১৬তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল পর্যায় ২

বাংলা সাধু ভাষার জনক কে?

  • ক. হরলাল রায়
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?

  • ক. কথ্য ভাষা
  • খ. লেখ্য ভাষা
  • গ. সাধু ভাষা
  • ঘ. চলিত ভাষা

উত্তরঃ সাধু ভাষা

বিস্তারিত

‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. অমুদ
  • খ. ভূ-ধর
  • গ. শূন্য
  • ঘ. নীর

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

বিরাম চিহ্নের প্রবর্তক কে?

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. আব্দুল হাকিম

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

‘খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী?

  • ক. মন্দভাগ্য
  • খ. তুচ্ছ পদার্থ
  • গ. চাটুকার
  • ঘ. নির্বোধ

উত্তরঃ চাটুকার

বিস্তারিত

‘গঙ্গা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. গোমতি
  • খ. কৃষ্ণবেণী
  • গ. কাবেরী
  • ঘ. সবগুলো

উত্তরঃ সবগুলো

বিস্তারিত

‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. সোম
  • খ. ভূষণ
  • গ. নকশা
  • ঘ. নভঃ

উত্তরঃ সোম

বিস্তারিত

‘নৈসর্গিক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. নকল
  • খ. ঐহিক
  • গ. কৃত্রিম
  • ঘ. তামসিক

উত্তরঃ কৃত্রিম

বিস্তারিত

নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. পিপীলিকা
  • খ. পিপিলিকা
  • গ. পীপিলীকা
  • ঘ. পিপীলীকা

উত্তরঃ পিপীলিকা

বিস্তারিত

কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. দারিদ্রতাই প্রধান সমস্যা
  • খ. দারিদ্রতাই আমাদের মূল সমস্যা
  • গ. দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
  • ঘ. দারিদ্রতাই আমাদের প্রধান সমস্যা

উত্তরঃ দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা

বিস্তারিত

‘তপোবন’ কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব সমাস
  • খ. চতুর্থী তৎপুরুষ সমাস
  • গ. প্রাদি সমাস
  • ঘ. বহুব্রীহি সমাস

উত্তরঃ প্রাদি সমাস

বিস্তারিত

সন্ধির প্রধান কাজ কী?

  • ক. ধ্বনি পরিবর্তন
  • খ. অর্থের পরিবর্তন
  • গ. পদের পরিবর্তন
  • ঘ. বাক্য সংকোচন

উত্তরঃ ধ্বনি পরিবর্তন

বিস্তারিত

সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?

  • ক. সমস্যমান পদ
  • খ. সমস্তপদ
  • গ. ব্যাসবাক্য
  • ঘ. উত্তরপদ

উত্তরঃ সমস্তপদ

বিস্তারিত

‘তিলে তৈল হয়’ বাক্যে ‘তিলে’ কোন কারক?

  • ক. কর্ম কারক
  • খ. করণ কারক
  • গ. অপাদান কারক
  • ঘ. অধিকরণ কারক

উত্তরঃ অপাদান কারক

বিস্তারিত

‘সিংহাসন’ কোন সমাস?

  • ক. দ্বন্দ্ব সমাস
  • খ. মধ্যপদলোপী কর্মধারয়
  • গ. মধ্যপদলোপী বহুব্রীহি
  • ঘ. অব্যয়ীভাব সমাস

উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়

বিস্তারিত

‘রেলগাড়িটি স্টেশন ছেড়েছে’ বাক্যে ‘স্টেশন’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে শূন্য
  • খ. করণে শূন্য
  • গ. কর্তায় শূন্য
  • ঘ. অধিকরণে শূন্য

উত্তরঃ অপাদানে শূন্য

বিস্তারিত

‘মেঘের ধ্বনি’ -এর বাক্য সংকোচন কোনটি?

  • ক. মৃন্ময়
  • খ. জীমূতমন্দ্র
  • গ. জীমূতেন্দ্র
  • ঘ. শানকি

উত্তরঃ জীমূতমন্দ্র

বিস্তারিত

সিদুঁরে মেঘ’ বাগধারাটির অর্থ কী?

  • ক. বড় বিপদ
  • খ. অল্পে ভয়
  • গ. বিপদর আশঙ্কা
  • ঘ. আকাশ লাল

উত্তরঃ অল্পে ভয়

বিস্তারিত

‘লবণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • ক. লে + অন
  • খ. লব + অন
  • গ. লো + অন
  • ঘ. ল + বন

উত্তরঃ লো + অন

বিস্তারিত

নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

  • ক. কুলটা
  • খ. যোগিনী
  • গ. রজকী
  • ঘ. চাতকী

উত্তরঃ কুলটা

বিস্তারিত

‘কালসাপ’ কোন সমাস?

  • ক. নিত্য সমাস
  • খ. দ্বন্দ্ব সমাস
  • গ. বহুব্রীহি সমাস
  • ঘ. কর্মধারয় সমাস

উত্তরঃ নিত্য সমাস

বিস্তারিত

'Watery grave' -এর অর্থ কী?

  • ক. পানির নালা
  • খ. সলিল সমাধি
  • গ. পানিযুক্ত কবর
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ সলিল সমাধি

বিস্তারিত

মানবজাতি এখন সংকটাপন্ন।

  • ক. Mankind are at a stake now.
  • খ. Mankind are at stake now.
  • গ. Mankind is at stake now.
  • ঘ. Men are at stake now.

উত্তরঃ Mankind is at stake now.

বিস্তারিত

তার কোনো বন্ধু নাই বললেই চলে।

  • ক. He has no friends.
  • খ. He has a few friends.
  • গ. He has few friends.
  • ঘ. He does not have any friend.

উত্তরঃ He has few friends.

বিস্তারিত

বিনয় মহত্ত্বের ভূষণ।

  • ক. Modesty is the embellisement of greatness.
  • খ. Modesty is greatness.
  • গ. Modesty is great embellishment
  • ঘ. Modesty is embllishment to greatness.

উত্তরঃ Modesty is the embellisement of greatness.

বিস্তারিত

What is the antonym of 'agile'?

  • ক. active
  • খ. nimble
  • গ. lively
  • ঘ. lazy

উত্তরঃ lazy

বিস্তারিত

What is the synonym of 'alliance'?

  • ক. Enmity
  • খ. Alien
  • গ. Association
  • ঘ. Separation

উত্তরঃ Association

বিস্তারিত

The antonym of 'optimism' is -

  • ক. Pessimism
  • খ. Opportynities
  • গ. Pestilence
  • ঘ. Opulence

উত্তরঃ Pessimism

বিস্তারিত

The synonym of 'annihilate' is -

  • ক. restore
  • খ. preserve
  • গ. safe
  • ঘ. destroy

উত্তরঃ destroy

বিস্তারিত

Verb form of 'false' is -

  • ক. falsify
  • খ. falsely
  • গ. falsification
  • ঘ. falcify

উত্তরঃ falsify

বিস্তারিত

Adverb form of 'heart' is -

  • ক. heartened
  • খ. heartily
  • গ. hearty
  • ঘ. heartening

উত্তরঃ heartily

বিস্তারিত

Adjective form of 'courage' is -

  • ক. encourage
  • খ. courageeous
  • গ. curiosity
  • ঘ. courageable

উত্তরঃ courageeous

বিস্তারিত

What is the verb form of 'ability'?

  • ক. ableness
  • খ. enable
  • গ. ably
  • ঘ. able

উত্তরঃ enable

বিস্তারিত

It's time you - your mistake.

  • ক. realised
  • খ. realise
  • গ. had realised
  • ঘ. have realised

উত্তরঃ realised

বিস্তারিত

Jamal walks as if he - lame.

  • ক. is
  • খ. has been
  • গ. were
  • ঘ. was

উত্তরঃ were

বিস্তারিত

Uneasy lies the head that - a crown.

  • ক. wear
  • খ. wears
  • গ. puts
  • ঘ. keep

উত্তরঃ wears

বিস্তারিত

Read diligently lest you - fail in the examination.

  • ক. should
  • খ. will
  • গ. shall
  • ঘ. must

উত্তরঃ should

বিস্তারিত

He - me while I was reading.

  • ক. interrupts
  • খ. interrupted
  • গ. is interrupting
  • ঘ. interrupting

উত্তরঃ interrupted

বিস্তারিত

Corruption is one of hte worst evils. (Pasitive)

  • ক. Very few evils as bad as corruption.
  • খ. No other evils are as bad as corruption.
  • গ. No other evil is as bad as corruption.
  • ঘ. Very few evils are as bad as corruption.

উত্তরঃ Very few evils are as bad as corruption.

বিস্তারিত

We should read books to gain knowledge. (Make it complex)

  • ক. We should read books for gaining knowledge.
  • খ. We should read books and gain knowledge.
  • গ. We should read books so that we can gain knowledge.
  • ঘ. We want to gain knowledge and so we should read books.

উত্তরঃ We should read books so that we can gain knowledge.

বিস্তারিত

'Please, keep quiet.' (Make it passive)

  • ক. You are told for keeping quiet.
  • খ. You are requested to keep quiet.
  • গ. You are requested for keep quiet.
  • ঘ. You are told to keep quiet.

উত্তরঃ You are requested to keep quiet.

বিস্তারিত

Cricket is a very exciting game. (Make it Exclamatory)

  • ক. Hurrah! cricket is an exciting game.
  • খ. How exciting game is cricket!
  • গ. How exciting is cricket when it plays!
  • ঘ. What an exciting game cricket is!

উত্তরঃ What an exciting game cricket is!

বিস্তারিত

The word 'Banish' means -

  • ক. exile
  • খ. emerge
  • গ. drive away
  • ঘ. expel

উত্তরঃ exile

বিস্তারিত

'A cock and bull story' means -

  • ক. an animal story
  • খ. a story about a cocl and a bull
  • গ. a tragedy
  • ঘ. a false story

উত্তরঃ a false story

বিস্তারিত

'Big bug' means -

  • ক. terrorist
  • খ. a large bug
  • গ. important person
  • ঘ. a large insect

উত্তরঃ important person

বিস্তারিত

'At a stretch' means -

  • ক. without break
  • খ. stretch mark
  • গ. long way
  • ঘ. decay

উত্তরঃ without break

বিস্তারিত

x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?

  • ক. x2 - y2 / xy
  • খ. 2x2 - y2 / xy
  • গ. y2 - x2 / xy
  • ঘ. x2 - 2y2 / xy

উত্তরঃ y2 - x2 / xy

বিস্তারিত

x2 - 11x + 30 এবং x3 - 4x2 - 2x - 15  এর গ.সা.গু. কত?

  • ক. x - 5
  • খ. x - 6
  • গ. x2 + x + 3
  • ঘ. x2 - x - 3

উত্তরঃ x - 5

বিস্তারিত

a : b = 2 : 3 এবং b : c = 6 : 7 হলে a : b : c = কত?

  • ক. 2 : 6
  • খ. 3 : 7
  • গ. 2 : 7
  • ঘ. 4 : 7

উত্তরঃ 4 : 7

বিস্তারিত

x2 - y (y - 2) - 1 এর উৎপাদক নিচের কোনটি?

  • ক. (x - y - 1)(x - y + 1)
  • খ. (x - y + 1)(x + y - 1)
  • গ. (x + y + 1)(x - y - 1)
  • ঘ. (x - y)(x + y + 1)

উত্তরঃ (x - y + 1)(x + y - 1)

বিস্তারিত

x4 - x2 - 1 = 0 হলে, x - 1/x2 = কত?

  • ক. 0
  • খ. 1
  • গ. 2
  • ঘ. 4

উত্তরঃ 1

বিস্তারিত

4(x+y), 10(x-y) এবং 12(x2 - y2) এর গ.সা.গু.কত?

  • ক. x - y
  • খ. x + y
  • গ. 12(x2 - y2)
  • ঘ. 2

উত্তরঃ 2

বিস্তারিত

২৮ কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?

  • ক. ৬০
  • খ. ৪০
  • গ. ৭৬
  • ঘ. ৩১

উত্তরঃ ৭৬

বিস্তারিত

f(x) = 2x2 + 3x - 1 হলে f(0) = কত?

  • ক. 6
  • খ. 4
  • গ. 1
  • ঘ. -1

উত্তরঃ -1

বিস্তারিত

2x+1 = 32 হলে x এর মান কত?

  • ক. 4
  • খ. 3
  • গ. 2
  • ঘ. 1

উত্তরঃ 4

বিস্তারিত

সর্বপ্রথম ‘বঙ্গ’ নাম পাওয়া যায় যে গ্রন্থে -

  • ক. আইন-ই-আকবরী
  • খ. বাঙালির ইতিহাস
  • গ. ঐতরেয় আরণ্যক
  • ঘ. রঘুবংশ

উত্তরঃ ঐতরেয় আরণ্যক

বিস্তারিত

চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় -

  • ক. সাংগ্রেন
  • খ. বিজু
  • গ. তনচংগা
  • ঘ. নও উৎসব

উত্তরঃ বিজু

বিস্তারিত

জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কী?

  • ক. জাইকা
  • খ. ডিএফআইডি
  • গ. ডানিডা
  • ঘ. ওসিডি

উত্তরঃ জাইকা

বিস্তারিত

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিডিউট কোথায় অবস্থিত?

  • ক. মানিকগঞ্জ
  • খ. রংপুর
  • গ. ঢাকা
  • ঘ. পাবনা

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন?

  • ক. শিল্প মন্ত্রণালয়
  • খ. শিক্ষা মন্ত্রণালয়
  • গ. পরিবেশ মন্ত্রণালয়
  • ঘ. প্রতিরক্ষা মন্ত্রণালয়

উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়

বিস্তারিত

NATO কোন ধরনের জোট?

  • ক. অর্থনৈতিক
  • খ. পরিবেশগত
  • গ. রাজনৈতিক
  • ঘ. সামরিক

উত্তরঃ সামরিক

বিস্তারিত

ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন -

  • ক. ডুরান্ড লাইন
  • খ. র‌্যাডক্লিফ লাইন
  • গ. এলওসি
  • ঘ. ম্যাজিনো লাইন

সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন

বিস্তারিত

‘বাংলাদেশ স্কয়ার’ কোথায় অবস্থিত?

  • ক. লাইবেরিয়া
  • খ. কঙ্গো
  • গ. সোমালিয়া
  • ঘ. সুদান

উত্তরঃ লাইবেরিয়া

বিস্তারিত

বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় -

  • ক. ১০ জুলাই
  • খ. ৫ জুন
  • গ. ২৪ সেপ্টেম্বর
  • ঘ. ১২ এপ্রিল

উত্তরঃ ৫ জুন

বিস্তারিত

সংবিধানের ১৫ অনুচ্ছেদের বিষয়বস্তু কী?

  • ক. জনস্বাস্থ্য ও নৈতিকতা
  • খ. সুযোগের সমতা
  • গ. জাতীয় সংস্কৃতি
  • ঘ. মৌলিক প্রয়োজনের ব্যবস্থা

উত্তরঃ মৌলিক প্রয়োজনের ব্যবস্থা

বিস্তারিত

বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম কবে প্রথম শুরু হয়?

  • ক. ১৯৯৮ সালে
  • খ. ১৯৯৯ সালে
  • গ. ২০০০ সালে
  • ঘ. ২০০১ সালে

উত্তরঃ ১৯৯৮ সালে

বিস্তারিত

বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে?

  • ক. ২০১০ সালে
  • খ. ২০১১ সালে
  • গ. ২০১২ সালে
  • ঘ. ২০১৩ সালে

উত্তরঃ ২০১১ সালে

বিস্তারিত

'Seven Sister' কোন দেশে অবস্থিত?

  • ক. ভারত
  • খ. পাকিস্তান
  • গ. মিয়ানমার
  • ঘ. ভুটান

উত্তরঃ ভারত

বিস্তারিত

আগরতলা মামলা প্রত্যাহার করা হয় -

  • ক. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
  • খ. ২০ মার্চ ১৯৬৯
  • গ. ১৮ ফেব্রুয়ারি ১৯৭০
  • ঘ. ৫ ডিসেম্বর ১৯৬৮

উত্তরঃ ২২ ফেব্রুয়ারি ১৯৬৯

বিস্তারিত

বাংলাদেশে সরকারি EPZ মোট কতটি?

  • ক. ৭টি
  • খ. ৮টি
  • গ. ৯টি
  • ঘ. ১০টি

উত্তরঃ ৮টি

বিস্তারিত

মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

  • ক. ক্যাপ্টেন এম. মনসুর আলী
  • খ. তাজউদ্দীন আহমদ
  • গ. সৈয়দ নজরুল ইসলাম
  • ঘ. খন্দকার মোশতাক আহমেদ

উত্তরঃ ক্যাপ্টেন এম. মনসুর আলী

বিস্তারিত

নবায়যোগ্য শক্তি কোনটি?

  • ক. তেল
  • খ. গ্যাস
  • গ. কয়লা
  • ঘ. সমুদ্রের পানি

উত্তরঃ সমুদ্রের পানি

বিস্তারিত

ইতিহাসের জনক কে?

  • ক. হেরোডোটাস
  • খ. এরিস্টটল
  • গ. ওয়াশিংটন
  • ঘ. নিউইয়র্ক

উত্তরঃ হেরোডোটাস

বিস্তারিত

টেকসই উন্নয়ন অভীষ্ট কবে গৃহীত হয়?

  • ক. ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর
  • খ. ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর
  • গ. ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর
  • ঘ. ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর

উত্তরঃ ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর

বিস্তারিত

‘ওয়াটার লু’ যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?

  • ক. বেলজিয়াম
  • খ. জাপান
  • গ. জার্মানি
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ বেলজিয়াম

বিস্তারিত

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?

  • ক. সমাজকল্যাণ মন্ত্রণালয়
  • খ. মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
  • গ. স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়
  • ঘ. শিক্ষা মন্ত্রণালয়

উত্তরঃ সমাজকল্যাণ মন্ত্রণালয়

বিস্তারিত

‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারাটির অর্থ কী?

  • ক. বৃহৎ বিষয়
  • খ. গ্রন্থ
  • গ. ছোটগল্প
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ বৃহৎ বিষয়

বিস্তারিত

Trees are considered one of our best friends. (Make it active)

  • ক. It is tree which our best friend.
  • খ. Trees are our best friends.
  • গ. We considered trees one of our best friends.
  • ঘ. We considered trees one of our best friend.

উত্তরঃ We considered trees one of our best friend.

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics