliato
- খ. Obligation
- গ. Obligatory
- ঘ. Obligate
উত্তরঃ Obligatory
- ক. ১৮ দিন
- খ. ৩২ দিন
- গ. ৪৮ দিন
- ঘ. ৬০ দিন
উত্তরঃ ৩২ দিন
- ক. ১২ টাকা
- খ. ১৫ টাকা
- গ. ১১ টাকা
- ঘ. ১০ টাকা
উত্তরঃ ১১ টাকা
একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ৭ সেন্টিমিটার, এর আয়তন কত?
- ক. ৪৯ ঘন সে.মি.
- খ. ৩৪৩ বর্গ সে.মি.
- গ. ৭২৯ ঘন সে.মি.
- ঘ. ৩৪৩ ঘন সে.মি.
উত্তরঃ ৩৪৩ ঘন সে.মি.
- ক. ৩০০%
- খ. ৭০০%
- গ. ৮০০%
- ঘ. ১০০০%
উত্তরঃ ৭০০%
জলিল মিয়া পাঁচ সপ্তাহে ৩৮০ টাকা সঞ্চয় করলে একই হারে তিনি কত সপ্তাহে এ টাকার ২.৬ গুণ সঞ্চয় করবেন?
- ক. ১০ সপ্তাহে
- খ. ১১ সপ্তাহে
- গ. ১২ সপ্তাহে
- ঘ. ১৩ সপ্তাহে
উত্তরঃ ১৩ সপ্তাহে
- ক. ২৬
- খ. ২৮
- গ. ৪০
- ঘ. ৪৪
উত্তরঃ ৪০
- ক. ২৯০০ টাকা
- খ. ৬০০০ টাকা
- গ. ৬৯০০ টাকা
- ঘ. ৭২০০ টাকা
উত্তরঃ ৬৯০০ টাকা
- ক. ৪৩২০০০ মি.
- খ. ৪৩২০০ মি.
- গ. ৪৩২০ মি.
- ঘ. ৪৩২ মি.
উত্তরঃ ৪৩২০ মি.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৫% বাড়ানো হলে ও এর প্রস্থ ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফরে কি পরিবর্তন হবে?
- ক. ২৫% বাড়বে
- খ. ৫০% বাড়বে
- গ. ১৫০% বাড়বে
- ঘ. ২০০% বাড়বে
উত্তরঃ ৫০% বাড়বে
- ক. ৩৩ দিন
- খ. ২২ দিন
- গ. ২৪ দিন
- ঘ. ২৮ দিন
উত্তরঃ ৩৩ দিন
- ক. ৪৮ বছরে
- খ. ৩৬ বছরে
- গ. ৩০ বছরে
- ঘ. ২৪ বছরে
উত্তরঃ ৩৬ বছরে
- ক. ৯% বাড়ল
- খ. ৭.৭৫% কমলো
- গ. ৯% কমলো
- ঘ. ৮.২৫% বাড়ল
উত্তরঃ ৯% কমলো
- ক. ১১০.৫ সে.মি.
- খ. ১১৭ সে.মি.
- গ. ১১৯ সে.মি.
- ঘ. ১২২.৫ সে.মি.
উত্তরঃ ১১৭ সে.মি.
- ক. ১৫০
- খ. ১২০
- গ. ১০০
- ঘ. ৭২
উত্তরঃ ৭২
- ক. ১২%
- খ. ২৪%
- গ. ২৬%
- ঘ. ৫০%
উত্তরঃ ২৪%
যদি (ক + ক ) = (খ + খ + খ) এবং (ক + খ) = ৫ হয়, তাহলে (ক২ + খ২) এর মান কত?
- ক. ১২
- খ. ১৩
- গ. ১৪
- ঘ. ১৫
উত্তরঃ ১৩
‘মেক্সিকো’ কোন মহাদেশের অন্তর্ভুক্ত?
- ক. ইউরোপ
- খ. এশিয়া
- গ. উত্তর আমেরিকা
- ঘ. দক্ষিণ আমেরিকা
উত্তরঃ উত্তর আমেরিকা
এশিয়া ও ইউরোপকে নিচের কোন প্রণালি পৃথক করেছে?
- ক. পক
- খ. জিব্রাল্টার
- গ. বেরিং
- ঘ. দার্দানেলিস
উত্তরঃ দার্দানেলিস
সিয়াচেন হিমবাহ কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত ?
- ক. ভারত ও চীন
- খ. ভারত ও পাকিস্তান
- গ. চীন ও পাকিস্তান
- ঘ. চীন ও নেপাল
উত্তরঃ ভারত ও পাকিস্তান
দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করতে আদালত সম্প্রতি কোন নদীটিকে ‘জীবন্ত সত্তা’ ঘোষণা করে রায় দিয়েছে?
- ক. বুড়িগঙ্গা
- খ. তুরাগ
- গ. পদ্মা
- ঘ. মেঘনা
উত্তরঃ তুরাগ
পদ্মা সেতু নিচের কোন দুটি জেলাকে যুক্ত করবে?
- ক. শরিয়তপুর ও ফরিদপুর
- খ. নরসিংদী ও মুন্সিগঞ্জ
- গ. খুলনা ও সাতক্ষীরা
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়
নিচের কোন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর জনগণ ‘মগধী’ ও ‘মগ’ নামে পরিচিত ছিল?
- ক. চাকমা
- খ. মারমা
- গ. খিয়াং
- ঘ. রাখাইন
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
নিচের কোন প্রতিষ্ঠানটি ‘ভৌগোলিক নির্দেশক পণ্য’ এর স্বীকৃতি দেয়?
- ক. ইউনেস্কো
- খ. আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা
- গ. বিশ্ব বাণিজ্য সংস্থা
- ঘ. বিশ্বব্যাংক
উত্তরঃ আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা
নিচের কোন দেশটি থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে?
- ক. মালয়েশিয়া
- খ. সংযুক্ত আরব আমিরাত
- গ. কাতার
- ঘ. সৌদি আরব
উত্তরঃ সৌদি আরব
নিচের কোন দেশটি কফি উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে শীর্ষে আছে?
- ক. ব্রাজিল
- খ. চীন
- গ. ভিয়েতনাম
- ঘ. কলম্বিয়া
উত্তরঃ ব্রাজিল
বাংলাদশে জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কোন দেশের নাগরিক?
- ক. ওয়েস্ট ইন্ডিজ
- খ. দক্ষিণ আফ্রিকা
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. ইংল্যান্ড
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থলসীমান্ত আছে?
- ক. একটি
- খ. দুইটি
- গ. তিনটি
- ঘ. চারটি
উত্তরঃ তিনটি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. সৈয়দ নজরুল ইসলাম
- গ. ক্যাপ্টেন মনসুর আলী
- ঘ. তাজউদ্দীন আহমদ
উত্তরঃ তাজউদ্দীন আহমদ
আনুষ্ঠনিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র করে জারি করা হয়?
- ক. ১০ এপ্রিল ১৯৭১
- খ. ১৭ এপ্রিল ১৯৭১
- গ. ৭ মার্চ ১৯৭১
- ঘ. ২৬ মার্চ ১৯৭১
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়?
- ক. ২৬ মার্চ ১৯৭২
- খ. ৪ এপ্রিল ১৯৭২
- গ. ১৬ ডিসেম্বর ১৯৭১
- ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭২
উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২
নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে?
- ক. কর্কটক্রান্তি রেখা
- খ. মকরক্রান্তি রেখা
- গ. বিষুবরেখা
- ঘ. আর্কটিক সার্কেল
উত্তরঃ কর্কটক্রান্তি রেখা
বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
- ক. বাংলার প্রকৃতির কথা
- খ. বাংলার মানুষের কথা
- গ. বাংলার ইতিহাসের কথা
- ঘ. বাংলার সংস্কৃতির কথা
উত্তরঃ বাংলার প্রকৃতির কথা