জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর সহকারী পরিচালক

নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক?

  • ক. মৃদু - সৌম্য
  • খ. উন্মীলন - নিমীলন
  • গ. অনৈক্য - বিভেদ
  • ঘ. অবাকৃত - উন্মুক্ত

উত্তরঃ উন্মীলন - নিমীলন

বিস্তারিত

নিচের কোনটি ফারসি উপসর্গ?

  • ক. বাজে
  • খ. আম
  • গ. হাফ
  • ঘ. কম

উত্তরঃ কম

বিস্তারিত

‘রাতে তারা দেখা যায়’ - এ বাক্যে ‘রাতে’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে ৭মী
  • খ. কর্তায় ৭মী
  • গ. অধিকরণে ৭মী
  • ঘ. কর্মে ৭মী

উত্তরঃ অধিকরণে ৭মী

বিস্তারিত

‘নাতিশীতোষ্ণ’ - কোন সমাসের উদাহরণ?

  • ক. দ্বিতীয়া তৎপুরুষ
  • খ. নংঞ তৎপুরুষ
  • গ. উপপদ তৎপুরুষ
  • ঘ. অলুক তৎপুরুষ

উত্তরঃ নংঞ তৎপুরুষ

বিস্তারিত

নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?

  • ক. সোনার তরী
  • খ. দ্রুতগামী
  • গ. ভারপ্রাপ্ত
  • ঘ. প্রাণপ্রিয়

উত্তরঃ সোনার তরী

বিস্তারিত

‘কৃপাণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. দয়া
  • খ. কিপটে লোক
  • গ. বার্তা
  • ঘ. তরবারি

উত্তরঃ তরবারি

বিস্তারিত

‘বাবা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. তুর্কি
  • খ. দেশি
  • গ. ফারসি
  • ঘ. ফরাসি

উত্তরঃ তুর্কি

বিস্তারিত

‘মৌন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. বিনয়ী
  • খ. মুখর
  • গ. সম্মতি
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

'Defendant' শব্দের সঠিক পরিভাষা কোনটি?

  • ক. বাদি
  • খ. সাক্ষী
  • গ. বিবাদি
  • ঘ. প্রমাণ

উত্তরঃ বিবাদি

বিস্তারিত

‘হাড়ে বাতাস লাগা’ বাগধারাটির অর্থ কি?

  • ক. মীমাংসা
  • খ. সুন্দর মিল
  • গ. সুযোগ নষ্ট করা
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

‘উত্থাপন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. উঃ + স্থাপন
  • খ. উৎ + স্থাপন
  • গ. উথ + স্থাপন
  • ঘ. উঃ + থাপন

উত্তরঃ উৎ + স্থাপন

বিস্তারিত

‘কুহক’ শব্দের স্ত্রী বাচক শব্দ কোনটি?

  • ক. কুহকিনী
  • খ. কুহিকা
  • গ. কুহিকানী
  • ঘ. কুহিকী

উত্তরঃ কুহকিনী

বিস্তারিত

নিচের কোন বানানের স্বভাবতই ‘মূর্ধন্য’ (ণ) হয়?

  • ক. হরিণ
  • খ. কারণ
  • গ. অর্পণ
  • ঘ. বাণ

উত্তরঃ বাণ

বিস্তারিত

‘কাঁদনা > কান্না’ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?

  • ক. অভিশ্রুতি
  • খ. অপিনিহিতি
  • গ. সমীভবন
  • ঘ. বিষমীভবন

উত্তরঃ সমীভবন

বিস্তারিত

নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত?

  • ক. আমরা
  • খ. হিমাচল
  • গ. বেখবর
  • ঘ. ঘরামি

উত্তরঃ আমরা

বিস্তারিত

‘যুগসন্ধিক্ষণের কবি’ হিসেবে পরিচিত কে?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. মাইকেল মধুদূদন দত্ত
  • গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • ঘ. কায়কোবাদ

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত?

  • ক. বিন্দু বিসর্গ
  • খ. অতসী মামী
  • গ. মেজদিদি
  • ঘ. সুভা

উত্তরঃ অতসী মামী

বিস্তারিত

কবি জসীমউদদীন রচিত বিখ্যাত ‘রূপাই’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া?

  • ক. রাখালী
  • খ. নকশী কাঁথার মাঠ
  • গ. বালুচর
  • ঘ. ধানক্ষেত

উত্তরঃ নকশী কাঁথার মাঠ

বিস্তারিত

ঐতিহাসিক ‘মৈমনসিংহ-গীতিকা’র সংগ্রাহক মূলত কে ছিলেন?

  • ক. ড. দীনেশ চন্দ্র সেন
  • খ. ড. সুনীতিকুমার বন্দ্যোপাধ্যায়
  • গ. চন্দ্রকুমার দে
  • ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

উত্তরঃ চন্দ্রকুমার দে

বিস্তারিত

Find the odd word from each list.

  • ক. Dulcet
  • খ. Mellifluous
  • গ. Melodious
  • ঘ. Raucous

উত্তরঃ Raucous

বিস্তারিত

Find the odd word from each list.

  • ক. Magnificent
  • খ. Glorious
  • গ. Splendid
  • ঘ. Average

উত্তরঃ Average

বিস্তারিত

Find the odd word from each list.

  • ক. Obscure
  • খ. Limpid
  • গ. Ambiguous
  • ঘ. Vague

উত্তরঃ Limpid

বিস্তারিত

Find the odd word from each list.

  • ক. Paltry
  • খ. Significant
  • গ. Negligible
  • ঘ. Immaterial

উত্তরঃ Significant

বিস্তারিত

Find the odd word from each list.

  • ক. Discord
  • খ. Conflict
  • গ. Friction
  • ঘ. Consent

উত্তরঃ Consent

বিস্তারিত

He could not deny that.

  • ক. decide
  • খ. accept
  • গ. confusion
  • ঘ. refuse

উত্তরঃ refuse

বিস্তারিত

He has gone to the USA for good,

  • ক. for higher study
  • খ. forever
  • গ. for traveling
  • ঘ. for training

উত্তরঃ forever

বিস্তারিত

The machine is out of order.

  • ক. new
  • খ. good
  • গ. modern
  • ঘ. none

উত্তরঃ none

বিস্তারিত

‘দোয়েল চত্বর’ স্থাপত্যের স্থাপত্যের স্থপতি কে?

  • ক. নিতুন কুণ্ডু
  • খ. আজিজুল জলিল পাশা
  • গ. শামীম শিকদার
  • ঘ. হামিদুজ্জামান

উত্তরঃ আজিজুল জলিল পাশা

বিস্তারিত

স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম সংশোধনীতে সংযোজিত হয়?

  • ক. একাদশ
  • খ. ত্রয়োদশ
  • গ. চতুর্দশ
  • ঘ. পঞ্চদশ

উত্তরঃ পঞ্চদশ

বিস্তারিত

বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থাটি থেকে?

  • ক. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
  • খ. আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)
  • গ. এশীয় উন্নয়ন ব্যাংক(ADB)
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)

বিস্তারিত

‘বার্ডি’ ও ‘বগি’ শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?

  • ক. ফুটবল
  • খ. রাগবি
  • গ. গলফ
  • ঘ. লন টেনিস

উত্তরঃ গলফ

বিস্তারিত

দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে?

  • ক. মোংলা
  • খ. মহেশখালী
  • গ. সোনাদিয়া
  • ঘ. চট্টগ্রাম

উত্তরঃ মহেশখালী

বিস্তারিত

সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

  • ক. মুম্বাই
  • খ. লাহোর
  • গ. কাঠমান্ডু
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

‘জাতীয় মূল্য সংযোজন কর দিবস’ কত তারিখে উদযাপিত হয়?

  • ক. ১৫ নভেম্বর
  • খ. ৩০ নভেম্বর
  • গ. ১০ ডিসেম্বর
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি?

  • ক. ম্যানগ্রোভ
  • খ. গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল
  • গ. ঘনবর্ধন বনাঞ্চল
  • ঘ. উপক্রান্তীয় ঘনবর্ধন বনাঞ্চল

উত্তরঃ গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল

বিস্তারিত

নিচের কোন দেশটি ‘মিলেনেশিয়া’ অঞ্চলের অন্তর্ভুক্ত?

  • ক. সামোয়া
  • খ. নাউরু
  • গ. ফিজি
  • ঘ. লাওস

উত্তরঃ ফিজি

বিস্তারিত

ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয়?

  • ক. কিয়োটো প্রটোকল
  • খ. ভিয়েনা কনভেনশন
  • গ. বাসেল কনভেনশন
  • ঘ. কার্টাগেনা প্রটোকল

উত্তরঃ ভিয়েনা কনভেনশন

বিস্তারিত

সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি?

  • ক. সার্বিয়া
  • খ. বেলারুশ
  • গ. জর্জিয়া
  • ঘ. তাজিকিস্তান

উত্তরঃ তাজিকিস্তান

বিস্তারিত

ঐতিহাসিক ‘ফ্রিডম স্কয়ার’ কোন শহরে অবস্থিত?

  • ক. নিউইর্য়ক সিটি
  • খ. কায়রো
  • গ. ইস্তাম্বুল
  • ঘ. বাকু

উত্তরঃ বাকু

বিস্তারিত

নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম?

  • ক. Ununtu
  • খ. Mac OS
  • গ. iOS
  • ঘ. A ও C দুটোই

উত্তরঃ Ununtu

বিস্তারিত

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে দলীয় সর্বনিম্ন রান করেছে কোন দেশ?

  • ক. আফগানিস্তান
  • খ. পাকিস্তান
  • গ. বাংলাদেশ
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

নিচের কোন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অস্কার পুরস্কার লাভ করেছেন?

  • ক. তারেক মাসুদ
  • খ. মোস্তফা সরয়ার ফারুকী
  • গ. সত্যজিৎ রায়
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics