জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর জুনিয়র ফিল্ড অফিসার

‘পরাভব’ শব্দে ‘পরা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. অভাব
  • খ. আধিক্য
  • গ. বিপরীত
  • ঘ. বিকৃত

উত্তরঃ বিপরীত

বিস্তারিত

এক কথায় প্রকাশ করুন : ‘যে নারীর হাসি সুন্দর’।

  • ক. সুস্মিতা
  • খ. সুহাসিনী
  • গ. সুহাসি
  • ঘ. সুচিস্মিতা

উত্তরঃ সুস্মিতা

বিস্তারিত

কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

  • ক. ধূমকেতু
  • খ. সওগাত
  • গ. মোসলেম ভারত
  • ঘ. সবুজপত্র

উত্তরঃ ধূমকেতু

বিস্তারিত

সন্ধি ব্যাকরণের কোন অংশে আলাচিত হয়?

  • ক. ভাষাতত্ত্ব
  • খ. ধ্বনিতত্ত্ব
  • গ. রূপতত্ত্ব
  • ঘ. বাক্যতত্ত্ব

উত্তরঃ ধ্বনিতত্ত্ব

বিস্তারিত

ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?

  • ক. চলিত রীতি
  • খ. আঞ্চলিক রীতি
  • গ. কথ্য রীতি
  • ঘ. সাধু রীতি

উত্তরঃ সাধু রীতি

বিস্তারিত

নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি?

  • ক. ভাষা
  • খ. শব্দ
  • গ. ধ্বনি
  • ঘ. বাক্য

উত্তরঃ শব্দ

বিস্তারিত

‘মহৌষধি’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. মহ + ওষধি
  • খ. মহা + ওষধি
  • গ. মহ + ঔষধি
  • ঘ. মহা + ঔষধি

উত্তরঃ মহা + ওষধি

বিস্তারিত

এক কথায় প্রকাশ করুন : ‘অনেক অভিজ্ঞতা আছে যার’।

  • ক. দূরদর্শী
  • খ. অভিজ্ঞ
  • গ. বহুদর্শী
  • ঘ. ত্রিকালজ্ঞ

উত্তরঃ বহুদর্শী

বিস্তারিত

‘চোখ পাকানো’ বাগধারাটির সঠিক অর্থ কি?

  • ক. ইঙ্গিত করা
  • খ. ক্রোধ দেখানো
  • গ. সতর্ক করা
  • ঘ. ফাঁকি দেয়া

উত্তরঃ ক্রোধ দেখানো

বিস্তারিত

'Code' শব্দের সঠিক পরিভাষা কোনটি?

  • ক. নীতি
  • খ. নিয়ম
  • গ. সংকেত
  • ঘ. বিধি

উত্তরঃ সংকেত

বিস্তারিত

‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থটি কোন সাহিত্যিকের রচনা?

  • ক. কবি সুফিয়া কামাল
  • খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
  • গ. রাবেয়া খাতুন
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ রোকেয়া সাখাওয়াত হোসেন

বিস্তারিত

কোন কবি ‘ছন্দের জাদুকর’ নামে পরিচিত?

  • ক. সুকুমার রায়
  • খ. সত্যেন্দ্রনাথ দত্ত
  • গ. আল মাহমুদ
  • ঘ. ভারতচন্দ্র

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

বিস্তারিত

নিচের কোন যতি চিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না?

  • ক. কমা
  • খ. কোলন
  • গ. প্রশ্নবোধক চিহ্ন
  • ঘ. ব্র্যাকেট

উত্তরঃ ব্র্যাকেট

বিস্তারিত

‘তুরুপ’ শব্দটি কোন ভাষা থেকে আগত?

  • ক. ফরাসি
  • খ. ওলন্দাজ
  • গ. ফারসি
  • ঘ. পর্তুগিজ

উত্তরঃ ওলন্দাজ

বিস্তারিত

‘দেখিয়া’ শব্দের চলিত রূপ কোনটি?

  • ক. দেখে
  • খ. দেখিল
  • গ. দেখিয়াছি
  • ঘ. দেখলাম

উত্তরঃ দেখে

বিস্তারিত

‘হা-ঘরে’ বাগধারটির অর্থ কি?

  • ক. পেটুক
  • খ. হতভাগ্য
  • গ. ক্ষুধার্ত
  • ঘ. গৃহহীন

উত্তরঃ গৃহহীন

বিস্তারিত

নিচের কোনগুলো কণ্ঠধ্বনি?

  • ক. ক খ গ ঘ ঙ
  • খ. চ ছ জ ঝ ঞ
  • গ. ট ঠ ড ঢ ণ
  • ঘ. প ফ ব ভ ম

উত্তরঃ ক খ গ ঘ ঙ

বিস্তারিত

নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা? - চরণগুলোর রচয়িতা কে?

  • ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. রামনিধি গুপ্ত
  • ঘ. আব্দুল হাকিম

উত্তরঃ রামনিধি গুপ্ত

বিস্তারিত

বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি?

  • ক. ২টি
  • খ. ৩টি
  • গ. ৪টি
  • ঘ. ৫টি

উত্তরঃ ৩টি

বিস্তারিত

কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাভোগ করেন?

  • ক. বিদ্রোহী
  • খ. আনন্দময়ীর আগমনে
  • গ. সংকল্প
  • ঘ. সৃষ্টি সুখের উল্লাসে

উত্তরঃ আনন্দময়ীর আগমনে

বিস্তারিত

He asked - if he had gotten the job.

  • ক. expectantly
  • খ. epectedly
  • গ. exceptionally
  • ঘ. acceptedly

উত্তরঃ expectantly

বিস্তারিত

At last it was time for the - art competition.

  • ক. long awaited
  • খ. long waited
  • গ. waited
  • ঘ. weighted

উত্তরঃ long awaited

বিস্তারিত

His reputation was put at - after his business failed.

  • ক. stark
  • খ. stake
  • গ. steak
  • ঘ. sterk

উত্তরঃ stake

বিস্তারিত

He took a lot of care and - the table for hsi guests.

  • ক. laid
  • খ. lead
  • গ. lied
  • ঘ. led

উত্তরঃ laid

বিস্তারিত

Most outdoor sports - a lot of energy.

  • ক. squander
  • খ. assume
  • গ. dispense
  • ঘ. consume

উত্তরঃ consume

বিস্তারিত

Choose the correctly spelled word.

  • ক. Douber
  • খ. Daubar
  • গ. Dauber
  • ঘ. Daughber

উত্তরঃ Dauber

বিস্তারিত

Choose the correctly spelled word.

  • ক. Houghty
  • খ. Haughty
  • গ. Houghtty
  • ঘ. Hautty

উত্তরঃ Haughty

বিস্তারিত

Choose the correctly spelled word.

  • ক. Decisive
  • খ. Dicisive
  • গ. Desicive
  • ঘ. Decicive

উত্তরঃ Decisive

বিস্তারিত

Choose the correctly spelled word.

  • ক. Bitchcomber
  • খ. Beachcomber
  • গ. Beaccomber
  • ঘ. Bichcomber

উত্তরঃ Beachcomber

বিস্তারিত

Choose the correctly spelled word.

  • ক. Ceasless
  • খ. Ceasseless
  • গ. Ceaseless
  • ঘ. Ceasceles

উত্তরঃ Ceaseless

বিস্তারিত

Shihab always runs quite fast. here 'always' is a/an

  • ক. preposition
  • খ. adjective
  • গ. adverb
  • ঘ. verb

উত্তরঃ adverb

বিস্তারিত

Which of the following is not a plural form of 'Buffalo'?

  • ক. Buffaloss
  • খ. Buffalos
  • গ. Buffaloes
  • ঘ. Buffalo

উত্তরঃ Buffaloss

বিস্তারিত

What is the correct passive form of 'I saw him go to garden'?

  • ক. He was seen go to hte garden.
  • খ. He was seen to go to the garden.
  • গ. He was been seen to go to the garden.
  • ঘ. He went to the garden was seen.

উত্তরঃ He was seen to go to the garden.

বিস্তারিত

What is the adjective form of the word 'Obligate'?

  • ক. Obliato
  • খ. Obligation
  • গ. Obligatory
  • ঘ. Obligate

উত্তরঃ Obligatory

বিস্তারিত

What kind of noun is the word 'Boy'?

  • ক. Material
  • খ. Proper
  • গ. Common
  • ঘ. Collective

উত্তরঃ Common

বিস্তারিত

একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ৭ সেন্টিমিটার, এর আয়তন কত?

  • ক. ৪৯ ঘন সে.মি.
  • খ. ৩৪৩ বর্গ সে.মি.
  • গ. ৭২৯ ঘন সে.মি.
  • ঘ. ৩৪৩ ঘন সে.মি.

উত্তরঃ ৩৪৩ ঘন সে.মি.

বিস্তারিত

জলিল মিয়া পাঁচ সপ্তাহে ৩৮০ টাকা সঞ্চয় করলে একই হারে তিনি কত সপ্তাহে এ টাকার ২.৬ গুণ সঞ্চয় করবেন?

  • ক. ১০ সপ্তাহে
  • খ. ১১ সপ্তাহে
  • গ. ১২ সপ্তাহে
  • ঘ. ১৩ সপ্তাহে

উত্তরঃ ১৩ সপ্তাহে

বিস্তারিত

‘মেক্সিকো’ কোন মহাদেশের অন্তর্ভুক্ত?

  • ক. ইউরোপ
  • খ. এশিয়া
  • গ. উত্তর আমেরিকা
  • ঘ. দক্ষিণ আমেরিকা

উত্তরঃ উত্তর আমেরিকা

বিস্তারিত

এশিয়া ও ইউরোপকে নিচের কোন প্রণালি পৃথক করেছে?

  • ক. পক
  • খ. জিব্রাল্টার
  • গ. বেরিং
  • ঘ. দার্দানেলিস

উত্তরঃ দার্দানেলিস

বিস্তারিত

সিয়াচেন হিমবাহ কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত ?

  • ক. ভারত ও চীন
  • খ. ভারত ও পাকিস্তান
  • গ. চীন ও পাকিস্তান
  • ঘ. চীন ও নেপাল

উত্তরঃ ভারত ও পাকিস্তান

বিস্তারিত

পদ্মা সেতু নিচের কোন দুটি জেলাকে যুক্ত করবে?

  • ক. শরিয়তপুর ও ফরিদপুর
  • খ. নরসিংদী ও মুন্সিগঞ্জ
  • গ. খুলনা ও সাতক্ষীরা
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

নিচের কোন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর জনগণ ‘মগধী’ ও ‘মগ’ নামে পরিচিত ছিল?

  • ক. চাকমা
  • খ. মারমা
  • গ. খিয়াং
  • ঘ. রাখাইন

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

নিচের কোন প্রতিষ্ঠানটি ‘ভৌগোলিক নির্দেশক পণ্য’ এর স্বীকৃতি দেয়?

  • ক. ইউনেস্কো
  • খ. আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা
  • গ. বিশ্ব বাণিজ্য সংস্থা
  • ঘ. বিশ্বব্যাংক

উত্তরঃ আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা

বিস্তারিত

নিচের কোন দেশটি থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে?

  • ক. মালয়েশিয়া
  • খ. সংযুক্ত আরব আমিরাত
  • গ. কাতার
  • ঘ. সৌদি আরব

উত্তরঃ সৌদি আরব

বিস্তারিত

নিচের কোন দেশটি কফি উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে শীর্ষে আছে?

  • ক. ব্রাজিল
  • খ. চীন
  • গ. ভিয়েতনাম
  • ঘ. কলম্বিয়া

উত্তরঃ ব্রাজিল

বিস্তারিত

‘কাসাব্লাঙ্কা’ সমুদ্র বন্দরটি কোন দেশে অবস্থিত?

  • ক. জর্ডান
  • খ. মিশর
  • গ. মরক্কো
  • ঘ. সুদান

উত্তরঃ মরক্কো

বিস্তারিত

বাংলাদশে জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কোন দেশের নাগরিক?

  • ক. ওয়েস্ট ইন্ডিজ
  • খ. দক্ষিণ আফ্রিকা
  • গ. অস্ট্রেলিয়া
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ দক্ষিণ আফ্রিকা

বিস্তারিত

মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থলসীমান্ত আছে?

  • ক. একটি
  • খ. দুইটি
  • গ. তিনটি
  • ঘ. চারটি

উত্তরঃ তিনটি

বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

  • ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • খ. সৈয়দ নজরুল ইসলাম
  • গ. ক্যাপ্টেন মনসুর আলী
  • ঘ. তাজউদ্দীন আহমদ

উত্তরঃ তাজউদ্দীন আহমদ

বিস্তারিত

আনুষ্ঠনিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র করে জারি করা হয়?

  • ক. ১০ এপ্রিল ১৯৭১
  • খ. ১৭ এপ্রিল ১৯৭১
  • গ. ৭ মার্চ ১৯৭১
  • ঘ. ২৬ মার্চ ১৯৭১

উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১

বিস্তারিত

বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?

  • ক. ভুটান
  • খ. শ্রীলংকা
  • গ. ইরাক
  • ঘ. ভারত

উত্তরঃ ভারত

বিস্তারিত

বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়?

  • ক. ২৬ মার্চ ১৯৭২
  • খ. ৪ এপ্রিল ১৯৭২
  • গ. ১৬ ডিসেম্বর ১৯৭১
  • ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭২

উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২

বিস্তারিত

আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

  • ক. ঢাকা
  • খ. কুমিল্লা
  • গ. দিনাজপুর
  • ঘ. রাঙামাটি

উত্তরঃ রাঙামাটি

বিস্তারিত

নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে?

  • ক. কর্কটক্রান্তি রেখা
  • খ. মকরক্রান্তি রেখা
  • গ. বিষুবরেখা
  • ঘ. আর্কটিক সার্কেল

উত্তরঃ কর্কটক্রান্তি রেখা

বিস্তারিত

বালিশিয়া ভ্যালী কোথায় অবস্থিত?

  • ক. রাঙামাটি
  • খ. মৌলভীবাজার
  • গ. বান্দরবান
  • ঘ. খাগড়াছড়ি

উত্তরঃ মৌলভীবাজার

বিস্তারিত

বাক্যের ‘একক’ কী?

  • ক. উক্তি
  • খ. বিভক্তি
  • গ. পদ
  • ঘ. উপসর্গ

উত্তরঃ পদ

বিস্তারিত

বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?

  • ক. বাংলার প্রকৃতির কথা
  • খ. বাংলার মানুষের কথা
  • গ. বাংলার ইতিহাসের কথা
  • ঘ. বাংলার সংস্কৃতির কথা

উত্তরঃ বাংলার প্রকৃতির কথা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics