২৮তম বিসিএস প্রিলি

27. ফেয়ার ফ্যাক্স কী?

  • ক. সংবাদ সংস্থা
  • খ. পরিবেশ সংস্থা
  • গ. গোয়েন্দা সংস্থা
  • ঘ. মানবাধিকার সংস্থা

31. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?

  • ক. নিকোলাস সার্কোজি
  • খ. জ্যাক শিরাক
  • গ. ফ্রসিয়ে মিতেরা
  • ঘ. জেনারেল দ্য গল

36. রেফ্রিজারেটরে কমপ্রেশারের কাজ কী?

  • ক. ফ্রেয়নকে ঘনীভূত করা
  • খ. ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
  • গ. ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
  • ঘ. ফ্রেয়নকে ঠান্ডা করা

41. বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?

  • ক. ওয়াট আওয়ারে
  • খ. ওয়াটে
  • গ. ভোল্টে
  • ঘ. কিলোওয়াট ঘণ্টায়

43. চা পাতায় কোন ভিটামিন থাকে>

  • ক. ভিটামিন-ই
  • খ. ভিটামিন-কে
  • গ. ভিটামিন-বি কমপ্লেক্স
  • ঘ. ভিটামিন-এ

45. মানুষের স্পাইসাল কর্ডের দৈর্ঘ্য কত?

  • ক. ১৫ ইঞ্চি (প্রায়)
  • খ. ১৭ ইঞ্চি (প্রায়)
  • গ. ১৮ ইঞ্চি (প্রায়)
  • ঘ. ২০ ইঞ্চি (প্রায়)

46. ক্যান্সার রোগের কারণ কী?

  • ক. কোষের অস্বাভাবিক মৃত্যু
  • খ. কোষের অস্বাভাবিক বৃদ্ধি
  • গ. কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
  • ঘ. উপরের সবগুলি

47. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

  • ক. অগ্ন্যাশয় হতে
  • খ. প্যানক্রিয়াস হতে
  • গ. লিভার হতে
  • ঘ. পিটুইটারী গ্লান্ড হতে

49. জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?

  • ক. আলট্রা-ভায়োলেট রশ্মি
  • খ. বিটা রশ্মি
  • গ. আলফা রশ্মি
  • ঘ. গামা রশ্মি

50. জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কী?

  • ক. প্রাকৃতিক পরিবেশ
  • খ. সামাজিক পরিবেশ পরিবেশ
  • গ. বায়বীয় পরিবেশ
  • ঘ. সাংস্কৃতিক পরিবেশ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics