পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সঠিক সূত্র হচ্ছে -
- ক. ১/২ * ভূমি * উচ্চতা
- খ. ভূমি * উচ্চতা
- গ. দৈর্ঘ্য * প্রস্থ
- ঘ. ২ (দৈর্ঘ্য * উচ্চতা)
উত্তরঃ ভূমি * উচ্চতা
The number of boys present in the function - satisfactory.
- ক. was
- খ. have
- গ. were
- ঘ. have been
উত্তরঃ was
- ক. কিশোরগঞ্জ জেলায়
- খ. নেত্রকোনা জেলায়
- গ. শেরপুর জেলায়
- ঘ. সিলেট জেলায়
উত্তরঃ নেত্রকোনা জেলায়
নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের আলাদা করার বিষয় উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
- ক. ২০ অনুচ্ছেদ
- খ. ২১ অনুচ্ছেদ
- গ. ২২ অনুচ্ছেদ
- ঘ. ২৩ অনুচ্ছেদ
উত্তরঃ ২২ অনুচ্ছেদ
'He heard her sing'. The passive voice of the sentence is -
- ক. She was heard to sing by him.
- খ. She was heard sing by him.
- গ. She is heard to sing.
- ঘ. She was heard to be sung.
উত্তরঃ She was heard to sing by him.
বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
- ক. শ্রীকৃষ্ণকীর্তন
- খ. মনসামঙ্গল
- গ. চণ্ডীমঙ্গল
- ঘ. চর্যাপদ
উত্তরঃ চর্যাপদ
বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান?
- ক. এশিয়াটিক সোসাইটি
- খ. বাংলা একাডেমি
- গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
- ঘ. শিল্পকলা একাডেমি
উত্তরঃ বাংলা একাডেমি
‘প্রদোষে প্রাকৃতজন’ উপন্যাসটির ঔপন্যাসিক কে?
- ক. শহীদুল্লাহ কায়সার
- খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
- গ. শওক আলী
- ঘ. রিজিয়া রহমান
উত্তরঃ শওক আলী
বঙ্গবন্ধু ‘অস্থায়ী সংবিধান আদেশ’ কবে ঘোষণা করেন?
- ক. ৪ নভেম্বর ১৯৭২
- খ. ১০ জানুয়ারি ১৯৭২
- গ. ১১ জানুয়ারি ১৯৭২
- ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭২
উত্তরঃ ১১ জানুয়ারি ১৯৭২
- ক. International Development Authority
- খ. Industrial Development Authority
- গ. Inland Development Authority
- ঘ. International Development Association
উত্তরঃ International Development Association
বাংলাদেশের শীর্ষ দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী দেশ কোনটি?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. চীন
- গ. ভারত
- ঘ. জাপান
উত্তরঃ জাপান
- ক. দিল্লীর বাদশাহ
- খ. বাংলার বারভূঁইয়ার একজন
- গ. সুবেহ বাংলার শাসক
- ঘ. মুর্শিদাবাদের নবাব
উত্তরঃ বাংলার বারভূঁইয়ার একজন
- ক. HE asked me why did I go there.
- খ. He asked me why have you gone there
- গ. He asked me why I had done it.
- ঘ. He asked me why I had do it.
উত্তরঃ He asked me why I had done it.
কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া?
- ক. অক্কা পাওয়া
- খ. কেউকেটা
- গ. কান পাতলা
- ঘ. কেতাদুরস্ত
উত্তরঃ অক্কা পাওয়া
‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসটি কার রচনা?
- ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- খ. বুদ্ধদেব বসু
- গ. জহির রায়হান
- ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়
- ক. ভিটামিন সি
- খ. অ্যালবুমিন
- গ. গ্লুকোজ
- ঘ. লিনোলিক এসিড
উত্তরঃ অ্যালবুমিন
কোন উপাদানের ঘাটতির কারণে ডায়াবেটিস রোগ হয়?
- ক. বিলিরুবিন
- খ. মেলানিন
- গ. ইনসুলিন
- ঘ. হিমোগ্লোবিন
উত্তরঃ ইনসুলিন
‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানটির রচয়িতা কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. ডি. এল. রায়
- গ. অতুল প্রসাদ
- ঘ. আবুল লতিফ
উত্তরঃ ডি. এল. রায়
‘তৃষ্ণার্ত’ সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. তৃষ্ণা + আর্ত
- খ. তৃষ্ণা + ঋত
- গ. তৃষ্ণা + ষ্ণর্ত
- ঘ. তৃষ্ণা + রিত
উত্তরঃ তৃষ্ণা + ঋত
‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের কবি কে?
- ক. শামসুর রাহমান
- খ. হাসান হাফিজুর রহমান
- গ. রফিক আজাদ
- ঘ. আল মাহমুদ
উত্তরঃ শামসুর রাহমান
- ক. ফররুখ আহমেদ
- খ. আহসান হাবীব
- গ. আবুল হোসেন
- ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ আহসান হাবীব
- ক. ন্যানোমিটার
- খ. ল্যাকটোমিটার
- গ. ফ্যাদোঁমিটার
- ঘ. অলটিমিটার
উত্তরঃ ল্যাকটোমিটার
কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কোন সালে?
- ক. ১৮০১ খ্রি.
- খ. ১৮০২ খ্রি.
- গ. ১৮০৫ খ্রি.
- ঘ. ১৮১৫ খ্রি.
উত্তরঃ ১৮০১ খ্রি.
- ক. সম্রাট আকবর
- খ. নবাব আলিকর্দী খাঁ
- গ. লক্ষ্মণ সেন
- ঘ. আবুল ফজল
উত্তরঃ সম্রাট আকবর
- ক. সুধীন্দ্রনাথ দত্ত
- খ. শামসুর রাহমান
- গ. অন্নদাশংকর রায়
- ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ অন্নদাশংকর রায়
স্বাভাবিক সংখ্যার সেট N গঠিত হয় -
- ক. { 1, 2, 3, ....}
- খ. {0, 1, 2, 3, ....}
- গ. { 1, 2, 3, 4, ....}
- ঘ. { 1, 2, 3,4, 5 ....}
উত্তরঃ { 1, 2, 3, ....}
My father went home last night. here 'home' is a/an -
- ক. noun
- খ. adverb
- গ. preposition
- ঘ. pronoun
উত্তরঃ adverb
কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার মূল সুর হচ্ছে?
- ক. বিদ্রোহী ও বিপ্লবের আবেগ
- খ. স্বরাজ প্রতিষ্ঠা
- গ. প্রেম
- ঘ. প্রকৃতি বন্দনা
উত্তরঃ বিদ্রোহী ও বিপ্লবের আবেগ
হাঙর মাছের তেলে কোন ভিটামিন থাকে?
- ক. ভিটামিন E এবং D
- খ. ভিটামিন C এবং D
- গ. ভিটামিন A এবং D
- ঘ. ভিটামিন B এবং D
উত্তরঃ ভিটামিন A এবং D
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 404.01 বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে -
- ক. 20.01
- খ. 20.11
- গ. 20.21
- ঘ. 20.1
উত্তরঃ 20.01
‘বনলতা সেন’ কোন কবির কাব্যগ্রন্থের নাম?
- ক. বুদ্ধদেব বসু
- খ. অমিয় চক্রবর্তী
- গ. জীবানানন্দ দাশ
- ঘ. বিষ্ণু দে
উত্তরঃ জীবানানন্দ দাশ
বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কী ছিল?
- ক. IIBM 360
- খ. IIBM 1024
- গ. IIBM 1620
- ঘ. IIBM 2048
উত্তরঃ IIBM 1620
- ক. ৩৮ অনুচ্ছেদ
- খ. ৩৯ অনুচ্ছেদ
- গ. ৩৭ অনুচ্ছেদ
- ঘ. ৩৬ অনুচ্ছেদ
উত্তরঃ ৩৯ অনুচ্ছেদ
ইউরিয়া সারের প্রধান কাঁচামাল -
- ক. চুনাপাথর
- খ. খনিজ তেল
- গ. অ্যামোনিয়া
- ঘ. মিথেন গ্যাস
উত্তরঃ মিথেন গ্যাস
- ক. As soon as he saw the police
- খ. No sooner had he seen the police
- গ. No sooner he had see the police
- ঘ. As soon as he had seen the police
উত্তরঃ No sooner had he seen the police
সপ্তদশ শতকের কবি আলাওলের প্রধান কাব্য কোনটি?
- ক. পদ্মাবতী
- খ. সয়ফলমুলুক-বদিউজ্জামাল
- গ. হপ্ত পয়কর
- ঘ. তোহফা
উত্তরঃ পদ্মাবতী
ঐতিহাসিক ‘পানাম নগর’ কোথায় অবস্থিত?
- ক. সোনারগাঁ-এ
- খ. ময়নামতিতে
- গ. মহাস্থানগড়ে
- ঘ. বৌদ্ধ বিহারে
উত্তরঃ সোনারগাঁ-এ
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের বিষয় কী?
- ক. ভাষা আন্দোলন
- খ. মুক্তিযুদ্ধ
- গ. ছাত্র আন্দোলন
- ঘ. স্বৈরশাসন-বিরোধী আন্দোলন
উত্তরঃ মুক্তিযুদ্ধ
মরিশাস দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
- ক. প্রশান্ত মহাসাগরে
- খ. আরব সাগরে
- গ. আটলান্টি মহাসাগরে
- ঘ. ভারত মহাসাগরে
উত্তরঃ ভারত মহাসাগরে
- ক. Bangladesh Institute of Public Service Officers
- খ. Bangladesh International Peace Support Overseas Training
- গ. Bangladesh International Peace Support Operation of Training
- ঘ. Bangladesh Inland Police Service Operation and Training
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
- ক. The pen belong to me.
- খ. The pen belongs for me.
- গ. The pen belongs to you.
- ঘ. The pen bolonged by me.
উত্তরঃ The pen belongs to you.
‘আমি তাকে নাচতে দেখলাম’ - its english translation is -
- ক. I saw her danced.
- খ. I saw her to dance.
- গ. I saw her to dancing
- ঘ. I saw her dance.
উত্তরঃ I saw her dance.
- ক. যুক্তরাজ্য
- খ. কানাডা
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. ফ্রান্স
উত্তরঃ কানাডা
- ক. to become a matter for doubt
- খ. to be a matter for praise
- গ. to be a great event
- ঘ. to become a matter for writing
উত্তরঃ to become a matter for doubt
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন -
- ক. ১৯১৩ খ্রি.
- খ. ১৯১২ খ্রি.
- গ. ১৯১৪ খ্রি.
- ঘ. ১৯২৯ খ্রি.
উত্তরঃ ১৯১৩ খ্রি.
- ক. আলেক্সান্ডার ফ্লেমিং
- খ. হিপাক্রেটস
- গ. ইবনে সিনা
- ঘ. ইউক্লিড
উত্তরঃ আলেক্সান্ডার ফ্লেমিং
What is the antonym of 'harmony'?
- ক. unharmony
- খ. dissharmony
- গ. non-harmony
- ঘ. disharmony
উত্তরঃ disharmony
6 জন সদস্যের সমিতির প্রত্যেকেই সদস্য সংখ্যার 6 গুন চাঁদা দিলে মোট কত টাকা হবে?
- ক. 216
- খ. 125
- গ. 100
- ঘ. 64
উত্তরঃ 216
বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তন করেন -
- ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- খ. মাইকেল মধুসূদন দত্ত
- গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- ঘ. ভারতচন্দ্র
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
ক্যালকুলেটরের ডায়ালে কোনটি ব্যবহৃত হয়?
- ক. আয়রন চিপ
- খ. কপার চিপ
- গ. কার্কা চিপ
- ঘ. সিলিকন চিপ
উত্তরঃ সিলিকন চিপ
বিশ্বের সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র কোনটি?
- ক. ইন্দোনেশিয়া
- খ. ফিলিপাইন
- গ. মালদ্বীপ
- ঘ. জাপান
উত্তরঃ ইন্দোনেশিয়া
- ক. ক্লোরিন
- খ. টাইটেনিয়াম
- গ. গ্রাফাইট
- ঘ. গ্যালিয়াম
উত্তরঃ ক্লোরিন
- ক. He likes jogged.
- খ. He likes to be jogg.
- গ. He likes jogging.
- ঘ. He likes to jogging.
উত্তরঃ He likes jogging.
ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কী বোঝেন?
- ক. কেওড়া বন
- খ. উপকূলীয় বন
- গ. শালবন
- ঘ. মানবসৃষ্ট বন
উত্তরঃ উপকূলীয় বন
মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে?
- ক. ১৭ এপ্রিল, ১৯৭১
- খ. ৭ এপ্রিল, ১৯৭১
- গ. ১০ এপ্রিল, ১৯৭১
- ঘ. ২৭ এপ্রিল, ১৯৭১
উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১
Eupopean Union এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. প্যারিসে
- খ. ব্রাসেলসে
- গ. রোমে
- ঘ. বার্লিনে
উত্তরঃ ব্রাসেলসে
His younger brother is a school boy. Here 'school' is a/an -
- ক. noun
- খ. adverb
- গ. adjective
- ঘ. pronoun
উত্তরঃ adjective
- ক. চতুর্থী তৎপুরুষ
- খ. প্রাদি তৎপুরুষ
- গ. পঞ্চমী তৎপুরুষ
- ঘ. তৃতীয়া তৎপুরুষ
উত্তরঃ চতুর্থী তৎপুরুষ
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬টি হলে অন্তঃকোণসমূহের সমষ্টি হবে -
- ক. ৭ সমকোণ
- খ. ৬ সমকোণ
- গ. ৮ সমকোণ
- ঘ. ৯ সমকোণ
উত্তরঃ ৮ সমকোণ
Comparative শব্দটির পরিভাষা হলো -
- ক. তুলনামূলক
- খ. সাম্যবাদ
- গ. খেসরাত
- ঘ. প্রতিযোগিতা
উত্তরঃ তুলনামূলক
‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের আখ্যানকেন্দ্র কোথায়?
- ক. বিশ্ববিদ্যালয়
- খ. পুলিশ লাইনস
- গ. সাভার
- ঘ. গাজীপুর
উত্তরঃ বিশ্ববিদ্যালয়
শতকরা বার্ষিক 7 টাকা হার সরলসুদে 650 টাকার সুদ কত বছরে 273 টাকা হবে?
- ক. 1 বছর
- খ. 2 বছর
- গ. 3 বছর
- ঘ. 6 বছর
উত্তরঃ 6 বছর
কান্তজীউ মন্দির কোন জেলায় অবস্থিত?
- ক. দিনাজপুর জেলায়
- খ. রংপুর জেলায়
- গ. বগুড়া জেলায়
- ঘ. রাজশাহী জেলায়
উত্তরঃ দিনাজপুর জেলায়
- ক. I would talk to him.
- খ. I would have talked to him.
- গ. I would talked to him.
- ঘ. I would have talk to him
উত্তরঃ I would have talked to him.
- ক. Here comes the bus.
- খ. Here the bus comes.
- গ. Here the bus is come.
- ঘ. Here is the bus go.
উত্তরঃ Here comes the bus.
- ক. a book published
- খ. valualess book
- গ. to find a book
- ঘ. to rebuke
উত্তরঃ to rebuke
Bluetooth কোন প্রযুক্তি ব্যবহার করে?
- ক. ম্যাগনেটিক
- খ. রেডিও তরঙ্গ
- গ. অপটিক্যাল
- ঘ. লেজার
উত্তরঃ রেডিও তরঙ্গ
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
- ক. তাজউদ্দীন আহমদ
- খ. সৈয়দ নজরুল ইসলাম
- গ. এ. এইচ. এম কামরুজ্জামান
- ঘ. ক্যাপ্টেন এম মনসুর আলী
উত্তরঃ ক্যাপ্টেন এম মনসুর আলী
অ্যালুমিনিয়াম ফসফেটকে চলতি বাংলায় কী বলে?
- ক. চুন
- খ. ফিটকিরি
- গ. কস্টিক সোডা
- ঘ. বেকিং পাউডার
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
Choose the word correctly spelt -
- ক. assumption
- খ. assumtion
- গ. assumpted
- ঘ. assumping
উত্তরঃ assumption
The plural form of phenomenon is -
- ক. phenomenons
- খ. phenomena
- গ. phenomenas
- ঘ. phenomenos
উত্তরঃ phenomena