১৬তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা কলেজসমপর্যায়

বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?

  • ক. মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. দীনেশচন্দ্র সেন
  • গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • ঘ. সুকুমার সেন

উত্তরঃ মুহম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত

বাক্যে কোন যতি চিহ্ন থাকলে থামার প্রয়োজন নেই?

  • ক. কোলন
  • খ. সেমিকোলন
  • গ. হাইফেন
  • ঘ. ড্যাস

উত্তরঃ হাইফেন

বিস্তারিত

‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

‘পানি’ শব্দের প্রতিশব্দ কোনটি?

  • ক. বারিধি
  • খ. নলিনী
  • গ. অপ
  • ঘ. পয়ঃ

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

কোনটি বানানটি শুদ্ধ?

  • ক. মুমুর্ষু
  • খ. মুমূর্ষু
  • গ. মূমুর্ষু
  • ঘ. মূমূর্ষূ

উত্তরঃ মুমূর্ষু

বিস্তারিত

‘ধামাধরা’ বাগধারাটির অর্থ কি?

  • ক. যথেচ্ছাচারী
  • খ. বক ধার্মিক
  • গ. তোষামোদকারী
  • ঘ. কদরহীন লোক

উত্তরঃ তোষামোদকারী

বিস্তারিত

‘সাথী’ শব্দটি কোন লিঙ্গ?

  • ক. পুংলিঙ্গ
  • খ. স্ত্রীলিঙ্গ
  • গ. ক্লীবলিঙ্গ
  • ঘ. উভয়লিঙ্গ

উত্তরঃ উভয়লিঙ্গ

বিস্তারিত

‘সাপের খোলস’ এক কথায় প্রকাশ -

  • ক. কৃ্ত্তি
  • খ. নির্মোক
  • গ. অজিন
  • ঘ. করভ

উত্তরঃ নির্মোক

বিস্তারিত

‘রাজায় রাজায় লড়াই করছে’ - এ বাক্যে ‘রাজায় রাজায়’ কী?

  • ক. প্রযোজক কর্তা
  • খ. মূখ্য কর্তা
  • গ. ব্যতিহার কর্তা
  • ঘ. ণিজন্ত কর্তা

উত্তরঃ ব্যতিহার কর্তা

বিস্তারিত

‘প্রসারণ‘ - এর বিপরীত শব্দ -

  • ক. সম্প্রসারণ
  • খ. বিবর্ধন
  • গ. আকুঞ্চন
  • ঘ. আকর্ণন

উত্তরঃ আকুঞ্চন

বিস্তারিত

‘কৃতবিদ্য’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

  • ক. কৃত যে বিদ্য
  • খ. কৃত যে বিদ্যা
  • গ. কৃত বিদ্যা যার
  • ঘ. কৃত হয়েছে যার বিদ্যা

উত্তরঃ কৃত বিদ্যা যার

বিস্তারিত

যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে। এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?

  • ক. ব্যাঙের আধুলি
  • খ. লেফাফা দুরস্ত
  • গ. রাশভারি
  • ঘ. ভিজে বেড়াল

উত্তরঃ লেফাফা দুরস্ত

বিস্তারিত

যোগরুঢ় শব্দ কোনটি?

  • ক. বাঁশি
  • খ. তৈল
  • গ. পঙ্কজ
  • ঘ. চিকামারা

উত্তরঃ পঙ্কজ

বিস্তারিত

কোনটি সমার্থক শব্দ নয়?

  • ক. পাবক
  • খ. পবন
  • গ. বহ্নি
  • ঘ. অনল

উত্তরঃ পবন

বিস্তারিত

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. কারো ফাগুন মাস, কারো সর্বনাশ।
  • খ. সে প্রাণিবিদ্যায় দুর্বল।
  • গ. আগত শনিবার কলেজ বন্ধ থাকবে।
  • ঘ. বিধি লঙ্ঘিত হয়েছে।

উত্তরঃ বিধি লঙ্ঘিত হয়েছে।

বিস্তারিত

সম্বন্ধ পদে কোন বিভক্তি ‍যুক্ত হয়?

  • ক. কে, রে
  • খ. প্রথমা, শূন্য
  • গ. র, এর
  • ঘ. এ, তে

উত্তরঃ র, এর

বিস্তারিত

কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?

  • ক. শুভেচ্ছা
  • খ. সংবাদ
  • গ. প্রত্যেক
  • ঘ. অতীত

উত্তরঃ সংবাদ

বিস্তারিত

‘ইউসুফ জোলেখা’ কী জাতীয় রচনা?

  • ক. নাটক
  • খ. উপন্যাস
  • গ. রোমান্টিক প্রণয়কাব্য
  • ঘ. রম্যরচনা

উত্তরঃ রোমান্টিক প্রণয়কাব্য

বিস্তারিত

কায়কোবাদের প্রকৃত নাম কী?

  • ক. কাজেম আল কোরেশী
  • খ. আবু নাসের কায়কোবাদ
  • গ. কায়কোবাদ ইসলাম
  • ঘ. আবুল হোসেন কায়কোবাদ

উত্তরঃ কাজেম আল কোরেশী

বিস্তারিত

Choose the correct sentene:

  • ক. I know what does he want?
  • খ. I know what does he wants?
  • গ. I know what does he want.
  • ঘ. I know what he wants.

উত্তরঃ I know what he wants.

বিস্তারিত

Which is the correct use of gerund?

  • ক. I saw the girl dancing.
  • খ. I am dancing on the floor.
  • গ. Dancing is a good exercise.
  • ঘ. The girl came here dancing.

উত্তরঃ Dancing is a good exercise.

বিস্তারিত

The correctly spelt word is -

  • ক. Millennium
  • খ. Milennium
  • গ. Milenium
  • ঘ. Millinium

উত্তরঃ Millennium

বিস্তারিত

Which one is the correct sentence?

  • ক. He is comparatively better today.
  • খ. He is good today than before.
  • গ. He is better today.
  • ঘ. He is best today than yesterday.

উত্তরঃ He is better today.

বিস্তারিত

The word 'Homely' is -

  • ক. Noun
  • খ. Adverb
  • গ. Verb
  • ঘ. Adjective

উত্তরঃ Adjective

বিস্তারিত

What you (do) at this monent? The correct form of verb is -

  • ক. do you do
  • খ. doing
  • গ. are you doing
  • ঘ. have done

উত্তরঃ are you doing

বিস্তারিত

Choose the correct answer :

  • ক. He gave me good-bye.
  • খ. He bade me good-bye.
  • গ. He told me good-bye.
  • ঘ. He wished me good-bye.

উত্তরঃ He bade me good-bye.

বিস্তারিত

The word 'adulteration' can be best explained as -

  • ক. to mix something intensely
  • খ. to use unusual methods
  • গ. to make impure by adding inferior ingredients
  • ঘ. to mix poison

উত্তরঃ to mix something intensely

বিস্তারিত

It is high time we (change) our food habit. Here the correct form of verb is -

  • ক. changed
  • খ. have changed
  • গ. should have changed
  • ঘ. should change

উত্তরঃ changed

বিস্তারিত

Five litres of milk is contained - the pot.

  • ক. by
  • খ. to
  • গ. in
  • ঘ. at

উত্তরঃ in

বিস্তারিত

I could not go - for the examination due to rain.

  • ক. in
  • খ. by
  • গ. to
  • ঘ. on

উত্তরঃ in

বিস্তারিত

The phrase 'at loggerheads' means -

  • ক. very close
  • খ. belligerent
  • গ. quarreling
  • ঘ. distant relation

উত্তরঃ quarreling

বিস্তারিত

Hurry spoils -

  • ক. the work
  • খ. the curry
  • গ. to tarry
  • ঘ. and scary

উত্তরঃ the curry

বিস্তারিত

- water of his lake is pure.

  • ক. a
  • খ. an or the
  • গ. the
  • ঘ. on article

উত্তরঃ the

বিস্তারিত

I wanted the poster to -

  • ক. hang
  • খ. to be hanged
  • গ. to be hunged
  • ঘ. to be hung

উত্তরঃ hang

বিস্তারিত

Would you mind - me a cup of tea?

  • ক. giving
  • খ. make
  • গ. bringing
  • ঘ. bring

উত্তরঃ giving

বিস্তারিত

What is the antonym of 'rear'?

  • ক. Not available
  • খ. Behind
  • গ. Front
  • ঘ. Available

উত্তরঃ Front

বিস্তারিত

ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল।

  • ক. The boy came to me crying.
  • খ. The boy came near me crying.
  • গ. The boy came to me in crying.
  • ঘ. The boy came to me by crying.

উত্তরঃ The boy came to me crying.

বিস্তারিত

Had I riches, I - (help) you.

  • ক. would helped
  • খ. would have helped
  • গ. had helped
  • ঘ. will help

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

What is the appropriate meaning of 'Achilles heel ' ?

  • ক. Important issue
  • খ. Turning point
  • গ. Vulnerable point
  • ঘ. Main point

উত্তরঃ Vulnerable point

বিস্তারিত

‘লেবু কচলালে তেতো হয়’ - The best translation is -

  • ক. The lemon becomes bitter if it is rubbed.
  • খ. A jest driven hard, loses its points.
  • গ. A hungry fox is an angry fox,
  • ঘ. Don't try to do anything again and again.

উত্তরঃ A jest driven hard, loses its points.

বিস্তারিত

Which one below is a correct sentence?

  • ক. They have seen me yesterday.
  • খ. I like his child like simplicity.
  • গ. It is who is to blame.
  • ঘ. The girl resembles to her mother.

উত্তরঃ I like his child like simplicity.

বিস্তারিত

At the scene, - mother arose in her.

  • ক. a
  • খ. the
  • গ. a or the
  • ঘ. no article

উত্তরঃ the

বিস্তারিত

What is the verb form of the word 'friend'?

  • ক. friend
  • খ. friended
  • গ. friending
  • ঘ. befriend

উত্তরঃ befriend

বিস্তারিত

১০% সরল মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা হবে?

  • ক. ২০০ টাকা
  • খ. ৩০০ টাকা
  • গ. ৪০০ টাকা
  • ঘ. ১০০ টাকা

উত্তরঃ ২০০ টাকা

বিস্তারিত

m - n = x এবং mn = 6x2 হলে, m3 - n3 = কত?

  • ক. 19x2
  • খ. 19x3
  • গ. 18x2
  • ঘ. 18x3

উত্তরঃ 19x3

বিস্তারিত

log10x = -2 হলে x এর মান কত হবে?

  • ক. 0.01
  • খ. 0.001
  • গ. 0.02
  • ঘ. 0.002

উত্তরঃ 0.01

বিস্তারিত

x - 1/x = 52 হলে (x + 1/x)2এর মান কত?

  • ক. 25
  • খ. 27
  • গ. 28
  • ঘ. 29

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

x2 - 4, x2 + 4 + x + 4, x3 - 8 বীজগাণিতিক রাশির ল.সা.গু. কত?

  • ক. (x + 2)2(x3 - 8)
  • খ. (x - 2)2(x3 - 8)
  • গ.

    (x2 - 2) (x3 - 8)

  • ঘ.

    (x2 + 2) (x3 - 8)

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

ক : খ = ৪ : ৭, খ : গ = ১০ : ৭ হলে ক : খ : গ কত হবে?

  • ক. ৪৯ : ৭০ : ৪০
  • খ. ৪০ : ৭০ : ৪৯
  • গ. ৭০ : ৪৯ : ৪০
  • ঘ. ৪৯ : ৪০ : ৭০

উত্তরঃ ৪০ : ৭০ : ৪৯

বিস্তারিত

কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ -

  • ক. সূক্ষ্মকোণ
  • খ. স্থুলকোণ
  • গ. সমকোণ
  • ঘ. পূরককোণ

উত্তরঃ সূক্ষ্মকোণ

বিস্তারিত

x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় হবে -

  • ক. 3, 2
  • খ. 3, -2
  • গ. -3, 2
  • ঘ. -3, -2

উত্তরঃ 3, -2

বিস্তারিত

বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?

  • ক. ক্যাপ্টেন সিতারা বেগম
  • খ. বেগম রাজিয়া বানু
  • গ. বেগম মতিয়া চৌধুরী
  • ঘ. বেগম সুফিয়া কামাল

উত্তরঃ বেগম রাজিয়া বানু

বিস্তারিত

বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?

  • ক. শ্যামনগর
  • খ. ঘাটাইল
  • গ. সাভার
  • ঘ. বরকল

উত্তরঃ শ্যামনগর

বিস্তারিত

বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত?

  • ক. ১টি
  • খ. ২টি
  • গ. ৩টি
  • ঘ. ৪টি

উত্তরঃ ২টি

বিস্তারিত

বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?

  • ক. খাগড়াছড়ি
  • খ. বান্দরবান
  • গ. রাঙামাটি
  • ঘ. কুমিল্লা

উত্তরঃ রাঙামাটি

বিস্তারিত

বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড়ের অবস্থান কোথায় ছিল?

  • ক. মুন্সীগঞ্জে
  • খ. কুমিল্লায়
  • গ. বগুড়ায়
  • ঘ. ফরিদপুরে

উত্তরঃ বগুড়ায়

বিস্তারিত

বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়?

  • ক. ১৯৯৬
  • খ. ১৯৯৭
  • গ. ১৯৯৮
  • ঘ. ১৯৯৯

উত্তরঃ ১৯৯৮

বিস্তারিত

নদী ছাড়া ‘মহানন্দা’ কী?

  • ক. তরমুজ
  • খ. সরিষা
  • গ. আম
  • ঘ. কলা

উত্তরঃ আম

বিস্তারিত

বাংলাদেশে প্রথম ইপিজেড (EPZ) কোথায় স্থাপিত হয়?

  • ক. সাভার
  • খ. চট্টগ্রাম
  • গ. মংলা
  • ঘ. গাজীপুর

উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে?

  • ক. পাকিস্তান
  • খ. ভারত
  • গ. জিম্বাবুুয়ে
  • ঘ. নিউজিল্যান্ড

উত্তরঃ ভারত

বিস্তারিত

মূল্য সংযোজন কর একটি -

  • ক. প্রত্যক্ষ কর
  • খ. প্ররোক্ষ কর
  • গ. পরিপূরক কর
  • ঘ. সম্পূরক কর

উত্তরঃ প্ররোক্ষ কর

বিস্তারিত

‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটির লেখক কে?

  • ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • খ. মাওলানা ভাসানী
  • গ. জাহানারা ইমাম
  • ঘ. ড.কামাল হোসেন

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

বিশ্বব্যাংক থেকে সদস্য পদ পত্যাহারকারী দেশ কোনটি?

  • ক. কিউবা
  • খ. ফিলিস্তিন
  • গ. ইরান
  • ঘ. চীন

উত্তরঃ কিউবা

বিস্তারিত

তুরস্কের মুদ্রার নাম কি?

  • ক. দিনার
  • খ. দিরহাম
  • গ. ডলার
  • ঘ. লিরা

উত্তরঃ লিরা

বিস্তারিত

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে -

  • ক. সৌদি আরব
  • খ. কুয়েত
  • গ. ইরাক
  • ঘ. বাহরাইন

উত্তরঃ ইরাক

বিস্তারিত

বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি?

  • ক. পিপীলিকা
  • খ. দোয়েল
  • গ. পদ্মা
  • ঘ. অনুসন্ধান

উত্তরঃ পিপীলিকা

বিস্তারিত

নিউজিল্যান্ডের আদিবাসী কারা?

  • ক. টোডা
  • খ. আফ্রিদি
  • গ. জুলু
  • ঘ. মাউরি

উত্তরঃ মাউরি

বিস্তারিত

বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে?

  • ক. ৫ জানুয়ারি
  • খ. ৮ মার্চ
  • গ. ৫ জুন
  • ঘ. ১০ ডিসেম্বর

উত্তরঃ ৫ জুন

বিস্তারিত

যুক্তরাষ্ট্রে সরকার ব্যবস্থা কী রুপ?

  • ক. রাষ্ট্রপতি শাসিত
  • খ. সাংবিধানিক রাজতন্ত্র
  • গ. সংসদীয় সরকার
  • ঘ. রাজতন্ত্র

উত্তরঃ রাষ্ট্রপতি শাসিত

বিস্তারিত

SMOG হচ্ছে -

  • ক. সিগারেটের ধোঁয়া
  • খ. কুয়াশা
  • গ. কালধোঁয়া
  • ঘ. দূষিত বাতাস

উত্তরঃ দূষিত বাতাস

বিস্তারিত

ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?

  • ক. ব্যারোমিটার
  • খ. ফ্যাদোমিটার
  • গ. সিসমোগ্রাফ
  • ঘ. কম্পাস

উত্তরঃ সিসমোগ্রাফ

বিস্তারিত

রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?

  • ক. খাদ্য পরিবহন করা
  • খ. হরমোন বহন করা
  • গ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
  • ঘ. অক্সিজেন পরিবহন করা

উত্তরঃ অক্সিজেন পরিবহন করা

বিস্তারিত

কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?

  • ক. অব্যয়ীভাব
  • খ. বহুব্রীহি
  • গ. দ্বন্দ্ব
  • ঘ. কর্মধারয়

উত্তরঃ কর্মধারয়

বিস্তারিত

কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?

  • ক. ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
  • খ. ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
  • গ. ভিক্ষুককে ভিক্ষা দাও
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ ভিক্ষুককে ভিক্ষা দাও

বিস্তারিত

কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

  • ক. বড় দাদ> বড়দা
  • খ. কিছু > কিচ্ছু
  • গ. পিশাচ > পিচাশ
  • ঘ. মুক্তা > মুকুতা

উত্তরঃ পিশাচ > পিচাশ

বিস্তারিত

কোনটি ফারসি শব্দ?

  • ক. চাবি
  • খ. চাকর
  • গ. চাহিদা
  • ঘ. চশমা

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

'Leave no shone untumed' means -

  • ক. heavy stone
  • খ. impossible
  • গ. rare stone
  • ঘ. try every possible means

উত্তরঃ try every possible means

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics