১৬তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা কলেজসমপর্যায়
বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?
- ক. মুহম্মদ শহীদুল্লাহ
- খ. দীনেশচন্দ্র সেন
- গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- ঘ. সুকুমার সেন
উত্তরঃ মুহম্মদ শহীদুল্লাহ
‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
- ক. যথেচ্ছাচারী
- খ. বক ধার্মিক
- গ. তোষামোদকারী
- ঘ. কদরহীন লোক
উত্তরঃ তোষামোদকারী
- ক. পুংলিঙ্গ
- খ. স্ত্রীলিঙ্গ
- গ. ক্লীবলিঙ্গ
- ঘ. উভয়লিঙ্গ
উত্তরঃ উভয়লিঙ্গ
‘রাজায় রাজায় লড়াই করছে’ - এ বাক্যে ‘রাজায় রাজায়’ কী?
- ক. প্রযোজক কর্তা
- খ. মূখ্য কর্তা
- গ. ব্যতিহার কর্তা
- ঘ. ণিজন্ত কর্তা
উত্তরঃ ব্যতিহার কর্তা
‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
- ক. ষ + ন
- খ. ষ + ণ
- গ. ষ + ঞ
- ঘ. ষ + ঙ
উত্তরঃ ষ + ণ
‘কৃতবিদ্য’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
- ক. কৃত যে বিদ্য
- খ. কৃত যে বিদ্যা
- গ. কৃত বিদ্যা যার
- ঘ. কৃত হয়েছে যার বিদ্যা
উত্তরঃ কৃত বিদ্যা যার
যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে। এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
- ক. ব্যাঙের আধুলি
- খ. লেফাফা দুরস্ত
- গ. রাশভারি
- ঘ. ভিজে বেড়াল
উত্তরঃ লেফাফা দুরস্ত
- ক. কারো ফাগুন মাস, কারো সর্বনাশ।
- খ. সে প্রাণিবিদ্যায় দুর্বল।
- গ. আগত শনিবার কলেজ বন্ধ থাকবে।
- ঘ. বিধি লঙ্ঘিত হয়েছে।
উত্তরঃ বিধি লঙ্ঘিত হয়েছে।
- ক. নাটক
- খ. উপন্যাস
- গ. রোমান্টিক প্রণয়কাব্য
- ঘ. রম্যরচনা
উত্তরঃ রোমান্টিক প্রণয়কাব্য
- ক. কাজেম আল কোরেশী
- খ. আবু নাসের কায়কোবাদ
- গ. কায়কোবাদ ইসলাম
- ঘ. আবুল হোসেন কায়কোবাদ
উত্তরঃ কাজেম আল কোরেশী
- ক. I know what does he want?
- খ. I know what does he wants?
- গ. I know what does he want.
- ঘ. I know what he wants.
উত্তরঃ I know what he wants.
Which is the correct use of gerund?
- ক. I saw the girl dancing.
- খ. I am dancing on the floor.
- গ. Dancing is a good exercise.
- ঘ. The girl came here dancing.
উত্তরঃ Dancing is a good exercise.
- ক. Millennium
- খ. Milennium
- গ. Milenium
- ঘ. Millinium
উত্তরঃ Millennium
Which one is the correct sentence?
- ক. He is comparatively better today.
- খ. He is good today than before.
- গ. He is better today.
- ঘ. He is best today than yesterday.
উত্তরঃ He is better today.
What you (do) at this monent? The correct form of verb is -
- ক. do you do
- খ. doing
- গ. are you doing
- ঘ. have done
উত্তরঃ are you doing
- ক. He gave me good-bye.
- খ. He bade me good-bye.
- গ. He told me good-bye.
- ঘ. He wished me good-bye.
উত্তরঃ He bade me good-bye.
The word 'adulteration' can be best explained as -
- ক. to mix something intensely
- খ. to use unusual methods
- গ. to make impure by adding inferior ingredients
- ঘ. to mix poison
উত্তরঃ to mix something intensely
It is high time we (change) our food habit. Here the correct form of verb is -
- ক. changed
- খ. have changed
- গ. should have changed
- ঘ. should change
উত্তরঃ changed
The phrase 'at loggerheads' means -
- ক. very close
- খ. belligerent
- গ. quarreling
- ঘ. distant relation
উত্তরঃ quarreling
- ক. hang
- খ. to be hanged
- গ. to be hunged
- ঘ. to be hung
উত্তরঃ hang
ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল।
- ক. The boy came to me crying.
- খ. The boy came near me crying.
- গ. The boy came to me in crying.
- ঘ. The boy came to me by crying.
উত্তরঃ The boy came to me crying.
- ক. would helped
- খ. would have helped
- গ. had helped
- ঘ. will help
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
What is the appropriate meaning of 'Achilles heel ' ?
- ক. Important issue
- খ. Turning point
- গ. Vulnerable point
- ঘ. Main point
উত্তরঃ Vulnerable point
‘লেবু কচলালে তেতো হয়’ - The best translation is -
- ক. The lemon becomes bitter if it is rubbed.
- খ. A jest driven hard, loses its points.
- গ. A hungry fox is an angry fox,
- ঘ. Don't try to do anything again and again.
উত্তরঃ A jest driven hard, loses its points.
Which one below is a correct sentence?
- ক. They have seen me yesterday.
- খ. I like his child like simplicity.
- গ. It is who is to blame.
- ঘ. The girl resembles to her mother.
উত্তরঃ I like his child like simplicity.
What is the verb form of the word 'friend'?
- ক. friend
- খ. friended
- গ. friending
- ঘ. befriend
উত্তরঃ befriend
৮৮, ৯১, ৯৫ এবং ৯৯ সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে?
- ক. ৮৮
- খ. ৯১
- গ. ৯৫
- ঘ. ৯৯
উত্তরঃ ৮৮
- ক. ৫ কেজি
- খ. ৭ কেজি
- গ. ২ কেজি
- ঘ. ১ কেজি
উত্তরঃ ২ কেজি
- ক. ৩
- খ. ৯
- গ. ১৮
- ঘ. ২৭
উত্তরঃ ৯
একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার। বাগানের পরিসীমা কত মিটার?
- ক. ১৬
- খ. ২৫
- গ. ৪১
- ঘ. ৮২
উত্তরঃ ৮২
- ক. ২৪%
- খ. ১২%
- গ. ১৮%
- ঘ. ১৪%
উত্তরঃ ১২%
১০% সরল মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা হবে?
- ক. ২০০ টাকা
- খ. ৩০০ টাকা
- গ. ৪০০ টাকা
- ঘ. ১০০ টাকা
উত্তরঃ ২০০ টাকা
9p2 + 14p এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
- ক. 49/9
- খ. 14/9
- গ. 7/3
- ঘ. 7
উত্তরঃ 49/9
- ক. 24 বর্গ সেমি
- খ. 42 বর্গ সেমি
- গ. 44 বর্গ সেমি
- ঘ. 45 বর্গ সেমি
উত্তরঃ 24 বর্গ সেমি
ABC একটি সমবাহু ত্রিভুজ। উহার AB এবং AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?
- ক. ৩২০
- খ. ২৮০
- গ. ২৪০
- ঘ. ২৯০
উত্তরঃ ২৪০
x2 - 3x, x2 - 9 এবং x2 - 4x + 3 বীজগাণিতিক রাশির গ.সা.গু. কত হবে?
- ক. x - 4
- খ. x + 3
- গ. x - 3
- ঘ. x - 1
উত্তরঃ x - 3
একটি ত্রিভুজাকুতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে উচ্চতা কত হবে?
- ক. ১২ মিটার
- খ. ১৫ মিটার
- গ. ২৪ মিটার
- ঘ. ২৮ মিটার
উত্তরঃ ২৪ মিটার
x2 - 4, x2 + 4 + x + 4, x3 - 8 বীজগাণিতিক রাশির ল.সা.গু. কত?
- ক. (x + 2)2(x3 - 8)
- খ. (x - 2)2(x3 - 8)
- গ.
(x2 - 2) (x3 - 8)
- ঘ.
(x2 + 2) (x3 - 8)
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
ক : খ = ৪ : ৭, খ : গ = ১০ : ৭ হলে ক : খ : গ কত হবে?
- ক. ৪৯ : ৭০ : ৪০
- খ. ৪০ : ৭০ : ৪৯
- গ. ৭০ : ৪৯ : ৪০
- ঘ. ৪৯ : ৪০ : ৭০
উত্তরঃ ৪০ : ৭০ : ৪৯
একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কিলোমিটার ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
- ক. ২০০
- খ. ২৫০
- গ. ৩০০
- ঘ. ৩৫০
উত্তরঃ ৩০০
কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ -
- ক. সূক্ষ্মকোণ
- খ. স্থুলকোণ
- গ. সমকোণ
- ঘ. পূরককোণ
উত্তরঃ সূক্ষ্মকোণ
রহিম ও করিমের বয়সের গড় ৩৫ বছর। রহিম ও হামজার বয়সের গড় ২০ বছর। হামজার বয়স ১১ বছর হলে করিমের বয়স কত?
- ক. ৪০ বছর
- খ. ৪১ বছর
- গ. ৪২ বছর
- ঘ. ৪৩ বছর
উত্তরঃ ৪১ বছর
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীরপ্রতীক’ উপাধি লাভ করে কত জন?
- ক. ৭ জন
- খ. ৬৮ জন
- গ. ১৭৫ জন
- ঘ. ৪২৬ জন
উত্তরঃ ৪২৬ জন
বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?
- ক. ক্যাপ্টেন সিতারা বেগম
- খ. বেগম রাজিয়া বানু
- গ. বেগম মতিয়া চৌধুরী
- ঘ. বেগম সুফিয়া কামাল
উত্তরঃ বেগম রাজিয়া বানু
বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?
- ক. খাগড়াছড়ি
- খ. বান্দরবান
- গ. রাঙামাটি
- ঘ. কুমিল্লা
উত্তরঃ রাঙামাটি
বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড়ের অবস্থান কোথায় ছিল?
- ক. মুন্সীগঞ্জে
- খ. কুমিল্লায়
- গ. বগুড়ায়
- ঘ. ফরিদপুরে
উত্তরঃ বগুড়ায়
বাংলাদেশে প্রথম ইপিজেড (EPZ) কোথায় স্থাপিত হয়?
- ক. সাভার
- খ. চট্টগ্রাম
- গ. মংলা
- ঘ. গাজীপুর
উত্তরঃ চট্টগ্রাম
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে?
- ক. পাকিস্তান
- খ. ভারত
- গ. জিম্বাবুুয়ে
- ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ ভারত
- ক. প্রত্যক্ষ কর
- খ. প্ররোক্ষ কর
- গ. পরিপূরক কর
- ঘ. সম্পূরক কর
উত্তরঃ প্ররোক্ষ কর
‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটির লেখক কে?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. মাওলানা ভাসানী
- গ. জাহানারা ইমাম
- ঘ. ড.কামাল হোসেন
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে -
- ক. সৌদি আরব
- খ. কুয়েত
- গ. ইরাক
- ঘ. বাহরাইন
উত্তরঃ ইরাক
বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি?
- ক. পিপীলিকা
- খ. দোয়েল
- গ. পদ্মা
- ঘ. অনুসন্ধান
উত্তরঃ পিপীলিকা
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে?
- ক. ৫ জানুয়ারি
- খ. ৮ মার্চ
- গ. ৫ জুন
- ঘ. ১০ ডিসেম্বর
উত্তরঃ ৫ জুন
জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?
- ক. ১৯ তম
- খ. ২৯ তম
- গ. ৩৬ তম
- ঘ. ৩৯ তম
উত্তরঃ ২৯ তম
যুক্তরাষ্ট্রে সরকার ব্যবস্থা কী রুপ?
- ক. রাষ্ট্রপতি শাসিত
- খ. সাংবিধানিক রাজতন্ত্র
- গ. সংসদীয় সরকার
- ঘ. রাজতন্ত্র
উত্তরঃ রাষ্ট্রপতি শাসিত
ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?
- ক. ব্যারোমিটার
- খ. ফ্যাদোমিটার
- গ. সিসমোগ্রাফ
- ঘ. কম্পাস
উত্তরঃ সিসমোগ্রাফ
- ক. খাদ্য পরিবহন করা
- খ. হরমোন বহন করা
- গ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
- ঘ. অক্সিজেন পরিবহন করা
উত্তরঃ অক্সিজেন পরিবহন করা
কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?
- ক. অব্যয়ীভাব
- খ. বহুব্রীহি
- গ. দ্বন্দ্ব
- ঘ. কর্মধারয়
উত্তরঃ কর্মধারয়
কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?
- ক. ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
- খ. ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
- গ. ভিক্ষুককে ভিক্ষা দাও
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ভিক্ষুককে ভিক্ষা দাও
- ক. বড় দাদ> বড়দা
- খ. কিছু > কিচ্ছু
- গ. পিশাচ > পিচাশ
- ঘ. মুক্তা > মুকুতা
উত্তরঃ পিশাচ > পিচাশ
'Leave no shone untumed' means -
- ক. heavy stone
- খ. impossible
- গ. rare stone
- ঘ. try every possible means
উত্তরঃ try every possible means