বিভিন্ন মন্ত্রণালয়বিভাগের প্রশাসনিক কর্মকর্তা
‘রোহিণী’ কোন উপন্যাসের চরিত্র?
- ক. বিষবৃক্ষ
- খ. গৃহদাহ
- গ. কৃষ্ণকান্তের উইল
- ঘ. রাজর্ষি
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল
দুইটি সংখ্যার গুণফল ৯৮। ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির অর্ধেক হলে ছোট সংখ্যাটি কত?
- ক. ৫
- খ. ৬
- গ. ৭
- ঘ. ৮
উত্তরঃ ৭
Identify the correct passive form of - 'Do not shut the door' :
- ক. The door is not to be shut.
- খ. The door may not be shut.
- গ. Let not the door be shut.
- ঘ. The door will not be shut.
উত্তরঃ Let not the door be shut.
বাংলা ১১৭৬ সন কোনটির সাথে সংশ্লিষ্ট?
- ক. সিপাহি বিদ্রোহী
- খ. বঙ্গভঙ্গ
- গ. ছিয়াত্তরের মন্বন্তর
- ঘ. দেশভাগ
উত্তরঃ ছিয়াত্তরের মন্বন্তর
- ক. বৌদ্ধবিহার
- খ. শালবন
- গ. স্বাস্থ্যকর স্থান
- ঘ. প্রাচীন রাজধানী
উত্তরঃ বৌদ্ধবিহার
Choose the right form of verb in the sentence 'Babul got his transcripts (send) to the university'.
- ক. had sent
- খ. has been sent
- গ. sending
- ঘ. sent
উত্তরঃ sent
- ক. শরৎচন্দ্র চট্টোপ্যাধায়
- খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যক গড় B হলে সবগুলো সংখ্যার গড় কত হবে?
- ক. A+B/2
- খ. MM +BN/A+B
- গ. AM+BN/M+N
- ঘ. AM+BN/M+N
উত্তরঃ AM+BN/M+N
জীবনানন্দ দাশকে ‘নির্জনতার কবি’ আখ্যা দিয়েছেন কে?
- ক. বুদ্ধদেব বসু
- খ. বিষ্ণু দে
- গ. সুধীন্দ্রনাথ দত্ত
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ বুদ্ধদেব বসু
- ক. বাগেরহাট
- খ. যশোর
- গ. চাঁপাইনবাবগঞ্জ
- ঘ. কুড়িগ্র্র্রাম
উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ
কত টাকার ৭/৯ অংশ ৭০০ টাকার ৯/১০ অংশের সমান?
- ক. ৬৩০ টাকা
- খ. ৬০০ টাকা
- গ. ৩৬০ টাকা
- ঘ. ৩০০ টাকা
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
- ক. He prefers to read than to write
- খ. He is comparatively better today
- গ. He has scarrely any money
- ঘ. H speaks fluent than I
উত্তরঃ He has scarrely any money
আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত?
- ক. ফ্রান্স
- খ. সুইজারল্যান্ড
- গ. নেদারল্যান্ড
- ঘ. জার্মানি
উত্তরঃ নেদারল্যান্ড
একটি দ্রব্য ৫৭ টাকায় বিক্রয় করাতে ৫% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
- ক. ৬০ টাকা
- খ. ৬২ টাকা
- গ. ৫৪ টাকা
- ঘ. ৫২ টাকা
উত্তরঃ ৬০ টাকা
- ক. ইউসুফ জুলেখা
- খ. তোহফা
- গ. পদ্মাবতী
- ঘ. হপ্তপয়কর
উত্তরঃ ইউসুফ জুলেখা
‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি রচনা করেন -
- ক. সেলিম আল দীন
- খ. সৈয়দ শামসুল হক
- গ. শওকত ওসমান
- ঘ. শওকত আলী
উত্তরঃ শওকত আলী
একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা সংখ্যা কয়টি?
- ক. ২টি
- খ. ৬টি
- গ. ১২টি
- ঘ. ২৪টি
উত্তরঃ ১২টি
- ক. The tree has been uprooted
- খ. The door should be kept closed
- গ. I have lost my watch.
- ঘ. My suggestion was not accepted.
উত্তরঃ I have lost my watch.
‘মোনালিসা’ চিত্রকর্মটি কোন শিল্পীর?
- ক. মাইকেল এঞ্জেলো
- খ. পাবলো পিকাসো
- গ. ভ্যানগগ
- ঘ. লিওনার্দো দা ভিঞ্চি
উত্তরঃ লিওনার্দো দা ভিঞ্চি
বাংলাদেশের সংবিধানের কোনভাগে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে?
- ক. ১ম ভাগে
- খ. ৫ম ভাগে
- গ. ৬ষ্ঠ ভাগে
- ঘ. ৩য় ভাগে
উত্তরঃ ৩য় ভাগে
যদি A = {x:x,3 এর গুণিতক<15} হলে নিচের কোনটি সঠিক?
- ক. A = {1, 3, 6, 9, 12}
- খ. A = {3, 6, 9, 12}
- গ. A = {3, 6, 9, 12, 15}
- ঘ. A = {3, 5}
উত্তরঃ A = {3, 6, 9, 12}
‘পথিক তুমি পথ হারাইয়াছ’ - উক্তিটি কার?
- ক. নবকুমার
- খ. শ্রীকান্ত
- গ. কপালকুণ্ডলা
- ঘ. কুমুদিনী
উত্তরঃ কপালকুণ্ডলা
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন?
- ক. সৈয়দ নজরুল ইসলাম
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ঘ. মাওলানা ভাসানী
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম -
- ক. ধূমকতু
- খ. অগ্নিবীণা
- গ. বিষের বাঁশী
- ঘ. ভাঙ্গার গান
উত্তরঃ অগ্নিবীণা
Choose the simple form of the sentence 'Stand here and die'.
- ক. Stand here so that you can die.
- খ. Stand here only to die.
- গ. Without standing here you will die.
- ঘ. As yu stand here you will die.
উত্তরঃ Stand here only to die.
- ক. শহীদুল্লাহ কায়সার
- খ. জহির রায়হান
- গ. মুনীর চৌধুরী
- ঘ. নুরুল মোমেন
উত্তরঃ মুনীর চৌধুরী
The old man said, 'Curse the flood'. The indirect form of the sentence is -
- ক. The old man said that the flood be cursed
- খ. The old man cursed the flood.
- গ. The old man told that the flood is cursed.
- ঘ. The odl man was cursing the flood.
উত্তরঃ The old man cursed the flood.
Choose the correct meaning of hte phrase 'end in smoke' :
- ক. Come to nothing
- খ. Catch fire
- গ. Destroy
- ঘ. Stop smoking
উত্তরঃ Come to nothing
- ক. Rabi is a good boy, is he?
- খ. Rabi is a good boy, is it?
- গ. Rabi is a good boy, had he?
- ঘ. Rabi is a good boy, is not he?
উত্তরঃ Rabi is a good boy, is not he?
- ক. ২১০০ জন
- খ. ৩২০০ জন
- গ. ৩১০০ জন
- ঘ. ২৫০০ জন
উত্তরঃ ৩১০০ জন
- ক. বেলজিয়াম
- খ. অস্ট্রিয়া
- গ. ভ্যাটিকান সিটি
- ঘ. ফ্রান্স
উত্তরঃ ভ্যাটিকান সিটি
- ক. ২ প্রকার
- খ. ৩ প্রকার
- গ. ৪ প্রকার
- ঘ. ৫ প্রকার
উত্তরঃ ২ প্রকার
OIC এর সদস্য কিন্তু জাতিসংঘের নয় কোন দেশ?
- ক. আফগানিস্তান
- খ. ইরাক
- গ. সিরিয়া
- ঘ. প্যালেস্টাইন
উত্তরঃ প্যালেস্টাইন
Having two possible meanings and not very clear is called -
- ক. amphibious
- খ. anonymous
- গ. confiscate
- ঘ. ambiguous
উত্তরঃ ambiguous
‘শিখা’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়?
- ক. ১৯২৫ সালে
- খ. ১৯২৭ সালে
- গ. ১৯১১ সালে
- ঘ. ১৯৬৪ সালে
উত্তরঃ ১৯২৭ সালে
The verb form of the word 'friend' is -
- ক. befriend
- খ. enfriend
- গ. defriend
- ঘ. friendly
উত্তরঃ befriend
'As you like it' is a play by -
- ক. Shakespeare
- খ. T.S. Eliot
- গ. Hemingway
- ঘ. Marlowe
উত্তরঃ Shakespeare
Identify the correct plural form.
- ক. Phenomenous
- খ. Phenomenones
- গ. Phenomena
- ঘ. Phenomenons
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
‘নয়নচারা’ গ্রন্থটি রচনা করেন ?
- ক. সৈয়দ শামসুল হক
- খ. হুমায়ুন আহমদ
- গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
- ঘ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ
পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করেছিল?
- ক. ঢাকা ক্যান্টনমেন্ট
- খ. পিলখানায়
- গ. রাজারবাগে
- ঘ. রেসকোর্স ময়দানে
উত্তরঃ রেসকোর্স ময়দানে
- ক. ফরাসি প্রেসিডেন্ট
- খ. স্পেনের রানির
- গ. ভারতের রাষ্ট্রপতির
- ঘ. ব্রিটেনের রানির
উত্তরঃ ফরাসি প্রেসিডেন্ট
- ক. পৌরসভা
- খ. ইউনিয়ন পরিষদ
- গ. জেলা প্রশাসন
- ঘ. সিটি কর্পোরেশন
উত্তরঃ জেলা প্রশাসন
শতকরা ২০ টাকা মুনাফায় ৫০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
- ক. ৭৫০ টাকা
- খ. ৭৪০ টাকা
- গ. ৭২০ টাকা
- ঘ. ৭০০ টাকা
উত্তরঃ ৭২০ টাকা
- ক. No sooner had reached the station than the train left.
- খ. No sooner had I rached the station than the train left.
- গ. No sooner I reached the station than the train left.
- ঘ. No sooner had I reached the station when the train left.
উত্তরঃ No sooner had I rached the station than the train left.
- ক. 10
- খ. 16
- গ. 18
- ঘ. 27
উত্তরঃ 27
x + y = 8 এবং 2x + y + 7 সরল রেখা দুইটির ছেদবিন্দু কোনটি?
- ক. (8, 0)
- খ. (6, 1)
- গ. (4 , 2)
- ঘ. (2, 3)
উত্তরঃ (2, 3)
‘উদ্যোগ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. উদ + যোগ
- খ. উৎ + যোগ
- গ. উদ্যো + গ
- ঘ. উত + যোগ
উত্তরঃ উৎ + যোগ
কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় ?
- ক. চীন
- খ. রাশিয়া
- গ. জাপান
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ জাপান
- ক. ষষ্ঠী তৎপুরুষ
- খ. কর্মধারয়
- গ. দ্বন্দ্ব
- ঘ. বহুব্রীহি
উত্তরঃ ষষ্ঠী তৎপুরুষ
- ক. ভারতচন্দ্র
- খ. চণ্ডীদাস
- গ. বিজয়গুপ্ত
- ঘ. কাহাহরি দত্ত
উত্তরঃ ভারতচন্দ্র
মৌলিক অধিকার লংঘনের প্রতিকারে কোন আদালতে যেতে হয়?
- ক. জেলা জজ আদালত
- খ. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
- গ. জেলা ম্যাজিস্ট্রেট আদালত
- ঘ. হাইকোর্ট বিভাগে
উত্তরঃ হাইকোর্ট বিভাগে
- ক. উপন্যাস
- খ. প্রবন্ধ গ্রন্থ
- গ. আত্মজীবনীমূলক গ্রন্থ
- ঘ. নাটক
উত্তরঃ আত্মজীবনীমূলক গ্রন্থ
বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক -
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
মুক্তিযুদ্ধে বীরত্বের সর্বোচ্চ খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ কত জনকে দেয়া হয়?
- ক. ৭ জন
- খ. ৮ জন
- গ. ৯ জন
- ঘ. ১০ জন
উত্তরঃ ৭ জন
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘু্রে। 1 সেকেন্ডে চাকাটির কত ডিগ্রি ঘুরবে?
- ক. 270
- খ. 180
- গ. 360
- ঘ. 540
উত্তরঃ 540